সাম্প্রদায়িকতা, ব্লগিং ও বাংলাদেশীদের অবস্থা

লিখেছেন লিখেছেন আবদুহু ১৯ মে, ২০১৩, ১১:১২:০০ রাত

সাম্প্রদায়িকতা নিয়ে অনেকে বড় বড় বুলি কপচান।

বাংলাদেশে যে যত বড় রেসিষ্ট সাম্প্রদায়িক, সে নিজেকে তত বেশি প্রগতিশীল দাবী করে।

আওয়ামী লীগ পুলিশ প্রশাসন, বিচার ব্যাবস্থা আর জনপ্রশাসনকে গণহারে হিন্দুকরণ করেছে।

হিন্দুদের প্রতি কোন বিদ্বেষ নাই, কিন্তু যখন কেউ তার ধর্মের সুযোগে ফায়দা উঠাবে তা মেনে নেয়া যায় না।

ইন্টারনেটে গত কয়বছর ধরে ইসলামের বিরুদ্ধে যে ঘৃণ্য কার্যকলাপ হয়ে আসছে, তার পেছনে আছে কয়েকটা মাষ্টারমাইন্ড হিন্দু।

পশ্চিমবঙ্গ আর ইউরোপ থেকে এরা বাংলাদেশে ঘৃণা ছড়াচ্ছে।

মুসলিমরা এখন এর শিকার হচ্ছে।

চট্টগ্রামের জামালখানে গিয়েছিলাম শাহবাগি মঞ্চ দেখতে।

দলে দলে দিদি আর বউদিদের দেখে এক বন্ধুকে বলেছিলাম, ডাল মে কুছ কালা হ্যায়।

শাহবাগি পেজগুলো কয়েকদিন ফলো করেন, দেখবেন দত্ত রায় কুমার দাস চক্রবর্তীদের ছড়াছড়ি।

তাদের মৌসুম লেগে গেসে।

একাত্তর সাল থেকে এই সাম্প্রদায়িক হিন্দুগুলো অপেক্ষা করছিলো।

এদের দৌরাত্বে ভালো হিন্দুরা আজ সংখ্যালঘু, জায়নবাদী ইসরায়েলের দৌরাত্বে ঠিক যেভাবে ভালো ইহুদীরা সংখ্যালঘু।

এই হিন্দুদের আসল মানসিকতা হালকা কিছুটা দেখা যায় হিন্দু মেয়ের মুসলিম ছেলে বিয়ে করার ছবির মন্তব্যগুলোতে।

কুৎসিত যৌনতাবাদী হিন্দু, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও ঐ মেয়েটিকে প্রশ্ন করে, কাটা পেনিসের মজা কি বেশি?

গুড জব সাম্প্রদায়িক হিন্দু ভাইলোগ! বাংলাদেশ তো এখন তোমাদের রামরাজত্ব।

দাশগুপ্তরা মহানন্দে দিয়ে যাচ্ছে, কারণ পেঁয়াজখেকো যবনের দলের চেয়ে বড় মুনাফিক সেবাদাস পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না। লিংকে গিয়ে সাম্প্রদায়িক কালপ্রিটগুলোর মন্তব্য দেখলে বুঝবেন এরা কি মানসিকতার।

http://goo.gl/txhro

মাঝখানে একটা সময় কমিউনিটি ব্লগ ছিলো বাংলাভাষীদের ভার্চুয়াল মিথস্ক্রিয়ার প্রধান উপায়।

পিলখানা হত্যা বসুন্ধরা আগুন ভুমিকম্পে পাহাড় ধ্বস এমন সব বড় বড় ঘটনার সময় সামহোয়ার পাবলিকের ভীড়ে গিজগিজ করতো।

সার্ভারে ভীড়ের কোনাকাঞ্চি দিয়ে ঢুকার জন্য যুদ্ধ করতে হতো।

কমিউনিটি ব্লগের এহেন রমরমা অবস্থা দেখে ধুমধাম অনেকগুলো নতুন ব্লগ খুলে গেলো।

সুশান্তের মতো চোরচাট্টা টাইপের পাবলিকও মহারথী বনে গেলো।

আর এখন?

সেই সামু এবং অন্যান্য ব্লগগুলোতে মতিঝিল গণহত্যার মতো বিশাল ঘটনা আর উৎকণ্ঠাময় রাতেও নিয়মিত ঘুরঘুর পার্টি আর লুল/রেসিপি অবসর ধান্দা ছাড়া সাধারণত আর কেউ যায় না।

গণমাধ্যম হিসেবে সম্ভাবনাময় কমিউনিটি ব্লগ পরিণত হয়েছে চ্যাটরুমে।

এখন কিছু নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে ঘুরে এককালের জমজমাট ব্লগে।

এদিক সেদিক তাদের চিৎকারগুলোকে প্রতিধ্বনিত করার চেষ্টা করে।

আর ভার্চুয়াল মিথস্ক্রিয়া এখন সরে এসেছে ফেসবুকে।

এর একমাত্র কারণ হলো ফালতু মডারেশন।

ছোট একটা স্কেলে আবার প্রমাণিত হলো বাঙ্গালীর পক্ষে ভালো কিছু করা সম্ভব না।

জানার পকেটে পুরে রাখা ব্লগে কথা বলার চেয়ে জুকারবার্গের ফেসবুকে কথা বলার স্বাধীনতা অনেক বেশি।

বহুত চেষ্টা হইসে।

চল্লিশ বছরের বেশি হইসে।

আর দরকার নাই।

এই দেশটাকে চালানোর দায়িত্ব নির্বাচন/রাজনৈতিক দল/সুশীল সমাজ এইসব ধান্দাবাজি বাদ দিয়া বিদেশীদের হাতে ছেড়ে দেয়া হোক।

পুরা দুনিয়া আগায়া গেসে, কিন্তু আমরা এখনো কলোনিয়াল শাসন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করিনাই।

জার্মানি দক্ষিণ আফ্রিকা ভিয়েতনমা কেম্বোডিয়া সালভেদর চিলি পেরু রোয়ান্ডা এইসব দেশগুলা আমাদের চাইতে অনেক বেশি কঠিন বিভেদ ও হানাহানি সাফার করসে।

কিন্তু এখন তারা তাদের দেশের ঘাড় ধইরা আদিম যুগে ফিরানোর জন্য জানপ্রাণ দেয়না।

দেয় শুধু বাঙ্গালীরা।

সুতরাং, এই দেশটারে আবার কলোনী বানাউক যে কেউ।

সাদা চামড়াওয়ালারা রাজি না হইলে দরকার হইলে কালা চামড়াদের দেয়া হউক।

রেসিষ্ট বাংলাদেশীদের জন্য যে কোনটাই মন্দের ভালো।

বিষয়: বিবিধ

১৪৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File