স্বাধীনতা খায় না মাথায় দেয়

লিখেছেন লিখেছেন ক্সবালোক ২৬ মার্চ, ২০১৩, ১২:৪৭:১৪ রাত



স্বাধীনতা খায় না মাথায় দেয় ভুলে গেসে এ জাতি

হায়!হায়!হায়!

কে নিবে এর দায়?

স্বাধীনতার অর্থ খুঁজবে হাতে নিয়ে ডিকশনারি

স্বাধীনতা লজ্জায় মুখ লুকাবে।

অলিতে গলিতে ট্রেন বাসে লঞ্চে

হকারের চিৎকার ডিকশনারি লাগে ডিকশনারি

এতে খুঁজে পাবেন স্বাধীনতার অর্থ

সচেতন মানুষ হুমড়ি খেয়ে পরবে কিনতে ডিকশনারি

যদি ডিকশনারি থেকে শব্দটি ব্যান হয়ে যায়

ফলে ডিকশনারি ব্যবসায়ীরা যদি দাম বাড়িয়ে দেয়।

যেখানে যাবে সব সময় পকেটে থাকবে ডিকশনারি

মানুষ ডিকশনারি দেখবে

কোথাও দুর্নীতি হচ্ছে এটা কি স্বাধীনতা !

অহরহ ধর্ষণ হচ্ছে এটা কি স্বাধীনতা !

অহরহ খুন হচ্ছে এটা কি স্বাধীনতা !

অহরহ যৌনতা হচ্ছে এটা কি স্বাধীনতা !

স্বাধীন দেশের স্বাধীন জনতার স্বাধীনতার করুণ দশা

স্বাধীনতা খায় না মাথায় দেয়!

মানুষ এই কথাটি একদিন বলবে অসম্ভব কিছু নয়।

বিষয়: বিবিধ

৮৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File