বড়ই কষ্টে আছি দোস্ত, আমারে বাঁচাও !!!!

লিখেছেন লিখেছেন এম আর সুমন ১৮ এপ্রিল, ২০১৩, ০৬:৩৩:২৫ সন্ধ্যা



কানাডায় সব ফাঁস হয়ে যাচ্ছে........

মন্ত্রী , এমপি, চাটুকার, রাজপুত্র, রাজমাতা.............সব, সবই ফাঁস হয়ে যাচ্ছে।

বগুড়া , ফটিকছড়ি, চাপাই সহ দেশের সব গ্রামে ২য় মুক্তিযুদ্ধের সৈনিকরা মাইর খাইতেছে। উহাদের বাঁচাইতে পুলিশ লাগছে, আবার পুলিশকে বাঁচাতে বিজিবি অক্সিজেন দিয়ে যাচ্ছে। কিন্তু শেষ রক্ষা হচ্ছে না।

প্রতিরোধ আর প্রতিরোধ। বিটিভি আর একাত্তরের চোখে গুন্ডামী বাড়তাছে।

মাহমুদুরকে রাখতেও পারছে না, গিলতেও পারছে না। মাহমুদুর রহমানকে না ধরলে সে পরের দিন থেকে আমাদের সবার বাধ্যতামুলক পিতা বঙ্গবন্ধুর সব দুর্নীতি ফাঁস করে দিত। পরের দিন থেকেই উইকিলিকসের সব তথ্য পত্রিকায় আসতে শুরু করতো।

কিন্তু তাকে ধরেও তেমন লাভ হলো না। মানুষ এখন আন্দাজেই ভাবতাছে উইকিতে কি আছে?? বঙ্গবন্ধু কি কি করছিলো?? যে যার মত চিন্তা করে নিজের মত থিওরি দাঁড় করিয়ে রেখেছে।

মাহমুদুর অনশনে গিয়ে জেলের মধ্যে বসেও ভোগানো শুরু করেছে। হাতি মরলেও লাখ টাকা।

আইসিইউর সরকার একা মিডিয়ার অক্সিজেন নিয়া আর নিশ্বাস নিতে পারছে না। খালেদার উপর কড়া গোয়েন্দা নজরদারীর পরেও গোয়েন্দারা তেমন কিছু বলতে পারছে না।

সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারছি না। নজিরবিহীনভাবে তাদের কাছ থেকে বশ্যতার স্বীকারোক্তি নেয়া হলো। তারপরেও ওবায়দুল কাদেরের গুরুত্বপূর্ন ভিডিও ফাঁস , গলার ফাঁস হযে দেখা দিলো।

পদ্মা সেতু, বিশ্বজিত, হলমার্ক, শেয়ার বাজার, খুন , গুম ..............খালি মাথা ঘুরায় !!

কই রে আব্দুল, পিপার স্প্রে বন্ধ করলি ক্যান......শিক্ষকরা কি ভাগছে???

বিচার বিভাগ স্বাধীন নাই । এরা উল্টা বেতন ভাতার জন্য ম্যাও দিতাছে।

কতদিন আর পোষ মানানো যাবে , কে জানে!

হেফাজতের দাপাদাপি বন্ধ হয় নাই।

দশ লাখ........বিশ লাখ.......ত্রিশ লাখ........

অথচ আমাদের দশজন একসাথে দেখলেও ভয় লাগে !!!

কি যে করি, আমারে বাঁচাও দোস্ত!!! তুমি তো আমার পাশেই থাকো। কত কিছু দিয়া দিলাম তোমারে, কোনো প্রশ্ন করিনাই। এখন বিপদের সময় আমারে বাঁচাবা না???

বিষয়: বিবিধ

১০৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File