জীবনে বড় হতে চান……!! (তাহলে নিচের প্রত্যেকটা লাইন ভালো করে খেয়াল করুন)

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১১ জুলাই, ২০১৫, ১১:৩৫:৪৩ সকাল

জীবনে বড় হওয়া বা সফলতার জন্য বিশেষ কোন চিরন্তনী সূত্র বা নিয়ম নেই ...

তারপরও অধিকাংশ সফল মানুষের সফল হওয়ার ক্ষেত্রে নিচের নিয়ম গুলো মিল থাকে ... তাই সেই নিয়ম গুলো আপনাদের সামনে তুলে ধরলাম ...

এখানে জাস্ট দুই তিন শব্দের কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে ... যাতে পরতে বোরিং না লাগে ... যে কেউ বুঝার জন্য এই পয়েন্ট গুলোই যথেষ্ট...

✬ লক্ষ্য স্থির করুন … সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যান এবং সঠিক লক্ষ্য পূরণের স্বপ্ন দেখুন এবং সেই বিষয়ে ভালো করে জ্ঞান অর্জন করুন …

✬ মিষ্টি ব্যবহার-বড় পুজিঁ

✬ মিষ্টি করে হাসতে হবে

✬ মানুষকে তার নিজের বিষয়ে উৎসাহী করে তুলুন।

✬ উপযুক্ত প্রশাংসা করুন লাভবান হবেন

✬ মানুষকে স্বমতে আনার সহজ উপায় হল তার কথা শুনুন ও বুঝুন তারপর তার পছন্দের বিষয়ের সাথে আপনার মতামত যুক্ত করে বলুন

✬ অপরের দোষ খুজঁবেন না

✬ বড় বড় কথায় লাভের চেয়ে ক্ষতি বেশী

✬ তর্ক করে অপ্রিয় হতে যাবেন না

✬ ঘ্যান ঘ্যান করা ভাল নয়

✬ অনুকরন করবেন না

✬ নাটকীয়তার আশ্রয় নিন

✬ সহানুভুতিশীল হোন

✬ পৃথিবীতে ব্যক্তিত্ব ছাড়া সুন্দর জীবনযাপন সম্ভব নয়

✬ অহংকারী ব্যক্তিকে কেউ পছন্দ করে না

✬ বাস্তবতাকে মেনে নিন

✬ আনন্দে থাকুন

✬ উদ্বেগহীন জীবন ভাল নয়

✬ মানুষ বড় অকৃতাজ্ঞ

✬ স্রষ্টার কাছে নত হোন

✬ আপনি যা ভাবেন তাই হবে

✬ বিশ্রাম নিতেই হবে

✬ ইচ্ছাটাই বড় কথা

✬ দুশ্চিমত্মামুক্ত থাকুন

✬ লাভ লোকসানের হিসাব করবেন না

✬ মন জয় করুন

✬ কাকে কখন হুকুম করা যেতে পারে সেই দিকে খেয়াল করুন যাকে ইচ্ছা তাকে হকুম করবেন না …এক্ষেত্রে স্ট্যাটাস মেন্টেইন করুন

✬ নিজের ভুল আলোচনা করলে ক্ষতি হয়

✬ পুরান ব্যাপারে নতুন করে বলবেন না

✬ ছোটদের সমালোচনা করা ভালো নয়

✬ সততা এবং শ্রম আপনাকে আশ্চর্য ফল দেবে

✬ ভাষাকে সংযত করুন

✬ নিজের মাঝে ডুব দিন সুখ পাবে

✬ উত্তেজিত হবেন না

বিষয়: বিবিধ

১৬৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329529
১১ জুলাই ২০১৫ দুপুর ১২:০৬
অনেক পথ বাকি লিখেছেন : সবই জানি কিন্তু মানতে তো পারি না। Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File