-- ভাষা শহীদ --

লিখেছেন লিখেছেন কাজী সাগর ২৩ মার্চ, ২০১৩, ০৪:৪৯:১৮ বিকাল

আমিতো দেখিনি সেই ফাগুনের ঘোর আগুনের খেলা ,

দেখিনি রক্ত রঞ্জনে রাঙা রঞ্জিত রণ বেলা ।

ভাস্বর যারা ইতিহাসে আজি রচিগো তাঁদের বাণী ,

গ্লানী ,অপমানী সয়ে প্রাণ দানি যারা দিল ভাষা আনি ।

এ ভাষা এসেছে অগ্নি যুদ্ধে ঘোর তিমিরের শেষে ,

এ ভাষা এসেছে বীর ,শহীদের শোণিত ভেলায় ভেসে ।

ছিল কে ছিল কে দিল কে সে দিন রক্তে বহায়ে পথ ,

রচি সেই নাম রফিক ,সালাম ,জব্বার ,বরকত ।

এমনি কতনা শহীদের ঘোর সংগ্রাম শেষে আশা ,

লভিনু আমার মাতৃমধুর বাংলা প্রাণের ভাষা ।

কে করে এমন দান প্রাণ ভবে ভাষার প্রেমের তরে ?

মোরা সেই জাতি দানিয়াছি প্রাণ অনায়াসে অকাতরে ।

জানাই সালাম শায়িত গোরের শহীদ ভ্রাতার পরে ,

তোমাদের দান নাহি হবে ম্লান নাহি যাবে কভু ঝরে ।

ইতিহাসে রবে তোমাদের দান চির ভাস্বর হয়ে ,

ভাষা শহীদের ভাস্কর্যেতে চির বীর হবে রয়ে ।

ভুলিবেনা কভু তোমাদের জাতি রবে মনে ঊষা রাতি ,

কি করে ভুলিব সেদিনের স্মৃতি বলি দিলে প্রাণ বাতি ।

নজরানা দিলে জাতিরে যাহারা মধু মাখা এই বুলি,

তাহাদের তরে করি বন্দনা নমি সেই পদধূলি ।

মরনি তোমরা হয়ে আছো চির অমর মোদের মাঝে ,

সালাম ও ভাই সালাম জানাই ম্লান কভু হবে না যে ।।

(মাত্রাবৃত্ত)

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File