২য় মুক্তিযুদ্ধের বীর কমরেডবৃন্দ,...এখন ফাঁসি চাইতে কি খুব কষ্ট হচ্ছে??

লিখেছেন লিখেছেন এম আর সুমন ২৫ এপ্রিল, ২০১৩, ০৬:১১:০৩ সন্ধ্যা

ইমরান , আরিফ জেবতিক, পিয়াল সহ ২য় মুক্তিযুদ্ধের বীর কমরেডবৃন্দ, আপনাদের এখন ফাঁসি শব্দটি উচ্চারন করতে কি খুব কষ্ট হচ্ছে?

রানা নামক আওয়ামী নরপশুটার ফাঁসির দাবি করতে কি খুব লজ্জা লজ্জা লাগছে? এখন আপনারা আর খেলবেন না , তাইনা?

হুমায়ুন আহমেদের সেই নাটকের মত, বাবা বিয়া করমু না, লজ্জা লাগে!!!

আপনাদের কি শত শত মৃত্যুর জন্য একজন আওয়ামী লীগারের ফাঁসি চাইতে লজ্জা লাগে?

কেন আপনারা একবারও রানা নামটাই মুখে আনলেন না? এই নিরীহ শ্রমিকরা আপনাদের কোনো উপকারে আসবে না , সেইজন্য? তারা আপনাদের বিলাস ও পাঁচতারা হোটেলের বন্দোবস্ত করতে পারবেন না, সেইজন্য?

...আপনারা কি শ্রমিকদের মৃত্যুতে কস্ট পেয়েছেন, নাকি ২৭ তারিখের হেফাজত বিরোধী সমাবেশটি না হওয়ার আশংকায় কষ্টে আছেন?

ও ....শাহরীয়ার কবির, মুনতাসির মামুনেরা........!!

চুপ কেন? এ মৃত্যুগুলো কি মৃত্যু না?

এই হত্যাকান্ডের জন্য কি ফাঁসি হতে পারে না? একাত্তরের মৃত্যু আপনাদের এত নাড়াচাড়া দেয়, আর আমার গরীব মা বোনদের মৃত্যুতে আপনারা একটুও নড়লেন না , কেন? তারা আপনাদের কোনো আর্থিক সহায়তা দিতে পারবে না, সেইজন্য?

.......আপনারা কি আমাদের গরীব মা বোনদের মৃত্যুতে কষ্ট পেয়েছেন, নাকি এই মৃত্যু উপলক্ষে আগামী সপ্তাহ দুয়েক আপনাদের মুক্তিযুদ্ধ ব্যবসায় যে মন্দা যাবে সেই শোকে কষ্ট পাচ্ছেন?

ভাইজানেরা , আপনারাও কি মনে করেন, বিএনপি আর জামাত হাত দিয়া ঠেলা দিয়া ভবন ফেলে দিয়েছে?

যদি মনে করেন, তবে জোরসে আওয়াজ দেন।

আর যদি মনে না করেন....তাহলে আমাদের শত শত মা বোনদের এই মৃত্যু নিয়া যে মন্ত্রী রসিকতা করছে, সেটার ক্ষীন স্বরে হইলেও প্রতিবাদ করেন। আপনারা না গনজাগরন!!

জনগন তো এই পাগলরে আর ক্ষমতায় দেখতে চায়না। সাহস কইরা পারলে কথাটা কইয়া ফালান। কেন বলবেন না?? ফ্লাট কি হাতছাড়া হয়ে যাবে তাহলে??? আপনাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের খেতাব কি সরকার কেড়ে নিয়ে যাবে???

ভাইরা আপনারাও কি ইন্ডিপেন্ডেন্ট আর একাত্তরের কথামত বিশ্বাস করেন যে মাননীয় প্রধানমন্ত্রী খুব তদারকি করতাছেন? তাহলে ভাইজানরা একটু পর পর টর্চ লাগে, কাপড় লাগে, পানি থাকে না। কি তদারকিটাই না উনি করতাছেন। আপনাদের মনে কি সেই প্রশ্ন আসছে না? আপনারা না গনজাগরন, তো জনগনের মনের কথাটা ক্ষমতা থাকলে কইয়া ফালান !!

‌‌.প্রধানমন্ত্রি বলেছেন...সেই ভবনটি আগেই খালি করা হয়েছিলো, অল্প কয়েকজন ওখানে তাদের জিনিসপত্র আনতে গিয়েছিলো। '

২ য় মুক্তিযুদ্ধের বীরগন, মুনতাসির মামুন, কবির সাহেব, নারী আন্দোলনের নেত্রীরা, সুলতানা আপা, খুশি কবির, আর ওই কালো ছেমড়ির নাম যেন কি............আরে ওই যে ইসলাম সংখ্যালঘু ধর্ম বলছিলো........সেই মাইয়াডা.....তাড়াতাড়ি কন, আপ্নেরা প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করেছেন তো?

বিশ্বাস করলে জোরেসোরে বলেন। আর বিশ্বাস না করলে আস্তে হলেও বলেন।

কেন বলবেন....?

সত্যিই তো আপনাদের এখানে কোনো লাভ নাই। খালি খালি যুবলীগ নেতা , স্বরাষ্ট্র, প্রধানমন্ত্রী এদের চক্ষুশুল হইয়া মরবেন নাকি??? তাইলে কি ব্যবসা চলবো???

আমাদের মা বোনগো না রাজনীতি করাইতে চাইছিলেন!!!

তাদের সম্মান দিতে চাইছিলো বইলা হেফাজতরে উল্টা গালাগালি করতে তাদেরই ব্যবহার করতে চাইছিলেন !!

মাহমুদুরের নামে ৮৫ কোটি টাকার মিথ্যা কথা কইয়া, এখন টাকা দিয়া আহলে সুন্নত পালতাছেন !!

তা ২য় মুক্তিযোদ্ধাবৃন্দ...আপনারা তো ধর্মীয় রাজনীতির পক্ষে না, তাইনা? তাইলে আহলে সুন্নতগো লগে এত পিরিতি কেন করতাছেন?

সাধারন জনগনগো আর কত মাইনকার চিপায় ফালাইতে চান? আমরা খালি আল্লাহ আল্লাহ করতাছি। অন্তত এমন একটা যন্ত্র যেন আবিস্কার হয়, যাতে আপনারা এক মুখে দুই কথা কইতে না পারেন। একবার কন , ধর্মীয় দল ভাল, আবার কন, ধর্মীয় দল খারাপ।

আপনাদের জননেত্রী একবার কয়, জনগন হরতাল প্রত্যাক্ষান করেছে। আবার সেই মুখেই কয় হরতালের কারনেই উদ্ধারকার্য চালাইতে পারতাছি না।

গনজাগরন ভাইরা.......!!

ও .....সরি , আপনারা প্রতিবাদ করবেন কেন.......? আপনাদের তো আমরা কিছুই দিতে পারবো না। আমার গরিব মা বোনেরাও তো আপনাদের কিছুই দিতে পারবো না.....

থাক..আপনারা খাইয়া দাইয়া মোটাতাজা হইতেছেন হন, কোনো অভাব নাই।

শুধু আমাদের এখানে বড়ই পানির অভাব, অক্সিজেনের অভাব....!!!!

বিষয়: রাজনীতি

১৪৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File