একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন?

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৩ জানুয়ারি, ২০১৬, ১০:২৫:০৬ সকাল



একটু নিজের বিবেকের কাছে?প্রশ্ন করুন। আশাকরি আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে প্রশ্নগুলো সহায়ক ভূমিকা রাখবে।

সকল ভাইদের বলছিঃ-

এই যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নির্জনে কখনও বা নিজের হাতকে তার শরীরে স্বাধীন ভাবে বুলিয়ে নিচ্ছেন, কখনও বা রাত কাটাচ্ছেন! বিয়ের পর নিজ স্ত্রীকে কি জবাব দিবেন পূর্বজীবনের সঙ্গিনীদের সম্পর্কে? আপনার সন্তানকে কি শেখাবেন? কখনো কি তাকে অশ্লীলতা ত্যাগ করতে উপদেশ দেবার মত সাহস হবে আপনার? নিজের পাপ কি একটুও দংশন করবে না আপনাকে?

সকল বোনদের বলছিঃ-

আপনার দেহে কোন পর পুরুষের বিন্দুমাত্র অধিকার নেই। নিজের মর্যাদা বাঁচিয়ে চলা আপনার পবিত্র দায়িত্ব ও অধিকার। যে ছেলে আজ আপনাকে মিষ্টি কথার ফাদে ভুলিয়ে আপনার দেহ চাচ্ছে, কি করে বুঝবেন যে সে অন্য মেয়ের কাছে একই কথা বলছে না? এত মহামূল্যবান সম্পদ আপনার ইজ্জত, কেন নিজ হাতে নষ্ট করছেন?

সকলের প্রতি আহবানঃ-

আমরা মানুষ এটা সবাই কথায় কথায় বলে থাকি| হ্যা মানুষ বটে তবে বিবেকহীন| আমরা বড় বড় ডিগ্রী অর্জন করে থাকি কিন্তু বিবেকের কাছে আমরা ছোট|। তাই আসুন আল্লাহকে ভয় করুন। ইসলামের বিধান মেনে চলুন। আল্লাহ্স বাইকে হেদায়েত দান করুণ। আমিন‬!

বিষয়: বিবিধ

১৬৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356841
১৩ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা তো এখন এক বিবেকহিন জাতি।
356854
১৩ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৪১
শেখের পোলা লিখেছেন : আমরা আমাদের বিবেককেও ফাঁসী দিয়ে শেষ করেছি৷ তাই আর ভাল মন্দ ঠিক বেঠিক বুঝিনা৷কোন জবাবদেহীতাও নেই৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File