ইসলামের ইতিহাসে লংমার্চের কি কোন ঘটনা আছে? মূলঃ মুফতি ইব্রহীম

লিখেছেন লিখেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার ০৭ এপ্রিল, ২০১৩, ০৯:৪৫:২২ রাত

প্রশ্নঃ ইসলামের ইতিহাসে লংমার্চের কি কোন ঘটনা আছে?

উত্তরঃ

আসলে লংমার্চ অর্থ হচ্ছে দীর্ঘ যাত্রা। পুরো ইসলামে লংমার্চের অনেক ঘটনা রয়েছে। যেমন রসূলুল্লাহ (ﷺ) ৯ম হিজরীতে তাবূকের যুদ্ধে অংশগ্রহন এর জন্য মদীনা থেকে ইরাক পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করেছিলেন। এ যুদ্ধে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে বিধায় মুনাফিকরা যেতে অস্বীকৃতিও জানিয়েছিলো। এ যুদ্ধে কেউ উটে, কেউ ঘোড়ায় চড়ে এবং কেউ পায়ে হেঁটে গিয়েছিলেন।

এমনকি মক্কা বিজয়ের জন্য মাদীনাহ থেকে মক্কা পর্যন্ত প্রায় ৪৫০ কি.মি পথ অতিক্রম; এটাও ছিল একটি লংমার্চ।

মুতাহ যুদ্ধও ছিল একটি লংমার্চ। যেখানে আল্লাহ্‌র রসূল (ﷺ) সাহাবাগণদের পাঠিয়েছিলেন রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে।

এছাড়াও সাহাবাগণ মাত্র একটি হাদীসের জন্য লংমার্চ করেছেন। আবূ আইয়ূব আনসারী মাত্র একটি হাদীসের জন্য উক্ববা (রা)-এর নিকট সদূর মাদীনাহ থেকে মিশর পর্যন্ত লংমার্চ করেছিলেন।

আরেকজন সাহাবী জাবীর (রা) মাত্র একটি হাদীস সংগ্রহের জন্য আব্দুল্লাহ ইবনু উনাইস (রা)-এর নিকট মক্কা থেকে সিরিয়া পর্যন্ত লংমার্চ করেছিলেন। আর এই হাদীস নেয়ার উদ্দেশ্যই ছিল ইসলামকে হিফাজাত করা।

এছাড়াও ইবরাহীম (আ) -এর যমানায়ও আল্লাহ্‌ তা‘আলা লংমার্চের ঘোষণা দিয়েছিলেন। মহান আল্লাহ্‌ তখন লোকজনকে দূর-দূরান্ত থেকে হজ্জে বের যাওয়ার জন্য উটের পিঠে চড়ে কিংবা পায়ে হেঁটে যেতে নির্দেশ দিয়েছিলেন।

আল্লাহ্‌র রসূল (ﷺ) বলেছেন, “আমার এই ইলমে-দ্বীন কে গ্রহণ করবে প্রত্যেক প্রজন্মের ন্যায় পরায়ণ আল্লাহ্‌ ভীরু মানুষগুলো।

তাদের কাজ হবে তিনটি,

(১) সীমালঙ্ঘনকারীরা যখন ক্বুরা‘আন হাদীসের বিভিন্ন অর্থের বিকৃতি করে মানুষের সামনে উপস্থাপন করবে তখন এটাকে তারা প্রতিহত করবে।

(২) বাতিল-পন্থিরাও যখন ক্বুর‘আন ও হাদীসের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে নিজেদেরকে প্রকৃত ‘আলিম হিসেবে দাবী করবে তখন এটাও সহীহ ‘আলিমগণ প্রতিহত করবেন।

(৩) আর যখন মূর্খরাও ক্বুর‘আনের এবং হাদীসের বিভিন্ন ব্যখ্যা দেয়া শুরু করে দিবে তখন এটাও সহীহ ‘আলিমগণ প্রতিহত করবেন।”

আসলে আজকে আমাদের বাংলাদেশে এই তিনটি সমস্যাই দেখা দিয়েছে। বিকৃতি, এমনকি ইসলামিস্ট সাজার জন্য নাস্তিকরা পর্যন্ত অপব্যখ্যা দেয়া শুরু করে দিয়েছে। কাজেই আজকে আমাদের ‘আলিমদেরকেই এই সমস্যা প্রতিহত করতে হবে

ভিডিও লিংকঃ https://www.facebook.com/photo.php?v=504111559652900&set=vb.424395517649139&type=2&theate

বিষয়: বিবিধ

১৩১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File