চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন ভাই আর নেই!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৫ মে, ২০১৫, ১১:৫৩:১১ সকাল



ইসলামী সাংস্কৃিতক আন্দোলনের প্রান পুরুষ, বাংলাদেশ সংস্কৃিত কেন্দ্রের উপ-পরিচালক চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন ভাই আজ রাতে চলে গেলেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহে.......রাজিউন। যিনি নিজের উজ্জ্বল পৃথিবীর সকল সুখকে ত্যাগ করে ইসলামের আলোয় নিজের জীবনকে সাজানোর চেষ্টা করেছেন ইসলামি সংস্কৃতি বিকাশে তার অবদান অনেক। আল্লাহ্ রব্বুল আলামিন তার এই ভালো কাজের বদৌলতে তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়া করি।

সুস্থ ও সুন্দর ধারার সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা, এক সময়ের রঙিন পর্দা কাঁপানো ব্যাপক জনপ্রিয় চিত্র নায়ক আবুল কাসেম মিঠুন ভাই এই জাতিকে আর স্বপ্ন দেখাবে না নতুন কোন ভোরের... কুরআনের উপর তার অসাধারন জ্ঞান দেখে আমি বিশ্বাস করতেই পারতাম না এই লোকটিই কিনা একসময় চলচিত্র জগত দাপিয়ে বেড়িয়েছে....!! ফেসবুকে কিংবা কোন ম্যাগাজিনে তার লেখাগুলো পড়ে বুঝতে পারতাম সব বিষয়ের উপর তার ছিল গভীর পান্ডিত্য, প্রচুর পড়াশুনা করতেন মিঠুন ভাই। নষ্ট হয়ে যাওয়া, পঁচে যাওয়া আমাদের সংস্কৃতিকে জাগিয়ে তোলার সর্বশেষ ব্যাক্তিটিকেও হারিয়ে ফেললাম...কবি মতিউর রহমান মল্লিক অকালে চলে গেছে, শেখ আবুল কাশেম মিঠুন অকালে চলে গেছে, মাওলানা সাঈদীকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিলে তিলে মৃত্যু মুখে ঠেলে দেয়া হয়...!! নমরূদ, ফেরাউন আর হিটলারের উত্তরসূরীরা বেঁচে থাকে যুগ থেকে যুগান্তরে...তাদের অট্টহাসিতে প্রকম্পিত হয়ে রক্তাক্ত হয়ে পড়ে পৃথিবীর প্রতিটি প্রান্তর...!! মল্লিকরা হারিয়ে যায় অকালে, মিঠুনরা প্রিয় স্রষ্টার সান্নিধ্যে চলে যায় বড্ড অসময়ে...শুধু হারিয়ে যায় আমাদের স্বপ্নিল স্বপ্ন গুলো...একরাশ হতাশার সাগরে ডুবে গিয়ে প্রচন্ড অভীমানে খোদার কাছে চলে য়ায় হাসি মুখে.......

বিষয়: বিবিধ

১৬২৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322367
২৫ মে ২০১৫ সকাল ১১:৫৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আল্লাহ্ রব্বুল আলামিন তার এই ভালো কাজের বদৌলতে তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়া করি। অনেক ধন্যবাদ
২৫ মে ২০১৫ সকাল ১১:৫৬
263469
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
322368
২৫ মে ২০১৫ দুপুর ১২:০০
আহমেদ ফিরোজ লিখেছেন : আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক।
২৫ মে ২০১৫ দুপুর ১২:০২
263476
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমীন!
322371
২৫ মে ২০১৫ দুপুর ১২:০৫
ঘারতেরা লিখেছেন : আল্লাহ্ রব্বুল আলামিন তার এই ভালো কাজের বদৌলতে তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন
২৫ মে ২০১৫ দুপুর ১২:১০
263477
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমিন! আল্লাহ আপনার দোয়া কবুল করুক।
322373
২৫ মে ২০১৫ দুপুর ১২:১৯
কাহাফ লিখেছেন :
"যিনি নিজের উজ্জ্বল পৃথিবীর সকল সুখকে ত্যাগ করে ইসলামের আলোয় নিজের জীবনকে সাজানোর চেষ্টা করেছেন ইসলামি সংস্কৃতি বিকাশে তার অবদান অনেক। আল্লাহ্ রব্বুল আলামিন তার এই ভালো কাজের বদৌলতে তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়া করি।"
আমিন ছুম্মা আমিন!!
২৫ মে ২০১৫ দুপুর ১২:২৪
263483
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহ আপনার আমার সবার দোয়া কবুল করুক।
322399
২৫ মে ২০১৫ দুপুর ০৩:২৬
এ,এস,ওসমান লিখেছেন : আল্লাহ তার অতীতের সকল গোনাহ মাফ করে জান্নাত নসিব করুন। আমিন
২৫ মে ২০১৫ বিকাল ০৫:৪০
263542
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহ আপনার আমার সবার দোয়া কবুল করুক।
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
263578
এ,এস,ওসমান লিখেছেন : আমিন
322448
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সাংস্বৃতিক আন্দোলনে তার অভাব খুবই অনুভুত হবে।
২৬ মে ২০১৫ সকাল ১০:১৫
263727
বাংলার দামাল সন্তান লিখেছেন : গোলাম মুহাম্মদ চলে গেলেন ভাবলাম মল্লিক স্যার তো আছেন, মল্লিক চলে গেলেন ভাবলাম মিঠুন ভাই তো আছেন। কিন্তূ আজ সেই মিঠুন ভাইও চলে গেলেন তাদের রব এর ডাকে সাড়াদিয়ে!
322451
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)মহান আল্লাহ্ রাব্বুল আলামিন তার এই ভালো কাজের বদৌলতে, তার সকল গুনাহ ক্ষমা করে দিন আর তাঁকে যেন জান্নাতুল ফেরদাউস নসীব করেন এই দোয়া করি। অনেক ধন্যবাদ
২৬ মে ২০১৫ সকাল ১০:১৫
263726
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুক।
322465
২৫ মে ২০১৫ রাত ০৮:০৮
লজিকাল ভাইছা লিখেছেন : একে একে না ফেরার দেশে চলে যাচ্ছে স্বপ্নের সারথি গুলো। গোলাম মুহাম্মদ চলে গেলেন ভাবলাম মল্লিক স্যার তো আছেন, মল্লিক চলে গেলেন ভাবলাম মিঠুন ভাই তো আছেন। কিন্তূ আজ সেই মিঠুন ভাইও চলে গেলেন তাদের রব এর ডাকে সাড়াদিয়ে!!( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) আমাদেরকে একটি সোনালি সকালের স্বপ্ন দেখিয়ে। হে আল্লাহ্‌ আপনি জীবন মৃত্যুর মালিক, জান্নাত জাহান্নামের মালিক, আপনার এই গোলামদের আপনার রহমতের দরবারে ছেড়ে দিলাম, উনাদেরকে মাপ করে জান্নাতের উঁচু মর্যাদা দান করুণ। আমীন।
২৬ মে ২০১৫ সকাল ১০:১৪
263725
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File