ভন্ডপীরের মূখোশ উন্মোচন...................

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১১ জুন, ২০১৫, ১১:১৬:৩৮ সকাল

আশা করি পুরো লেখাটি পড়ে মন্তব্য করবেন!

ভন্ডপীরদের ভিবিন্ন বই-পুস্তকে চড়িয়ে ছিটিয়ে থাকা ভ্রান্ত আকিদা সমুহ!

১.আল্লাহর আন্দাজ নাই.(ভেদে মারেফাত, ১৫পৃঃ)

২. শরিয়তে কামেল পীর সাহেব যদি এমন হুকম দেন যাহা প্রকাশ্যে শরিয়তের খেলাফ হয়, তবুও তা নিরাপত্তিতে আদায় করিবে....(আশেকমাশুক, ৩৫পৃঃ)

৩. আমি এত বড় আলীশান খোদা,আমি জমিন ও আসমানে সামাই হই না,একমাত্র মোমেনের কলবে সামাই হই...(ভেদে মারেফাত, ২১পৃঃ)

৪. মনসুর হাল্লাজ আল্লাহ পাকের মোরাকাবা করিতে করিতে আল্লাহর নূরের মধ্যে গরক হইয়া হঠাৎ একদিন

বলিতে লাগিলেন আনাল হক (আমি খোদা)... (আশেক মাশুক, ৪২পৃঃ)

৫. পীর সাহেব হলেন আখেরাতের উকিল স্বরূপ..(ভেদে মারেফাত,৬০পৃঃ)

৬.যেই ব্যক্তির পীর নাই, তাহার পীর শয়তান... (ভেদে মারেফাত,২৩পৃঃ)

৭.বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ঐ বান্দার জন্য দোয়া করিবেন, যাহাতে তিনি কবুল করিয়া নেন।..(ভেদে মারেফাত,৩৪পৃঃ)

৮. কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে, এখন কেয়ামত দিবসে ওকে ছাড়িয়া আমি কেমনে পুলছেরাত পার হইয়া যাইব ? (ভেদে মারেফাত, ২৭-২৮পৃঃ)

৯. পীরের মুরীদ হওয়া ফরজ। (মাওয়াযেজ এসহাকিয়া)

১০.যদি কারো দুইজন পীর হয় তবে দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবেন, কোনই ক্ষতি নেই। (মাওয়াযেজ এসহাকিয়া, ৫৫-৫৬পৃঃ)

সবার বিবেকের আদালতে প্রশ্ন করে দেখেন.............

উপরের লেখা গুলো পবিত্র কোরআনের কোন সুরার কোন আয়াতে আছে কি? বা রাসুলের কোন হাদিস অথবা কোন সাহাবী, তাবী, আইম্মায়ে মুজতাহিদ, চার মাজহাবের কোন ইমামের কিংবা চার তরিকার কোন পীর সাহেবের উক্তিতে এসব কথার প্রমাণ পাওয়া যায় কি??

দেখুন ভন্ড দেওয়ানবাগীর কিছু আগগুবি কথাবার্তা-১)Click this link

২) Click this link

৩) Click this link

বিষয়: বিবিধ

১৪৬৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325147
১১ জুন ২০১৫ দুপুর ১২:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই উদ্ভট যুক্তি না হলে ব্যবসা হবে কি করে!!
১১ জুন ২০১৫ দুপুর ০১:০৯
267216
বাংলার দামাল সন্তান লিখেছেন : মাঝে মাঝে মনে হয় এত কষ্ট করে চাকুরি করা বাদ দিয়ে পীর ব্যবসা শুরু করি!
325151
১১ জুন ২০১৫ দুপুর ১২:১৯
ছালসাবিল লিখেছেন : ওয়াক ওয়াক ওয়াক! Smug এগুলো শয়তানি Smug এরা শয়তানের পীর Hot
১১ জুন ২০১৫ দুপুর ০১:১০
267217
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন সচেতন মানুষকে এদের বিরুদ্ধে সচেতন করি।
325152
১১ জুন ২০১৫ দুপুর ১২:১৯
হতভাগা লিখেছেন : উনার মাহফিলে মুরিদদের বাঁশ হয়ে প্যান্ডেলে ওঠা নামা করা Awesome + Cool লেগেছিল।
১১ জুন ২০১৫ দুপুর ০১:১২
267218
বাংলার দামাল সন্তান লিখেছেন : শুধু বাঁশ কেন, কয়েকদিন আগে সৌদি আরবে চুরির দায়ে পীরের ভাই গ্রেফতার হয়, কিন্তু বাংলাদেশের বর্তমান অবৈধ সরকারের দুই নেতার হস্থক্ষেপে মুক্তি পায়।
325164
১১ জুন ২০১৫ দুপুর ০১:৫৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : শয়তানের কাজকর্মের ইজারা নিয়েছে ভন্ড বেদাতির দল। আহলে বেদাত ওয়াল ফাসেক..রা.. অনেক ধন্যবাদ আপনাকে।
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
267293
বাংলার দামাল সন্তান লিখেছেন : মুল্যবান মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
০৭ জুলাই ২০১৫ দুপুর ০১:০২
271217
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাই, বইটা কোথায় পাওয়া যাবে? জানাবেন কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File