এ দৃশ্য দেখা একজন মায়ের জন্য কত কঠিন ! (এক্সক্লুসিভ কিছু ছবি দিলাম যাদের হার্টে সমস্যা আছে তারা দেখবেন না)

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১২ জুলাই, ২০১৪, ০৬:৩৪:৩২ সন্ধ্যা



আমরা যখন আরামসে খোরমা-খেজুর ও নানান রকম বাহারি ইফতারি দিয়ে ইফতার করছি, আর ঘরের কোনে বসে নিস্তব্ধতা পালন করছি, তখন ফিলিস্তিন এর ১১বছরের ছেলেটির প্রশ্ন : আমার মুখে রকেটলঞ্চার এর আঘাতে ধুলোবালি ঢুকে যায়, আমার রোজা কি হবে?!

বিবেকে আজ পঁচন ধরেছে। অন্তরে আর ঈমানী জোর নেই আমাদের। কি জবাব দেব কেয়ামত এর ময়দানে?

দুনিয়া নিয়ে ব্যাস্ত, নিজের অস্তিত্ব কেও ভুলেগিয়েছি।

শিশুরা নাকি ফেরেস্তার রুপ হয়।তাহলে ফিলিস্তিনিতে অসং্খ্য নিস্পাপ শিশু মারা যাচ্ছে আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না। সেই সব ফেরেস্তারা কি তুমার কাছে গিয়ে অার্তনাদ করছে না? হে আল্লাহ তোমার কাছে কি মজলুমের অার্তনাদ পৌছায় না?সারা বিশ্বে মুসলিমদের উপড় যে অত্যাচার হচ্ছে তার বিচার করতে পার তুমি ১ সেকেন্ডের মধ্যে।








































































বিষয়: বিবিধ

৩৪৩১ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244175
১২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বলার মত কিছুই নেই ভাই শুধু আল্লাহর দরবারে দোয়া ছাড়া
১২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
189649
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আল্লাহর দরবারে দুইহাত তুলে কান্নাকাটি করি মজলুমদের জন্য।
244186
১২ জুলাই ২০১৪ রাত ০৮:১৮
বিন রফিক লিখেছেন : আল্লাহ!
১৩ জুলাই ২০১৪ সকাল ১০:৪৯
189752
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আল্লাহর দরবারে দুইহাত তুলে কান্নাকাটি করি মজলুমদের জন্য।
244201
১২ জুলাই ২০১৪ রাত ০৯:০০
হতভাগা লিখেছেন : আল্লাহ ! তুমি ইহুদী ও তাদের দোসরদের ধ্বংস করে দাও - আমিন ।
১৩ জুলাই ২০১৪ সকাল ১০:৫০
189753
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আল্লাহর দরবারে দুইহাত তুলে কান্নাকাটি করি মজলুমদের জন্য।
244206
১২ জুলাই ২০১৪ রাত ০৯:১৫
প্যারিস থেকে আমি লিখেছেন : হতভাগা লিখেছেন : আল্লাহ ! তুমি ইহুদী ও তাদের দোসরদের ধ্বংস করে দাও - আমিন ।

সুম্মা আমীন।
১৩ জুলাই ২০১৪ সকাল ১০:৫০
189754
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আল্লাহর দরবারে দুইহাত তুলে কান্নাকাটি করি মজলুমদের জন্য।
244222
১২ জুলাই ২০১৪ রাত ০৯:৪৭

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বলার মত কিছুই নেই ভাই শুধু আল্লাহর দরবারে দোয়া ছাড়া
১৩ জুলাই ২০১৪ সকাল ১০:৫০
189755
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আল্লাহর দরবারে দুইহাত তুলে কান্নাকাটি করি মজলুমদের জন্য।
244224
১২ জুলাই ২০১৪ রাত ০৯:৫১
বাজলবী লিখেছেন : হে অাল্লাহ সাহায্য কর।
১৩ জুলাই ২০১৪ সকাল ১০:৫০
189756
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আল্লাহর দরবারে দুইহাত তুলে কান্নাকাটি করি মজলুমদের জন্য।
244346
১৩ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৩
মোঃজুলফিকার আলী লিখেছেন : হে আল্লাহ আমরা সহ্য করেছি। তুমি তো দেখ, তুমি সহ্য করো না। তুমি মজলুমদের দয়া কর।
১৩ জুলাই ২০১৪ বিকাল ০৫:১২
189803
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আল্লাহর দরবারে দুইহাত তুলে কান্নাকাটি করি মজলুমদের জন্য।
244382
১৩ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৯
নীল জোছনা লিখেছেন : সবগুলো ছবি সিরিয়ার। মিথ্যাবাদি জামাতী তালেবানগুলো এগুলো ফিলিস্তিনের বলে চালিয়ে দিচ্ছে এই রমজান মাসে। তোদের স্থান জাহান্নামেও হবে না।
১৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
189810
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনি বলুন এই ছবিগুলো কোন দেশের?
১৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
189821
নীল জোছনা লিখেছেন : চোখ কি আসমানে রাখেন নাকি? দিলাম তো উপরের মন্তব্যেই Frustrated
244393
১৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
শারমিন হক লিখেছেন : বিশ্বের কোন দিকে তাকাতে পারি না। যেদিকে তাকাই দেখি মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে ।এসব দেখে মনে হচ্ছে আমরা মুসলমান জাতিও আজ খাবারে পরিণত হয়েছি ।খাবারের যেমন প্রতিবাদ করার ক্ষমতা থাকে না , মুসলমানদের ও তেমন অধিকার নেই । ইহুদীদের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করতেছে।
১৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
189811
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আল্লাহর দরবারে দুইহাত তুলে কান্নাকাটি করি মজলুমদের জন্য।
১০
244668
১৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৫
অজানা পথিক লিখেছেন : Praying Praying Praying Praying Praying
১১
244719
১৪ জুলাই ২০১৪ রাত ১০:২৯
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : রক্তের দরিয়ায় কত ফুল ভেসে যায়
কত মা বোনের ক্রন্দনরোল ধুলিঝড়ে মিশে হায়!
আমি তো স্বাধীন, তবু পরাধীন- কাঁটাতারে বাঁধা রই
......................
কত সংগ্রাম – কত বিপ্লব – কত জেহাদের শুনি ডাক
তবু ছলছল আঁখি ডানাভাঙা পাখি হয়ে থাকি নির্বাক
কবে যে সেই আসবে দিন? ছিঁড়ে শিকলের টান-
মুসলমানের দুর্দিনে ছুটে আসবে মুসলমান।
প্রতিবাদে প্রতিরোধে মুখরিত উত্তাল
মাজলুমানের মুক্তি পতাকা উড়বে রক্ত লাল।.
১৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
190239
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসুন আল্লাহর দরবারে দুইহাত তুলে কান্নাকাটি করি মজলুমদের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File