প্রেমের শিরোনামে

লিখেছেন লিখেছেন সুমন্ত সোহেল ০৬ এপ্রিল, ২০১৩, ১২:১৪:১২ রাত

অপেক্ষায় আছি,

শিতল চোখে উষ্ণ হব বলে,

যেখানে,

আগুন বুকে তোকে পুড়িয়ে

একটা কাব্য লিখব ।

চুল-চেড়া বিশ্লেষনণ পূর্বক

বেদনার মিথস্ক্রায় জন্ম হবে

সেই কাব্যের ভ্রুণ ।

হৃদযের জন্ম হবে তোর জঠরে

প্রেমের শিরোনামে ।

পৃথিবী জুড়ে অনাবাদি প্রেম,

তোর বুকেই হবে উর্বর ।

বিষয়: সাহিত্য

৮৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File