পুলিশ কমিশনার বেনজীর আহমেদ লাঞ্চিত!!!

লিখেছেন লিখেছেন কাকা ০৭ এপ্রিল, ২০১৩, ১০:২৪:০৭ সকাল

হেফাজতে ইসলামের সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। গতকাল দুপুরে জাতীয় প্রেস কাবের সামনে হেফাজতে ইসলামের লোকজন তার গায়ে বোতল ছুড়ে মারেন। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা পৌনে ২টার দিকে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ প্রেস কাবের সামনে যান হেফাজতে ইসলামের কর্মসূচি দেখতে। তিনি সেখানে গাড়ি থেকে নামেন। সে সময় হেফাজতে ইসলামের লোকজন নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে মিছিল করছিলেন। পুলিশ কমিশনার বেনজীর আহমেদ তাদের আস্তে স্লোগান দিতে বলেন। তখন হেফাজতে ইসলামের উত্তেজিত সমর্থকেরা তার দিকে পানির বোতল ছুড়ে মারেন। কয়েকজন সাংবাদিকও এ ঘটনা প্রত্যক্ষ করেন। কমিশনারের সাথে আরো কয়েকজন পুলিশ কর্মকর্তা ছিলেন। বোতল ছুড়ে মারার পর পুলিশ কমিশনার দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

তবে পুলিশ কমিশনারের দিকে এই বোতল ছুড়ে মারার বিষয়ে কোনো পুলিশ কর্মকর্তা কথা বলতে রাজি হননি। ডিএমপির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বক্তব্য মেলেনি।

এ দিকে মতিঝিল শাপলা চত্বরেও গতকাল দুপুরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ধাক্কাধাক্কি করে হেফাজতে ইসলামের মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের দিকে বোতল ছুড়ে মারা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিষয়: বিবিধ

১৫২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File