বিসিএস পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত--০১

লিখেছেন লিখেছেন ক্যরিয়ার স্পেশালিস্ট ০২ এপ্রিল, ২০১৩, ১২:৩৮:১২ রাত

১.পৃথিবীতে সর্বপ্রথম ভোটাধিকার পায়--নিউজিল্যান্ডের নারীরা(১৮৯৩ সালে)

২.ই-মেইলের জনক--রে-টমলিনসন

৩.মোবাইলের জনক--মার্টিন কুপার

৪.নেলসন ম্যান্ডেলা --১৯৯৩ সালে নোবেল পুরষ্কার পেয়েছেন

৫.হিটলার জার্মানীর চ্যান্সেলর হন--১৯৩৩ সালে

৬.উড্রো উইলসন নোবেল পান--১৯১৯ সালে

৭.লুফথানসা--জার্মানীর বিমান সংস্থা

৮.নাসা প্রতিষ্ঠিত হয়--১৯৫৮ সালে

৯.রেডক্রস নোবেল পায় --৩ বার (১৯১৭,১৯৪৪,১৯৬৩ সালে) এবং মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্ট নামে প্রকাশ পায়--১৯১৯ সালে

১০.সানা--সিরিয়ার সংবাদ সংস্থা

১১.আনতারা--ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা

১২.উইনস অব ফায়ার -এপিজে আবুল কালাম

১৩.হোয়াইট হাউস ইয়ার্ডস--হেনরি কিসিঞ্জার

১৪.দা স্ট্রাটেজিক ভিক্টরি--ফিদেল ক্যাস্ট্রো

১৫.চীনের পুরাতন নাম --ক্যাথে এবং বেইজিং এর পুরাতন নাম---পিকিং

১৬.ফ্রান্সের পুরাতন নাম --গল

১৭.ইউরোপিয়ান ইউনিয়ন নোবেল পায়--২০১২ সালে

১৮.আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন নোবেল পায়--২০০৫ সালে

১৯.জাতিসংঘ নোবেল পায় --২০০১ সালে এবং শান্তিরক্ষী বাহিনী নোবেল পায়--১৯৮৮ সালে ।

২০.জাতিসংঘ শরনার্থী কমিশন নোবেল পায়--১৯৫৪,১৯৮১ সালে

২১.এ্যামেনেষ্টি ইন্টারন্যাশনাল নোবেল পায়--১৯৭৭ সালে

২২.আন্তর্জাতিক শ্রম সংগঠন নোবেল পায়--১৯৬৯ সালে

২৩.ইউনিসেফ নোবেল পায়--১৯৬৫ সালে

২৪.আরব লীগের সভাপতি--নাবিল আল আরাবী(মিশর)

২৫.আই এম এফ এর পরিচালক--ক্রিস্টিনা লার্গাদে(ফ্রান্স)

২৬.জি-৭৭, জি-৮, ন্যাম এর--- কোন সদর দপ্তর নেই

২৭.তুরস্কের মুদ্রা--লিরা

২৮.ফ্রি আচেহ মুভমেন্ট--ইন্দোনেশিয়া

২৯.মোজাম্বিক পর্তুগালের অধীনে ছিল--৪৭০ বছর এবং ম্যাকাও পর্তুগালের অধীনে ছিল--৪৪২ বছর

৩০.দক্ষিন আফ্রিকা শ্বেতাঙ্গের অধীনে ছিল--৩৪২ বছর

৩১.হংকং ব্রিটেনের অধীনে ছিল--১৫৬ বছর

বিষয়: Contest_mother

১২৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File