নতুন যোগাযোগ মন্ত্রী হিসেবে শাহরিয়ার করিব সব চেয়ে যোগ্য
লিখেছেন লিখেছেন ক্যরিয়ার স্পেশালিস্ট ০৮ এপ্রিল, ২০১৩, ১২:৪২:৫৪ রাত
সৈয়দ আবুল হোসেন অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন শাহরিয়ার কবির যোগাযোগ মন্ত্রী হিসেবে মন্ত্রীত্ব পাওয়ার জন্য আজকাল যেখানে সেখানে দৌড় দিচ্ছেন। আজ তিনি আবেগঘণকন্ঠে শাংবাদিকদের বলেন , আমি দৌড় দেওয়ার জন্য সুদুর চীনে গেছিলাম, কিন্তু কবিরা **র পুত আমার রেকর্ড ভেঙ্গে ফেলেছে , সে এখন মাঠে ঘাটে দৌড় দিচ্ছ, সম্প্রতি সে ফ্লাইওভারের নিচে সামন্য হুজুরদের জুতা নিক্ষেপের ভয়ে দৌড়ে গিয়ে একটি সেলুনে ঢুকে পড়ে, ঘটনাটি সবার দৃষ্ঠিকেড়েছে, শুধু তাই নয় , অনেক সমালোচক এই দৌড়কে উসাইন বোল্টের সাথেও তুলনা করছেন এবং তারা আমার দৌড়কে মেড ইন চায়না বলে সমালোচনা করছে। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সৈয়দ আবুল হোসেন হঠাৎ গান গেয়ে উঠেন " মুরগী আমার মুখের খাবার কাইড়া নিতে চায়".
সংবাদকমীরা খোঁজ নিয়ে জেনেছেন "হুড়োহুড়ি করে সেলুনে আশ্রয় নেওয়ার পর তিনি নাপিতদের হিন্দতে জিজ্ঞাসা করেন-- আপ লোগ বাল কাটতাহে ?"
এসময় সেলুন কর্মচারীরা বেশ বিব্রতবোধ করেন , তারা লজ্জিত হয়ে বলেন "না স্যার, এখানে এই কাজ হয় না" ।
গাদানিক জানিয়েছেন "হিন্দি না বোঝার কারণে কক্ কবির তাদেরকে রাজাকার হিসাবে সন্দেহ করেছেন"
http://www.banglasongbad24.com/index.php/content/news/2604
বিষয়: বিবিধ
২৮৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন