ছেলে MBA পাস করেছ..... আর সমাবর্তনে উপস্থিত গর্ভধারিনী গ্রাম্য মা ......
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৩১:০৮ সকাল
ছেলে MBA পাস করেছে,,,,, আর সমাবর্তনে উপস্থিত তার গ্রাম্য,,,,,,, সহজ সরল মা'কে নিয়ে ......। এই অনুষ্ঠানে তাকে নিয়ে এসে হয়তো গর্ভধারিণীর ঋণ কিছুটা পরিশোধের চেষ্টা করেছে..... । আধুনিক উচ্চবিত্ত সমাজে, আকাশ সংস্কৃতির যুগে.... ''এই মা'''...... সকলের সাথে বড়ই বেমানান,,,,বড়ই সেকেলে.....গেঁয়ো......। কিন্তু তার উপস্থিতি সকলকে আরও একবার দেখিয়ে দিলো মা ই শ্রেষ্ঠ শিক্ষক,,,,,,, যিনি সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেন..........।
আমরা সন্তানরা অনেক সময় দুই অক্ষর পড়শোনা করে নিজেকে তথাকথিত আধুনিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি....। আমরা তাদের পেছনে ফেলে ......দূর.....দূরান্তে.....নাগালের বাইরে চলে আসি.....। কিন্তু আমাদের মা বাবারা আমাদেরকে এই তথাকথিত আধুনিক করতে গিয়ে অনেক পেছনে পড়ে যান........। আমাদেরকে বড় করতে গিয়ে তারা ছোট হয়ে যান।
অন্যদিকে,আধুনিকতার মোহময়তা আমাদের এমনভাবে গ্রাস করে যে....সবকিছুকে ভুলে গিয়ে .......নিজের রক্ত মাংসের দেহটির মূল উৎসকে পর্যন্ত ভুলে যাই....। কিছু কিছু মানুষ আছেন যারা ...কখনো.....মা-মাটির কথা ভুলেন না।কোট-টাই পরেই...... নিজের অস্হিত্বকে অস্বীকার করেন না........ ।
যেমনঃ এই ছবির ছেলেটি...। আমি এ ধরনের মানুষদের অন্তরের অন্তঃস্হল থেকে শ্রদ্ধা করি..............।
কারণ,এ জাতীয় মানুষগুলো................ যে মা-মাটি তাকে শৈশব- কৈশোরে আশ্রয় দিয়ে লালন-পালন করেছে......তার রক্ত-মাংসের দেহকে বিন্দু থেকে সিন্দুতে নিয়ে গেছে.......................... তাকে ভুলে না। ভুলে না তার প্রাণ ভ্রমরটিকে.............। ভুলে না.......... হৃদয় কোঠরে অজ্ঞাতে.......... আনমনে বয়ে চলা কল্লোলী--স্রোতস্রীনি নদীটিকে................। এই মানুষগুলো......... সেই মানুষগুলো থেকে উত্তম ........যারা নিজের অক্সিজেনের সরবরাহকারী মা--মাটি ও মানুষের কথা ভুলে গিয়ে পরগাছা হিসেবে আধুনিকতার মুখোশ পরে বসবাস করে ছবিতে উল্লেখিত .........ভাই.........
......আপনাকে হাজারো সালাম....দুঃখীনী... মাকে সম্মানিত করার জন্য...।
তথ্যসূত্র ফেসবুক : Click this link
বিষয়: বিবিধ
১৫১৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন