আগামী ১৬ জুন বাবা দিবসে 'গল্পকবিতা' আয়োজন করেছে বিশেষ সংখ্যার।

লিখেছেন লিখেছেন গল্পকবিতা ১৮ মে, ২০১৩, ০৪:৩৪:৪১ বিকাল



সন্তানের ভালোর জন্য জীবনের অনেক কিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে হয় বাবা কে। সন্তানের জন্য আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবাবাবা র তুলনা বাবা নিজেই। শুধু ভালোবাসা বা আদর-শাসন নয়, একজন বাবা দায়িত্ব ও কর্তব্য নিয়ে তাঁর সন্তানকে বড় করে তোলেন। বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন।

বাবা দিবসে সন্তানদের সামনে সুযোগ আসে বাবা কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর। সন্তানের মাথার ওপর যাঁর স্নেহচ্ছায়া বটবৃক্ষের মতো, সেই বাবা র প্রতি বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা জানাতে আগামী ১৬ জুন বাবা দিবসে ' গল্পকবিতা ' আয়োজন করেছে বিশেষ সংখ্যার । আগ্রহীদের লেখা পাঠাতে হবে ১২ জুনের মধ্যে। বিস্তারিত জানতে ' গল্পকবিতা ডট কম '-এ লগ আন করুন।

বিষয়: সাহিত্য

১৭৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File