পৃথিবীতে পাওয়া গেল বুধ গ্রহের পাথর !

লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার ০৩ এপ্রিল, ২০১৩, ১২:৩৩:৪৬ রাত



সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষকেরা দাবি করেছেন, বুধ গ্রহ ত্থেকে ছিটকে আসা কিছু পাথরের টুকরা তাঁরা পৃথিবীতেই সংগ্রহ করতে পেরেছেন।

গত বছর গবেষকেরা মরক্কোর দক্ষিণাঞ্চলে ৩৫টি পাথর খণ্ড খুঁজে পান। পাথরগুলোর ওজন সব মিলিয়ে ৩৪৫ গ্রাম। আর এবার গবেষকেরা দাবি করেছেন, আশ্চর্য সবুজ রঙের পাথরের এ টুকরোগুলো বুধ গ্রহ থেকে আসা উল্কাখণ্ডের। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ পাথরগুলোর নাম দিয়েছেন ‘এনডব্লিউএ ৭৩২৫’। পাথরের উপাদান হিসেবে রয়েছে লোহা, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম ও ক্যালসিয়াম সিলিকেট।

গবেষক অ্যান্থনি আরভিন জানিয়েছেন, নাসার গবেষকেরা বুধ গ্রহ পৃষ্ঠ পর্যবেক্ষণ করে যে তথ্য পেয়েছেন এ গাঢ় সবুজ বর্ণের পাথরের সঙ্গে তার মিল রয়েছে। এই পাথর বুধ গ্রহের কিংবা বুধ গ্রহ সদৃশ কোনো গ্রহ থেকে আসা পদার্থের নমুনা হতে পারে। তবে যে গ্রহেরই হোক না কেন, এ পাথরটির উত্পত্তি যে গ্রহে হয়েছে সেখানে কোনো না কোনো এক সময়ে ম্যাগমার প্রবাহ ছিল বলে গবেষকরা ধারণা করছেন।

বিষয়: বিবিধ

১৪৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File