মাহমুদুরের মুক্তি চাওয়ার সাথে টাকা ভাগাভাগির কি সম্পর্ক??
লিখেছেন লিখেছেন এম আর সুমন ২৩ এপ্রিল, ২০১৩, ০৮:১০:৫৯ রাত
ক্ষমতা থেকে সরে যাওয়ার সময় যত ঘনিয়ে আসছে ততই আওয়ামী লীগের নেতাদের অযৌক্তিক কথাবার্তা বলার সংখ্যা বেড়ে যাচ্ছে।
বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদকে আমি চিনি গত চার বছর ধরে। পেশাগত কারনে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে অনেক বার। ব্যক্তি জীবনে নিপাট ভদ্রলোক তিনি। পড়াশোনা করেছেন দেশের বাইরে।
পরিবেশ মন্ত্রনালয় ভালই চালাচ্ছিলেন। তাকে প্রতিমন্ত্রী থেকে তাই ফুল মন্ত্রী করা হয়েছে।
এখন সম্ভবত সেই প্রমোশনের জন্য কৃতজ্ঞতা দেখানো শুরু করেছেন।
আজ তিনি বলেছেন, যেহেতু হেফাজতে ইসলাম মাহমুদুর রহমানের মুক্তি চেয়েছে , সেহেতু হেফাজতে ইসলামের সাথে মাহমুদুর রহমানের যে ৮৫ কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে তা প্রমান হয়ে গেছে।
কি সুন্দর যুক্তি !!
দেখলেই মনটা ভরে ওঠে। যেহেতু মুক্তি চেয়েছে, তাই আর্থিক লেনদেন প্রমানিত !!
মানে আপনি অন্যায়ের প্রতিবাদ করলেও সেটার মধ্যে একটা আকাম কুকামের গন্ধ পেয়ে যাবেন এনারা।
এই আওয়ামী নেতৃবৃন্দ একটি ভিন্ন প্রসঙ্গের সাথে আর একটি প্রসঙ্গ মেলানোতে খুবই সিদ্ধহস্ত।
হাছান মাহমুদ আরো বলেন, বিরোধী দল যতই হরতাল দেবে , সরকার ততই কঠোর হবে!!
ভাবেন তো বিষয়টা কি? বিরোধী দল সরকারকে কঠোর করার জন্য হরতাল দিচ্ছে?
বিরোধী দল হরতাল দিচ্ছে কিছু ন্যায্য দাবিতে। তাদের নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। হাছান মাহমুদরা বিরোধী দলে থাকা কালীন ১৭৬ দিন হরতাল করেছিলেন একই দাবিতে। তখন কি এটা ন্যায্য ছিলো না? না থাকলে তারা জাতির কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে রাজনীতি ছেড়ে দিক।
এটা সত্য হরতাল হলে আওয়ামী লীগের কিছু যায় আসে না। দেশে বিনিয়োগ কমে, দেশের জিডিপি ৬.৮ থেকে নেমে ৫.৩ তে এসেছে। বিদেশী বিনিয়োগ শূন্যের কোটায়। এত সাধের গার্মেন্টস শিল্প ধ্বংসের পথে। আর আওয়ামী লীগের এইসব নেতারা মহা উৎসাহে বিরোধী দলকে একের পর এক হরতাল দিতে অনুপ্রেরনা দিয়ে যাচ্ছেন। হরতাল যাতে না হয় তার কোনো ব্যবস্থা তো নিচ্ছেনই না, উপরোন্তু তাদের গায়ে জ্বালা ধরানো কথাবার্তা বলে যাচ্ছেন।
শেখ হাসিনা গতকাল বলেছেন, বিভিন্ন সংগঠন নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দিয়ে আমাকে মাইনাস করতে চায়।
আমার ছোট মাথায় বিষয়টি ঢুকলো না। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার আসার সাথে তার মাইনাস হওয়ার কি সম্পর্ক? আপনাদের মাথায় ঢুকলে আমাকে একটু জানাবেন।
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন