গর্ভে একসাথে পাঁচটি সন্তান চেক নারীর
লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার ০১ জুন, ২০১৩, ০৯:৫৩:৪৪ সকাল
পৃথিবীতে কতই না বিস্ময় আমাদের সামনে অপেক্ষা করছে, বলা কঠিন। যেমন ধরুন, এই চেক মায়ের কথাই বলা যাক। নাম আলেজান্ড্রা কিনোভা। বয়স মাত্র ২৩ বছর। এক ছেলেসন্তানের মা। এখন হঠাত্ করেই তিনি আরও অন্তত পাঁচটি সন্তানের মা হতে যাচ্ছেন।
দারুণ বিস্ময়, তাই না! এর চেয়েও অবাক করা ব্যাপার হলো তিনি গর্ভে সন্তান ধারণে আইভিএফ পদ্ধতিও ব্যবহার করেননি। এ পদ্ধতিতে কৃত্রিম উপায়ে মায়ের গর্ভের বাইরে ডিমের পরস্ফুিটন ঘটানো হয়। চিকিত্সা বিজ্ঞানে এটি টেস্ট টিউব পদ্ধতি নামে পরিচিত।
চেক প্রজাতন্ত্রে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেয়ার ঘটনা এটাই প্রথম। তাই স্বভাবতই পুরো চেকবাসীর নজর ওই সৌভাগ্যবান মায়ের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার সিজার অপারেশনের মাধ্যমে তিনি একসঙ্গে পাঁচ সন্তানের মা হচ্ছেন।
মিসেস কিনোভা গত মাস পর্যন্ত জানতেন না যে, তিনি একসঙ্গে পাঁচটি সন্তানের মা হতে যাচ্ছেন। এর আগে চিকিত্সক তাকে এক জোড়া সন্তানের কথা বলেছিলেন। কিন্তু গত মার্চে প্রাগ ইনস্টিটিউট ফর দ্যা কেয়ার অব মাদার অ্যান্ড চাইল্ডের এক চিকিত্সক তাকে বলেছিলেন, তিনি আসলে চারটি সন্তান গর্ভে ধারণ করছেন।
প্রাগের ৩০ কিলোমিটার পূর্বে মিলোভিচে মিস কিনোভার বসবাস। চেক নিউজ সাইট ডেনিক ডট সিজেড-এর বরাত দিয়ে ব্রিটেনভিত্তিক বিখ্যাত দৈনিক ডেইলি মেইলের অনলাইনের খবরে বলা হয়েছে, পাঁচ সন্তানকে গর্ভধারণ নিয়ে মিস কিনোভা প্রথমে একটু ভয় পেয়েছিলেন।
খবরে বলা হয়, পাঁচ সন্তান গর্ভধারণের খবর শুনে প্রথমে তিনি কেঁদে দিয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেয়া দেশটিতে প্রথম ঘটনা।
মিস কিনোভা বলেন, তিনি তার পাঁচ সন্তানকেই বুকের দুধ খাওয়াবেন। ঠিক যেমনটি প্রথম সন্তানকে খাইয়েছিলেন।
তিনি বলেন, চার মাস ধরে তিনি সামান্য অসুস্থতা বোধ করছেন। এছাড়া গর্ভধারণের কারণে কিছুটা শারীরিক জটিলতায়ও ভুগছেন। এ সময়টায় তিনি একপাশে কাত হয়ে ঘুমাচ্ছেন। তবে শ্বাস-প্রশ্বাসে কোনো জটিলতা তিনি অনুভব করছেন না।
তিনি ডেনিক নিউজ সাইটকে বলেছেন, প্রথম সন্তানকে তিনি প্রায় দেড় বছর পর্যন্ত বুকের দুধ খাইয়েছেন ও নিজে যত্ন নিয়েছেন। যদিও আমার জানা ছিল যে, কিছুটা কৃত্রিম পুষ্টি তার (প্রথম সন্তান) দরকার ছিল।
মিস কিনোভা আরও বলেন, চিকিত্সকরা অনেক চেষ্টা সত্ত্বেও তার অনাগত পাঁচ সন্তানদের ক’জন ছেলে বা মেয়ে তা জানাতে পারেননি। গর্ভে দুই ছেলে ও এক মেয়ের আড়ালে পড়ায় বাকি দুজনের সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
একসঙ্গে পাঁচ সন্তানের মা হওয়াকে একটি বিশাল অনুভূতি উল্লেখ করে তিনি বলেন, আড়ালে পড়া বাকি দুজনের শুধু একটি মাথা অথবা পা দেখা গেছে। এছাড়া আমরা কেউ পরিষ্কারভাবে (এমআরই পদ্ধতি) কিছু দেখতে পাইনি। তারা দেখতে কেমন হবে—এ নিয়ে আমার ভাবনা হচ্ছে।
হাসপাতাল সূত্রে বলা হয়েছে, মিস কিনোভার সিজার উপলক্ষে হাসপাতালের দ্বিগুণ চিকিত্সক ও দাইয়েরা কাজ করছেন।
কর্তৃপক্ষ বলছেন, তারা রোগীকে নিয়মিত ওষুধ প্রয়োগ করছেন যাতে গর্ভের বাচ্চাগুলো ঠিকভাবে বেড়ে ওঠে ও প্রসবে কোনো সমস্যা না হয়। তবে বাচ্চাগুলোর জন্মের আগ পর্যন্ত তাদের শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত করে বলতে পারছেন না।
তবে প্রাগ ইনস্টিটিউট ফর দ্যা কেয়ার অব মাদার অ্যান্ড চাইল্ডের প্রধান ডা. এলিনা মিসোরুভা আশা করছেন, শেষ পর্যন্ত অনাগত ওই শিশু ও তাদের মা ভালোই থাকবে। তবে বাচ্চাদের মায়ের যে সামান্য শারীরিক সমস্যা রয়েছে, সে ব্যাপারে তাদের তেমন কিছু করার নেই।
- ডেইলি মেইল অবলম্বনে পৃথিবীতে কতই না বিস্ময় আমাদের সামনে অপেক্ষা করছে, বলা কঠিন। যেমন ধরুন, এই চেক মায়ের কথাই বলা যাক। নাম আলেজান্ড্রা কিনোভা। বয়স মাত্র ২৩ বছর। এক ছেলেসন্তানের মা। এখন হঠাত্ করেই তিনি আরও অন্তত পাঁচটি সন্তানের মা হতে যাচ্ছেন।
দারুণ বিস্ময়, তাই না! এর চেয়েও অবাক করা ব্যাপার হলো তিনি গর্ভে সন্তান ধারণে আইভিএফ পদ্ধতিও ব্যবহার করেননি। এ পদ্ধতিতে কৃত্রিম উপায়ে মায়ের গর্ভের বাইরে ডিমের পরস্ফুিটন ঘটানো হয়। চিকিত্সা বিজ্ঞানে এটি টেস্ট টিউব পদ্ধতি নামে পরিচিত।
চেক প্রজাতন্ত্রে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেয়ার ঘটনা এটাই প্রথম। তাই স্বভাবতই পুরো চেকবাসীর নজর ওই সৌভাগ্যবান মায়ের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার সিজার অপারেশনের মাধ্যমে তিনি একসঙ্গে পাঁচ সন্তানের মা হচ্ছেন।
মিসেস কিনোভা গত মাস পর্যন্ত জানতেন না যে, তিনি একসঙ্গে পাঁচটি সন্তানের মা হতে যাচ্ছেন। এর আগে চিকিত্সক তাকে এক জোড়া সন্তানের কথা বলেছিলেন। কিন্তু গত মার্চে প্রাগ ইনস্টিটিউট ফর দ্যা কেয়ার অব মাদার অ্যান্ড চাইল্ডের এক চিকিত্সক তাকে বলেছিলেন, তিনি আসলে চারটি সন্তান গর্ভে ধারণ করছেন।
প্রাগের ৩০ কিলোমিটার পূর্বে মিলোভিচে মিস কিনোভার বসবাস। চেক নিউজ সাইট ডেনিক ডট সিজেড-এর বরাত দিয়ে ব্রিটেনভিত্তিক বিখ্যাত দৈনিক ডেইলি মেইলের অনলাইনের খবরে বলা হয়েছে, পাঁচ সন্তানকে গর্ভধারণ নিয়ে মিস কিনোভা প্রথমে একটু ভয় পেয়েছিলেন।
খবরে বলা হয়, পাঁচ সন্তান গর্ভধারণের খবর শুনে প্রথমে তিনি কেঁদে দিয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেয়া দেশটিতে প্রথম ঘটনা।
মিস কিনোভা বলেন, তিনি তার পাঁচ সন্তানকেই বুকের দুধ খাওয়াবেন। ঠিক যেমনটি প্রথম সন্তানকে খাইয়েছিলেন।
তিনি বলেন, চার মাস ধরে তিনি সামান্য অসুস্থতা বোধ করছেন। এছাড়া গর্ভধারণের কারণে কিছুটা শারীরিক জটিলতায়ও ভুগছেন। এ সময়টায় তিনি একপাশে কাত হয়ে ঘুমাচ্ছেন। তবে শ্বাস-প্রশ্বাসে কোনো জটিলতা তিনি অনুভব করছেন না।
তিনি ডেনিক নিউজ সাইটকে বলেছেন, প্রথম সন্তানকে তিনি প্রায় দেড় বছর পর্যন্ত বুকের দুধ খাইয়েছেন ও নিজে যত্ন নিয়েছেন। যদিও আমার জানা ছিল যে, কিছুটা কৃত্রিম পুষ্টি তার (প্রথম সন্তান) দরকার ছিল।
মিস কিনোভা আরও বলেন, চিকিত্সকরা অনেক চেষ্টা সত্ত্বেও তার অনাগত পাঁচ সন্তানদের ক’জন ছেলে বা মেয়ে তা জানাতে পারেননি। গর্ভে দুই ছেলে ও এক মেয়ের আড়ালে পড়ায় বাকি দুজনের সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
একসঙ্গে পাঁচ সন্তানের মা হওয়াকে একটি বিশাল অনুভূতি উল্লেখ করে তিনি বলেন, আড়ালে পড়া বাকি দুজনের শুধু একটি মাথা অথবা পা দেখা গেছে। এছাড়া আমরা কেউ পরিষ্কারভাবে (এমআরই পদ্ধতি) কিছু দেখতে পাইনি। তারা দেখতে কেমন হবে—এ নিয়ে আমার ভাবনা হচ্ছে।
হাসপাতাল সূত্রে বলা হয়েছে, মিস কিনোভার সিজার উপলক্ষে হাসপাতালের দ্বিগুণ চিকিত্সক ও দাইয়েরা কাজ করছেন।
কর্তৃপক্ষ বলছেন, তারা রোগীকে নিয়মিত ওষুধ প্রয়োগ করছেন যাতে গর্ভের বাচ্চাগুলো ঠিকভাবে বেড়ে ওঠে ও প্রসবে কোনো সমস্যা না হয়। তবে বাচ্চাগুলোর জন্মের আগ পর্যন্ত তাদের শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত করে বলতে পারছেন না।
তবে প্রাগ ইনস্টিটিউট ফর দ্যা কেয়ার অব মাদার অ্যান্ড চাইল্ডের প্রধান ডা. এলিনা মিসোরুভা আশা করছেন, শেষ পর্যন্ত অনাগত ওই শিশু ও তাদের মা ভালোই থাকবে। তবে বাচ্চাদের মায়ের যে সামান্য শারীরিক সমস্যা রয়েছে, সে ব্যাপারে তাদের তেমন কিছু করার নেই।
- ডেইলি মেইল অবলম্বনে
বিষয়: বিবিধ
১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন