***মা কে নিয়ে সেরা ১২টি উক্তি***

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ১০:২১:০৬ সকাল



১. মহানবী হযরত মুহাম্মদ (সাHappy বলেন-মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।

২. নেফোলিয়ান বলেন-আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব।

৩.আব্রাহাম লিংকন বলেন- যার মা আছে সে কখনই গরীব নয়।

৪. জর্জ ওয়াশিংটন বলেন- আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হল আমার মা মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারিরীক শিক্ষার ফল।

৫. জোয়ান হেরিস বলেন- সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়।আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।

৬. এলেন ডে জেনেরিস বলেন- আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে,কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।

৭. সোফিয়া লরেন বলেন- কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়--একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য।

৮. মিশেল ওবামা বলেন- আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।

৯. নেরা এফ্রন বলেন- মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়।

১০. মাইকেল জ্যাকসন বলেন- আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।

১১. শিয়া লাবেউফ বলেন- সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা।

১২. দিয়াগো ম্যারাডোনা বলেন- আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।

বিষয়: বিবিধ

৯১৮০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262887
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩২
কাহাফ লিখেছেন : "মা" পৃথিবীর সবচেয়ে প্রিয় একজন, স্বার্থহীন ভালবাসা স্নেহ একমাত্র মায়ের হাতেই। ইহ-পর কালীন সাফল্য পেতে হলে মায়েদের আস্তিনেই খুজতে হবে। আল্লাহ আমাদের মা কে হায়াতে তাইয়েবা দান করুন.....আমিন।
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৩
206595
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, পড়ে মন্তব্য করার জন্য শুকরিয়া জা্নাই
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৫
206596
কাহাফ লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম,আপনাকেও বহুত শুকরিয়া ভাই.....।
262912
০৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৭
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে
০৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৯
206611
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, পড়ে মন্তব্য করার জন্য শুকরিয়া জা্নাই
262946
০৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০৪
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
০৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২১
206618
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
263039
০৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
শেখের পোলা লিখেছেন : সুন্দর সংগ্রহ ভাতিজা৷
আমার মা ই আমার মা৷
263585
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৮
ইমরান ভাই লিখেছেন : দিয়াগো ম্যারাডোনা বলেন- আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।

একমত হতে পারলাম না। কেননা আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন তবে মায়ের দোআকবুল হয় এটা সত্য। কিন্তু এখনে কথাটা যেভাবে বলা আছে তাতে এটি সঠিক নয়। "মা মনে করেন বলেই" এরখম কথা ইসলামে নাই।

বাকি যেসকল বিষয় ভালো তার জন্য জাজাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File