অসমাপ্ত ব্যকুলতা
লিখেছেন লিখেছেন ফয়সাল সরকার ১৫ মে, ২০১৩, ১২:০৫:৪৬ রাত
অসমাপ্ত ব্যকুলতা
ফয়সাল সরকার
বুঝেছকি মনের এই অসমাপ্ত ব্যকুলতা?
চায় আরো অধিক স্পর্শ স্পন্ধনের দীর্ঘশ্বাসে থাকা
অনুভবের আরো আরো অসীম গভীরে হারিয়ে
খুজে আনতে কাঙ্খিত সুখের সংজ্ঞা॥
চেনা বাহুর অচেনা স্পর্শের অতৃপ্ত আবেদন
সঙ্গোপনে নিস্তব্দ ধ্যানে দীর্ঘায়িত করতে এ ক্ষণ
চোখের দৃষ্টিতে অপরিচিত শুকনো খড়া
ডাকছে কোন গভীরতা থেকে বুঝতে তার ভাষা॥
একি পৃথিবী না অন্য কোন গ্রহ হয়ত দুজনারই প্রশ্ন
কেননা, যেমন আমি তেমনি তুমিও এ মুহুর্তটায় নিমগ্ন
গভীর গভীরতায় তন্ময় অবুঝ দুজনা
এই গভীরতায় হারিয়ে খুজে আনতে সুখের সংজ্ঞা॥
আরো মজার মজার লেখা পেতে Click this link করুন
বিষয়: সাহিত্য
১৫৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন