" প্রকৃত ভালোবাসা "

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৮ অক্টোবর, ২০১৫, ১২:৪৭:২২ দুপুর



ফজরের আজান হচ্ছেঃ

স্ত্রীঃ এই উঠো, আজান হচ্ছে ,মসজিদে যাবে উঠো ...

স্বামীঃ হু আরেক টু ঘুমাই না ..

স্ত্রীঃ হা ঘুমাও তুমি আরাম করে আর আমি যাচ্ছি পানি আনতে তোমার মুখে ঢালবো ...

স্বামীঃ আরে আরে এই দেখো আমি উঠে গিয়েছি স্বামী ঘুম থেকে জাগলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শোকর, যিনি সুস্থ স্বাভাবিক ভাবে মরনের কাছাকাছি থেকে আবার জীবিত করলেন ... স্ত্রী মুচকি হেসে, সালাম দিলেন স্বামীকে, অতঃপর জানতে চাইলেন!

স্ত্রীঃ ঘুম কেমন হলো ? স্বামীঃ হুম সেরকম দারুন ঘুম হয়েছে , স্বপ্নও দেখেছি একটা।

স্ত্রীঃ ইশ তাই বুঝি ? কি দেখলে ?

স্বামীঃ দেখেছি হাফ ডজন পিচ্ছি বাচ্চা আমাকে আব্বু আব্বু আর তোমাকে আম্মু আম্মু বলে চিৎকার করে ডাকছে ...

স্ত্রীঃ ইশ হয়েছে অনেক দুষ্টামি, এখন উঠো জলদি ...

স্বামীঃ ইশ দেখো কিভাবে ভাগিয়ে দেয়।

স্ত্রীঃ ভাগবে নাকি পা ধরে টেনে ফেলে দিবো নিচে?

স্বামীঃ আহা দেখো পাগলী রেগে গিয়েছে ...এই নেও উঠে গেলাম স্বামী ওযু করে এসে রেডি হয়ে নামাজের উদ্দেশে বের হচ্ছিলেন ...

স্ত্রী দরজা ধরে দাঁড়িয়ে আছেন ...

স্বামীঃ তুমি অনেক লক্ষ্মী একটা বউ, সেটা জানো?

স্ত্রীঃ হু হয়েছে দেরী হয়ে যাচ্ছে ...

স্বামীঃ এভাবে রোজ বকা ঝকা করে আমাকে নামাজে পাঠিও কেমন?

স্ত্রীঃ তারপরেও নিজ থেকে উঠে যাবেনা তাইনা ?

স্বামীঃ সকাল সকাল তোমার ডাকে ঘুম ভাঙবে তারপর তোমার তাড়া খেয়ে নামাজ পড়তে যাবো, আর এর জন্যই আমি কখনও নিজ থেকে উঠবো না।

স্ত্রীঃ তোমাকে নামাজের জন্য রেডি করে পাঠাতে আমার অনেক ভাল লাগে।

স্বামীঃ এই জন্য তুমি লক্ষ্মী।

স্ত্রীঃ দেরী হচ্ছে কিন্তু জলদি যাও আমি চা রেডি করি ...

স্বামীঃ আল্লাহ্ হাফেজ।

স্ত্রীঃ ফি আমানিল্লাহ তারপর স্বামী মুচকি হাসি দিয়ে নামাজের উদ্দেশে অন্ধকার পথ বেঁয়ে হেঁটে যায় আর মনে মনে বলে ''হে আল্লাহ্, কোনও ভাবেই আমি তোমার শোকর আদায় করে শেষ করতে পারবোনা, কিসের বিনিময়ে আমাকে এমন জীবন সঙ্গিনী দিয়েছ আমি তাও জানিনা'' দরজা আটকিয়ে স্ত্রী জায়নামাজে বসে মুনাজাত শুরু করে ''হে আল্লাহ্, এই মানুষটার সাথেই যেন জীবনের শেষ মুহূর্তটা কাটে, আর আখেরাতের শুরুটাও যেও হয় এই মানুষটার হাত ধরেই ''

(সংগৃহীত)

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346147
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:১০
অবাক মুসাফীর লিখেছেন : ইশশশশ...! কত্তো পীরিত...! Big Grin Big Grin
346149
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:১১
অবাক মুসাফীর লিখেছেন : কিন্তু ভাইয়া... লেখাটা তো আপনার বলে মনে হচ্ছে না...! Time Out Time Out Time Out
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১২
287247
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, ভাইয়া জি ঠিক বলেছেন, লেখাটি আমার নয়!
346150
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : সবাই যদি এরকম হতে পারতো।
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১২
287248
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঘরে ঘরে এতো অশান্তি হতো না।
346152
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩৭
রক্তলাল লিখেছেন : পিলাচ
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১২
287249
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
346157
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫৯
নাবিক লিখেছেন : ভালো লাগলো
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১২
287250
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ।
346164
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১২
জ্ঞানের কথা লিখেছেন : ০ এই জন্য তুমি লক্ষ্মী।

// এই লক্ষ্মী কোন লক্ষ্মী??
বাস্তবতা অনেক ভিন্ন। গল্পে হিমালয় জয় কারা দু কলমের ব্যাপার।
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১৪
287251
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঠিক বলেছেন, তবে গল্প থেকে কেউ যদি কিছু শিখতে পারে।
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৫৮
287259
জ্ঞানের কথা লিখেছেন : লক্ষ্মীর উত্তর কি?
346172
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৪৪
হতভাগা লিখেছেন :
ফজরের আজান হচ্ছেঃ

স্ত্রীঃ এই উঠো, আজান হচ্ছে ,মসজিদে যাবে উঠো ...


০ বাস্তবতা ভিন্ন । এটা দিয়ে নাটক / সিনেমাও বানানো যাবে না , পাছে আবার জঙ্গিবাদের জন্য সেন্সর বোর্ড আটকে দেয় ।
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:২২
287256
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঠিক বলেছেন, আমার পোস্টের উদ্দেশ্য হচ্ছে যদি কেউ কিছু শিখতে পারে।
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৩২
287258
হতভাগা লিখেছেন : এটাতে শিখার কিছু নেই । এটাতে বিশ্বাস করতে গেলে ঠকা লাগবে নিশ্চিত ।
346231
১৮ অক্টোবর ২০১৫ রাত ০৮:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমন নারী এখন রাডার দিয়েও খুঁজে পাওয়া যাবেনা!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File