ছেলে MBA পাস করেছ..... আর সমাবর্তনে উপস্থিত গর্ভধারিনী গ্রাম্য মা ......

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৩১:০৮ সকাল



ছেলে MBA পাস করেছে,,,,, আর সমাবর্তনে উপস্থিত তার গ্রাম্য,,,,,,, সহজ সরল মা'কে নিয়ে ......। এই অনুষ্ঠানে তাকে নিয়ে এসে হয়তো গর্ভধারিণীর ঋণ কিছুটা পরিশোধের চেষ্টা করেছে..... । আধুনিক উচ্চবিত্ত সমাজে, আকাশ সংস্কৃতির যুগে.... ''এই মা'''...... সকলের সাথে বড়ই বেমানান,,,,বড়ই সেকেলে.....গেঁয়ো......। কিন্তু তার উপস্থিতি সকলকে আরও একবার দেখিয়ে দিলো মা ই শ্রেষ্ঠ শিক্ষক,,,,,,, যিনি সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেন..........।

আমরা সন্তানরা অনেক সময় দুই অক্ষর পড়শোনা করে নিজেকে তথাকথিত আধুনিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি....। আমরা তাদের পেছনে ফেলে ......দূর.....দূরান্তে.....নাগালের বাইরে চলে আসি.....। কিন্তু আমাদের মা বাবারা আমাদেরকে এই তথাকথিত আধুনিক করতে গিয়ে অনেক পেছনে পড়ে যান........। আমাদেরকে বড় করতে গিয়ে তারা ছোট হয়ে যান।

অন্যদিকে,আধুনিকতার মোহময়তা আমাদের এমনভাবে গ্রাস করে যে....সবকিছুকে ভুলে গিয়ে .......নিজের রক্ত মাংসের দেহটির মূল উৎসকে পর্যন্ত ভুলে যাই....। কিছু কিছু মানুষ আছেন যারা ...কখনো.....মা-মাটির কথা ভুলেন না।কোট-টাই পরেই...... নিজের অস্হিত্বকে অস্বীকার করেন না........ ।

যেমনঃ এই ছবির ছেলেটি...। আমি এ ধরনের মানুষদের অন্তরের অন্তঃস্হল থেকে শ্রদ্ধা করি..............।

কারণ,এ জাতীয় মানুষগুলো................ যে মা-মাটি তাকে শৈশব- কৈশোরে আশ্রয় দিয়ে লালন-পালন করেছে......তার রক্ত-মাংসের দেহকে বিন্দু থেকে সিন্দুতে নিয়ে গেছে.......................... তাকে ভুলে না। ভুলে না তার প্রাণ ভ্রমরটিকে.............। ভুলে না.......... হৃদয় কোঠরে অজ্ঞাতে.......... আনমনে বয়ে চলা কল্লোলী--স্রোতস্রীনি নদীটিকে................। এই মানুষগুলো......... সেই মানুষগুলো থেকে উত্তম ........যারা নিজের অক্সিজেনের সরবরাহকারী মা--মাটি ও মানুষের কথা ভুলে গিয়ে পরগাছা হিসেবে আধুনিকতার মুখোশ পরে বসবাস করে ছবিতে উল্লেখিত .........ভাই.........

......আপনাকে হাজারো সালাম....দুঃখীনী... মাকে সম্মানিত করার জন্য...।

তথ্যসূত্র ফেসবুক : Click this link

বিষয়: বিবিধ

১৫১৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304902
১৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:০৫
আবু জান্নাত লিখেছেন : শিক্ষা জীবন তো শেষ হলো মাত্র, এখনি বুঝা যাবে তার শিক্ষা তাকে কতখানি মানুষ করেছে। পারিবারিক জীবনে মাকে কতটুকু সহ্য করতে পারে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
১৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
246705
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, আজকালতো বউ ফেলে সন্তানরা আর মাকে চিনতে চায় না।
304908
১৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৭
দ্য স্লেভ লিখেছেন : ছবিটা দেখে খুব ভাল লাগল। ছেলেটা সত্যিই ভাল এবং সৎ সাহসী
১৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
246706
বাংলার দামাল সন্তান লিখেছেন : এমন ছেলেদের থেকে সবাইকে শিক্ষা গ্রহন করার দরকার।
304924
১৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪০
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
১৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
246707
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
304945
১৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : একজন মায়ের সেরা উপহার ভালো সন্তান
১৭ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
246708
বাংলার দামাল সন্তান লিখেছেন : আজ মনে পড়ে গেল নেপোলিয়ান বলেছিলেন, তোমারা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতী উপহার দিব।
304984
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতায়লা যেন তাকে সারা জিবন এইভাবে চলার তৈীফিক দেন।
১৬ মার্চ ২০১৫ সকাল ১০:৪৯
250197
বাংলার দামাল সন্তান লিখেছেন : এমন ছেলেদের থেকে সবাইকে শিক্ষা গ্রহন করার দরকার।
305050
১৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪০
আবু জারীর লিখেছেন : ছেলেটা সৎ সাহসী। জীবনের বাকী দিন গুলোও যেন এভাবেই মায়ের সম্মান করতে পারে সেই প্রত্যাশা করি।
১৬ মার্চ ২০১৫ সকাল ১০:৪৯
250198
বাংলার দামাল সন্তান লিখেছেন : এমন ছেলেদের থেকে সবাইকে শিক্ষা গ্রহন করার দরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File