চাই প্রকৃত স্বাধীনতার স্বাদ পেতে ...
লিখেছেন লিখেছেন নিশাত রাহমান ২৭ মার্চ, ২০১৩, ০৩:৪০:২৬ রাত
বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি।হাজার হাজার শহিদের রক্তস্নাত পবিত্র ভুমি।কিন্তু দুঃখের সাথে জানাই এ মুক্তিযোদ্ধা ভাইয়েরা তোমরা যারা এ ভুমিকে শত্রুমুক্ত করতে,এদেশের মানুষের নিরাপদ মৃত্যু নিশ্চিত করতে এবং মা- বোনদের ইজ্জত আব্রু রক্ষায় নিজের জীবন দিয়ে এ ভুমিকে স্বাধীন করলে,তোমাদের এ ত্যাগ তিতিক্ষা আজ ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে।তোমার মা- বোনরা এখনও হচ্ছে ধর্ষিতা।তোমাদের ভাইদেরও নেই জীবনের কোন নিরাপত্তা।যেখানে সেখানে পাওয়া যায় তোমার ভাইয়ের মৃত লাশ ।তোমরা হয়ত ভাবছ ,পাকিস্তান মনে হয় আবার আমাদেরকে আক্রমণ করছে। নিশ্চয়ই না,এবারের শত্রু পাকিস্তান না এবারের শত্রু কিছু ভারতের দালাল গোষ্ঠী।যারা তোমাদের ত্যাগের বিনিময়ে পাওয়া মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি শুরু করেছে।তাদের হাতে নেই কারো জীবনের নিরাপত্তা ।তারা তোমার মা - বোনদের ধর্ষণে করছে সেঞ্চুরি।তারা প্রকাশ্য দিবালোকে নিরাপরাধ মানুষ হত্যা করে লাশের উপর করছে উদ্দাম নৃত্য।তাদের পুলিশ বাহিনী লেলিয়ে দেয়া হয়েছে সাধারণ মানুষের উপর।সাধারণ মানুষকে গুলী করার কোন অধিকার পুলিশের না থাকলেও তারা নির্বিচারে চালাচ্ছে সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ। কিভাবে পালন করি বল এ স্বাধীনতা দিবস ??কিছু মনে করনা তোমরা ,তোমাদের আমরা ভুলবনা।তোমাদের রক্ত স্নাত এ মাটি ভারতের দালালগোষ্ঠীর হাত থেকে মুক্ত করেই তবে আমরা পালন করব প্রকৃত স্বাধীনতা দিবস...সেদিনের অপেক্ষায় রইলাম...
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন