শিরোনামহীন
লিখেছেন লিখেছেন অন্য আমি ১৭ এপ্রিল, ২০১৩, ০৩:২৭:৫৮ দুপুর
এটা একটা কনফেশন। প্রেম ভালোবাসা নিয়ে না.... কনফেশনটা আমার নিজেকে নিয়ে।
নিঝুম রাত । চারদিক ছোটো ছোটো আলো জ্বলা জোনাকি... আর আমি কারো কোলে.. মাথাটা তার কাধে ...সেই মানুষটি আমাকে কোলে করে নিয়ে যাচ্ছেন....। এটাই আমার সবচেয়ে পুরনো স্মৃতি .. হয়তো সেই মানুষটা ছিলেন আমার মা অথবা বাবা ।
ছোটোবেলা থেকে যে দুটি মানুষ সবসময় ছায়ার মতো আগলে রেখেছে আমাকে তারা হলেন আমার বাবা মা । যখন যা চেয়েছি হাসিমুখে এনে দিয়েছেন তারা...। অথচ এই আমি ...... বুঝে না বুঝে কত কষ্ট দিয়েছি.। দিতে চাই নি.. দিয়ে ফেলেছি... স্বাথর্পরের মত এমন সব আবদার করেছি অনেক সময় যা হয়ত কষ্ট দিয়েছে তাদের । তাদের ধমক, বকার আড়ালে থাকা ভালোবাসাটুকু অগ্রাহ্য করছি কত !!
তখন বুঝি নি.... এখন হয়ত একটু হলেও বুঝি..।
আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া....।
আল্লাহ তুমি আমার বাবা মা কে বেহেশতবাসী করো...। তাদের দুনিয়ার জীবনে আমি যেনো তাদের যোগ্য সন্তান হতে পারি।
বিষয়: বিবিধ
১৪৯২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন