দুঃখিত আমরা দেশদ্রোহী হতে পারব, কিন্তু একবার ও রাসূলদ্রোহী হতে পারবো না.........
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৫ অক্টোবর, ২০১৪, ০১:০৫:২৫ দুপুর
ওহুদে যুদ্ধে রাসুলে কারীম (সঃ) কে চুর্তদিক থেকে ঘিরে ফেলেছে কাফেরেরা। তার প্রতি তীর নিক্ষীপ্ত হচ্ছে। হুজুর কে এই তীর থেকে রক্ষা করার জন্য সাহাবাগণ চর্তুদিকে দাড়িয়ে গিয়েছে ।সাবাবাগণ এই তীর গুলো ঠেকাচ্ছিলেন শুধু মাত্র তাদের পিঠ দিয়ে ।
তীর থেকে রাসুল(সঃ) কে হেফাজত করার জন্য, শুধুমাত্র হযরত তালহা (রাঃ) এর পিঠে ৮০ টি তীর প্রবেশ করেছে।
নবীজীর দান্তান মোবারক শহীদ হয়ে গেল । মাথার হেলমেট ভেঙে লোহার কোড়া প্রবেশ করলো ।নবীজী জমিনের উপর পড়ে গেলেন। হযরত আবু বকর (রাঃ) ,হযরত উমর (রঃ) হযরত উসমান(রাঃ) তিনজন সাহাবী রসুলে কারীম (সঃ) কে বহন করে ওহুদের পাহাড়ের দিকে নিয়ে গেলেন।
রাসুল(সঃ) কে পাহাড়ের দিকে ওঠালেন। কাদে ভর দিয়ে হুজুরকে উঠানো হতেছে। কপাল দিয়ে রক্ত ঝরছে , মুখ দিয়ে রক্ত ঝরছে!
হুজুর নিজের হাত দিয়ে চেহারা মোবারক ঢলে এনে, হাতের দিকে তাকিয়ে বললেন ,আহারে!! এই জাতীর কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানিয়ে দিলো!
যখন রাসুল (সঃ) উঠানো হচ্ছে, আল্লাহর নবীর এই বেহাল অবস্থা দেখে, পাহাড় থরথর করে কাপতেছিলো!এমন কাপা কেপেছে পাহাড় চৌউচির হয়ে গেছে !ফেড়ে গিয়েছে!
আবু বকর ,ওমর দাড়াতে পারেন না পাহাড় এমন কাপা কাপছে।
নবীজী তখন বলছে, ওরে পাহাড় থেমে যা, তোর উপর আল্লাহর নবী আছে, তোর উপর একজন সিদ্দীক আছে, তোর উপর দুই জন শহীদ আছে ।
পাহাড় থেমে গেল।
একটা জায়গায় গিয়ে দেখলেন একটা স্থানে ঠিক একজন মানুষ শুতে পারে এমন একটা জায়গা । মনে হয় আল্লাহ যেন আগের থেকেই এই জায়গাটা রাসুল(সঃ) এর জন্য তৈরি করে রেখেছেন।
নবীজীকে সেখানে শুইয়ে দিয়ে ,সাহাবীরা রাসুল (সঃ) নিয়ে পাগল প্রায় হয়ে গেছে।
এটা রাসুল(সঃ) এর একটা মাত্র যুদ্ধের ঘটনা ।এই রাসুলকে আজ গালি দেয়! আজ ডাকাত বলে !(নাউজুবিল্লাহ).
আজ আমরা এক তেজহীন ,চেতনাহীন নিস্তেজ জাতিতে পরিনত হয়েছি !
যে রাসুল(সঃ) সারজীবন শুধুমাত্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কি অমানবিক নির্যাতন সহ্য করেছে তার বিরুদ্ধে যাতা বললে আমরা কি বসে থাকবো? ?
দূঃখিত খানকাকাবা ,তাবলীগ ভাইয়েরা!
আমরা কিছু বললেই দেশদ্রোহী! রাজাকার!
আমরা হাজার বার দেশদ্রোহী হতে পারি কিন্তু একবার ও রাসুলদ্রোহী হতে পারবোনা!
দূঃখিত শেখ হাসিনা!
দূঃখিত প্রসাশনের চৌদ্দগুষ্টি! !
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা হাজার বার দেশদ্রহী হতে পারবো জেল খাটতে পারবো তবুও নবীদ্রহি হতে পারবোনা।
আজকে নবীজিকে নিয়ে এতবড় কথা বলল অথচ তাবলিগ আলারা চুপ করে আছে আরে জাহেলের দল তোদেরকেও বলেছে তোদের নবীজিকেও বলেছে তবু তোদের গায়ে কোন ব্যাথা লাগলোনা ?ছিৎ
আমরা আদেী মুসলিম কি?
এই ধরনের মানুষ কে ভোট দিয়ে নির্বাচিত করি!!
কাজী নজরুল ইসলাম
মন্তব্য করতে লগইন করুন