এ যেন পুরো বাংলাদেশের পায়ে ডান্ডাবেড়ি!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১০ জানুয়ারি, ২০১৯, ১২:১৮:৫২ রাত
হায়রে বাংলাদেশ, হায়রে স্বাধীনতা!
কি এমন ক্ষতি হতো কিছুক্ষণের জন্য পায়ের ডান্ডাবেড়ি আর হাতের হ্যান্ডকাপ খুলে দিলে?
কোমরে ডান্ডা_বেড়ী, আর হাতে হাত_কড়া পড়া অবস্থায় প্যারলে মুক্তি পেয়ে মা'য়ের জানাজায় শরিক হয়ে মাবুদের পানে হাত তুলে দাঁড়িয়ে আছেন চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিনের জামায়াত সেক্রেটারি জয়নাল আবেদিন পাটোয়ারী।
.
মা'কে শেষ বিদায় দিয়ে আবার জেতে হবে কারাগারে । জানিনা এমন সময় একজন সন্তানের মনের অবস্থা কেমন হয়। ছবিটি দেখে নিজের অজান্তেই বুক ফেটে কান্না বের হয়ে আসে
#হে_আল্লাহ জয়নাল ভাই কে এই শোক সইবার শক্তি দান করুন এবং উনার আম্মাকে জান্নাতের সর্বোচ্ছ মর্যাদা দান করুন!
আমিন
বিষয়: বিবিধ
৭১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুন ধর্ষণ গুম করা আসামীরা ভাইরে সমাজে বিনদাস ঘুরাফেরা করতেছে। ওদের ধরছে না পুলিশ
শুধু কোরআনের পথে চলা অপরাধে ধরছে কোরআনের সৈনিকদের হে আল্লাহ মজলুমকে একটু সাহায্য করো
মন্তব্য করতে লগইন করুন