রাসূলের প্রতি কি জামায়াতে ইসলামীর ভালবাসা থাকতে নেই?
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০২ অক্টোবর, ২০১৪, ১১:৫৫:২৭ সকাল
এই পোষ্টের মাধ্যমে আমি কোন ইসলামী দলের বিরোধিতা করছি না। শুধুমাত্র ব্যক্তিগত উপলব্ধি থেকে কথাগুলো শেয়ার করছি। বুধবার-০১-১০-২০১৪ তারিখ
মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এবং পবিত্র হজ্বকে কটুক্তি করায় নাস্তিক, মুরতাদ লতিফ সিদ্দিকির শাস্তির দাবীতে জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমোনাইসহ ইসলামী সমমনা ১২ দলের তৌহীদি জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
কিন্তু কোন ইসলামী দলের মিছিল- সমাবেশে পুলিশের হামলা বা গুলি চালানো দেখিনী। কিন্তু দেখেছি নাটোর, রাজশাহী এবং ঢাকায় জামায়াত শিবিরের মিছিলে পুলিশ গুলি, টিয়ারশেল চালিয়ে বহু ভাইকে আহত এবং গ্রেফতার করেছে। এখন আমার প্রশ্ন হল, জামায়াত শিবির কি দোষ করেছে???
জামায়াতে ইসলামীর উদ্দেশ্য আর অন্যন্য ইসলামী দলের উদ্দেশ্য তো একই, নাস্তিক লতিফ সিদ্দিকির ফাঁসি দাবী তাহলে জামায়াত শিবির কেনো বার বার মার খাবে??? জামায়াত কেনো বার বার জেলে যাবে??? জামায়াত শিবিরের কর্মীরা পুলিশ দেখলে পিছু হটে না। পুলিশ আঘাত করলে জামায়াত শিবিরও পাল্টা প্রতিরোধ করতে চায়। ফলে অনেকেই গ্রেফতার, আহত আর মিথ্যা মামলার আসামী হয়।
আর তাবলীগ ভাইদের কথা আরকি বলবো????
এখনো কি মসজিদের বসে বসে তাসবীহ তাহলীল আর পোলাও-কোরমা খাওয়ার সময়???
আরে মিয়ারা. আপনাদের দাওয়াতকে নিয়েবাজে মন্তব্য করলো, হজ্ব এবং রাসূল(সাঃ) নিয়ে বাজে কথা বললো আর
আপনারা এখনো পোলাও কোরমা নিয়ে টানাটানি করছেন।কবে আপনাদের ঘুম ভাঙবে????
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হকের শিবির,
তবে তুমি চেয়ে দেখ
বাতেলের তীর।
মন্তব্য করতে লগইন করুন