একজন রাজাকারের গায়েবানা জানাজায় এত মানুষ? (এক্সক্লুসিভ ছবির ব্লগ)
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৪ অক্টোবর, ২০১৪, ০৯:৩০:০৪ রাত
"হে প্রশান্ত আত্মা তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।এবং আমার জান্নাতে প্রবেশ কর"।(সুরা ফজর ) - এই বাণী ঈমানদার ও আল্লাহর বান্দার জন্য প্রযোজ্য । আমার ক্ষুদ্র জ্ঞানে অধ্যাপক গোলাম আযম একজন কোরআন-সুন্নাহর সীপাহসালার । আল্লাহ তাঁকে উপযুক্ত ও উত্তম প্রতিদান দিবেন ।
বার্মিংহামে বিশ্ব বরেণ্য ইসলামী আন্দোলনের নেতা মারহুম গোলাম আযমের গায়েবানা জানাযা
বিষয়: বিবিধ
১৯৬৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাসূল (সঃ) উম্মত
আমৃত্যু করেছেন পালন
রাসূলের(সঃ) সুন্নত।
ইক্বামতে দীনের কাজ, সেতো
রবের নির্দেশ
সেই নির্দেশ করতে পালন
জীবন করেছেন শেষ।
হে দয়াময় দাও মুক্তি
তোমার গোলামকে
শেষ ঠিকানা হয় যেন
সুখের জান্নাতে।
---২৪শে অক্টোব্র’২০১৪
হাইল (সৌদি’আরব)
আমিন!
আল্লাহ ওনার আত্মার মাগফিরাত ও রহমত নিশ্চিত করুন, ওনার সকল গুনাহ ক্ষমা করুন এবং ওনাকে নিজের আবদ হিসাবে গ্রহন করুন।
বেইমানেরই দল,
অগনিত ইমানদারের
নেমেছে আজ ঢল৷
মন্তব্য করতে লগইন করুন