কান্ডারী হুশিয়ার!
লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার ০৯ মে, ২০১৩, ০৭:৫৯:২৫ সকাল
দুর্গম সময়, কান্তার দেশ, দুস্তর
মিডিয়া,
লঙ্ঘিত মানবাধিকার রাত্রি নিশিতে,
মানুষ যায় মরিয়া।
দুলিতেছে গদি, ফুলিতেছে রোষ,
ভুলিতেছে হাসিনা পথ,
কুমির ভরা খাল, কে ধরিবে হাল,
আছে কার হিম্মত?
কে আছ জোয়ান? হও আগুয়ান,
বাড়িছে সরকার,
এ জুলুম ভারি, দিতে হবে ঝাড়ি,
নিতে হবে তরী পার।
তিমির রাত্রি, নেতৃবৃন্দ,
হেফাজতকারীরা সাবধান!
দশ হাজার BSF, BGB'র
বেশে ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া উঠে শাপলার বুকে, পুঞ্জিত
রক্ত,
ইহাদের পথে নিতে হবে সাথে, কর্ম
যে বড় শক্ত।
অসহায় জাতি মরিছে ডুবিয়া,
জানেনা সন্তরন,
আল্লামা শফি, আজ দেখিব তোমার
ধর্মমুক্তিপন।
"হেফাজত না ওরা জামাত" ওই
জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল মরিছে মানুষ, সন্তান
মোর মার।
গভীর সঙ্কট, ভীরু সাথীরা, গুরু গরজায়
গ্রেনেড,
পশ্চাদপদ যাত্রীর মন, সন্দেহে আজ
হেট।
কান্ডারী! তুমি ভুলিবে কি পথ?
ত্যজিবে কি পথ মাঝ?
করে হানাহানি, তবু চল টানি, নিয়াছ
যে মহা ভার!
কান্ডারী! তব সম্মুখে ঐ শাপলার
প্রান্তর,
শহীদের খুনে লাল হল যেথা হাসিনার
খঞ্জর!
ঐ বুড়িগঙ্গায় ডুবিছে হায়, বাংলার
দিবাকর,
উদিবে সে রবি আমাদেরই
খুনে রাঙিয়া পূনর্বার।
শাহাদাতের মঞ্চে গেয়ে গেল
যারা জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে জিজ্ঞাসে তারা,
হয়েছে কি জাতির পরিত্রাণ?
আজি পরীক্ষা জাতির অথবা ধর্মের
করিবে ত্রান?
দুলিতেছে গদি, ফুলিতেছে রোষ,
কান্ডারী হুশিয়ার!
বিষয়: বিবিধ
১৭৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন