মুক্তিযুদ্ধের ধারক ও বাহক , মহান দেশপ্রেমিক, শুদ্ধ মানব, শাহরীয়ার কবির এর ভুলগুলি !!!
লিখেছেন লিখেছেন এম আর সুমন ২২ এপ্রিল, ২০১৩, ০৬:৪৭:০৬ সন্ধ্যা
১ ম ভুল- মুক্তিযুদ্ধে অংশ না নেয়া।
২য় ভুল - মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সৈন্যদের মুরগী সাপ্লাই দিয়ে সেবাযত্ন করা।
৩য় ভুল - এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া।
৪ র্থ ভুল - ইসলামের অনেক বিষয়াদির অপব্যাখ্যা করা। আমাদের মহান নবী করিম সঃ এর নামে যারা আজেবাজে কথা লিখেছেন তাদের পক্ষাবলম্বন করা ও তাদের প্রতিবাদ কারীদের বাধা দিতে চেষ্টা করা।
৫ ম ভুল -- নিজেকেই একমাত্র মুক্তিযুদ্ধের ধারক ও বাহক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা।
৬ষ্ঠ ভুল - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তখন দুঃশাসক বলে এখন আবার জনক বলে বুকে জড়িয়ে ধরা।
৭ম ভুল - ৭৩ ও ৭৪ এ বার বার বঙ্গবন্ধুর বিপক্ষে আর্টিকেল লেখা, বার বার তার হাত থেকে দেশ মুক্তি চায় একথা বলা, আবার এখন সময়ের পরিবর্তনে বঙ্গবন্ধুই ছিলেন একমাত্র ভাল মানুষ এমনটি প্রতিষ্ঠার চেষ্টা করা।
৮ম ভুল - দেশের মাটিতে থেকেও বিদেশী শক্তির তাঁবেদারী করা।
৯ম ভুল - বিদেশের মাটিতে গিয়ে তাদের কাছে আমাদের দেশের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানানো।
১০ ম ভুল - বঙ্গবন্ধুর মৃত্যুর পরে সেনা সমর্থিত খুনি মোশতাকের সরকারকে নিরঙ্কুশ সমর্থন দেয়া ও সহযোগীতা করা।
১১ তম ভুল - দেশ যখন মহা বিপদে নিমজ্জিত, দেশের বিরোধী দলের সব নেতা জেলে, গনতন্ত্র বিপন্ন, দেশের বিচার বিভাগ, নির্বাহি বিভাগ থেকে শুরু করে পুলিশ বাহিনী পর্যন্ত সব দুর্নীতি ও দলিয়করনের নগ্ন শেকলে বন্দি তখনও একই ক্যাসেট বাজিয়ে যাওয়া।
১২ তম ভুল - মুক্তিযুদ্ধে স্পষ্ট ভূমিকা থাকা সত্বেও আমাদের বাঙালী জাতির গর্ব, ড. ইউনিসকে রাজাকার বলা ও তার নিন্দা করা।
১৩ - আমাদের মহান মুক্তিযুদ্ধকে খেলার বস্তুতে ও রাজনৈতিক হাতিয়ারে পরিনত করা।
১৪ - শাহবাগের আন্দোলনটিতে মাথা গলিয়ে একটি সত্যিকারের জন জাগরনকে ধ্বংস করে ফেলা।
১৫ - প্রকৃত মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা করে ২য় মুক্তিযুদ্ধ শব্দটির সাথে একমত হওয়া ও তাদের সাথে তাল মেলানো।
১৬ - জামাতকেই একমাত্র স্বাধীনতা বিরোধী দেখানো, যেখানে আওয়ামী লীগ বা অন্যান্য দলেও রাজাকার আছে, সেখানে একমাত্র জামাতকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করে যুদ্ধাপরাধের বিচারের মত একটি জনদাবিকে হাল্কা করে ফেলা ও প্রকৃত বিচারকার্যে বাধার সৃষ্টি করা।
...........থাক আর লিখব না, ( ১৬ ) ষোল কলা তো পূর্ন হয়েছে। এখন যা যা করবে তা বোনাস। হিসেবের বাইরে। যদি আপনাদের ইচ্ছে হয় তবে এক্সটেনশন হিসেবে আরো কিছু যোগ করতে পারেন। আর যারা দ্বিমত করতে চান তাদেরও স্বাগতম।
বিষয়: বিবিধ
১৩৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন