পাহাড় সমান ব্যাথা
লিখেছেন লিখেছেন খালিদ হোসাইন বীর ১৩ জুন, ২০১৩, ০৪:৪৫:৪৪ বিকাল
কেউ হতে চায় দূরের যাত্রী
দূর হতে ,বহু দুরে
ইছে হলেই যায়না ছোঁয়া মনের নতুন সুরে।
হটাৎ করে চলে যাবার কথা ছিলনা
মনের চাপা কথা গুলো বলা হল না।
দূরের যাত্রী দূরের যাত্রী শুনছ কি,এই কথা ?
আমার জন্য রেখে গেলে পাহাড় সমান ব্যাথা।
বিষয়: সাহিত্য
১৪২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন