আজ সেই ভয়াল ২৮অক্টোবর (এক্সক্লুসিভ ছবি ও ভিডিও লিঙ্ক) যাদের হার্টের সমস্যা আছে তাদের প্রবশে নিষেধ।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৮ অক্টোবর, ২০১৪, ১০:১০:৪২ সকাল
২৮ অক্টোবরের নির্মম হত্যাকান্ডের শিকার অধিকাংশই ছিল মেধাবী ছাত্র। মুজাহিদ, গোলাম কিবরিয়া শিপন, ফয়সাল আহমেদ, সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম, রবিউল ইসলাম সকলেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। নিজ নিজ এলাকায় প্রত্যেকটি ছাত্রই সৎচারিত্রিক গুণাবলির অধিকারী ছিলেন বলে এলাকাবাসী এই মেধাবী ছাত্রদের রক্তাক্ত লাশ দেখে কান্নায় ভেঙ্গে পরছিলেন। মহান আল্লাহর দরবারে এই হত্যাকান্ডের বিচার চাইছিলেন। বড়ই পরিতাপের বিষয়, লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যাকারী খুনিরা আজ প্রকাশ্য রাজপথে হেঁটে বেড়াচ্ছে। বর্তমান বাংলাদেশ যেন খুনি, সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে খুনিদের ক্ষমা করে দেয়া হয়েছে।
ভিডিও দেখতে নিচের লিঙ্ক গুলোতে ক্লিক করুন।
Click this link
Click this link
Click this link
Click this link
Click this link
Click this link
Click this link
Click this link
অক্টোবরের নাম শুনলেই মনে পড়ে যায় ২৮ অক্টোবরের সেই ভয়াবহ দিনের কথা । মনের অজান্তেই চোখের কোণে এসে যায় জল , আতঁকে ওঠে প্রাণ । শহীদ মুজাহিদ , হাবিব , জসিম , শিপন ভাইদের উপর চালানো হয়েছে যে বর্বর নির্যাতন , তা ভাবতেও কস্টে আমার বুক ফেটে যায় । মনে প্রশ্ন জাগে যারা এই বর্বর হামলা চালিয়েছে , তারা কি ভিন্নজাতের কোনো হিংস্র প্রানী ? সামান্য মোহে শহীদ করেছে বীরদের। এরা কি ভাবেনা , তারা যাদের শহীদ করেছে কেয়ামতের দিন এই শহীদেরা থাকবে আল্লাহর সুশীতল ছায়াতলে , আর তারা কোথায় থাকবে তা আল্লাহই ভাল জানে । আমি আজ ওদের উপদেশমুলক কোনো কথা বলব না । এ পর্যন্ত হাজার উপদেশ ওদের দেয়া হয়েছে । তাতে কোনো লাভ নেই । ওদের হিংস্রতা আরো দিন দিন বেড়েই চলেছে । মনে হয় আল্লাহ ওদের মোহড় মেরে দিয়েছে । ওরা কোনোদিন বুঝবেনা । ওদের বিরুদ্ধে লড়াইয়ের কোনো বিকল্প নেই । আর আমাদের এই লড়াইয়ের প্রেরণা যুগিয়েছেন ২৮অক্টোবরের শহীদ ভাইয়েরা । শহীদ ভাইয়েরা , আপনারা আমাদের লড়াই করতে শিখিয়েছেন । আমরা আপনাদের আজও ভুলিনি ।
বিষয়: বিবিধ
২৪০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একদিন বিচার হবে ইনশাআল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন