এ দৃশ্য দেখা একজন মায়ের জন্য কত কঠিন ! (এক্সক্লুসিভ কিছু ছবি দিলাম যাদের হার্টে সমস্যা আছে তারা দেখবেন না)
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১২ জুলাই, ২০১৪, ০৬:৩৪:৩২ সন্ধ্যা
আমরা যখন আরামসে খোরমা-খেজুর ও নানান রকম বাহারি ইফতারি দিয়ে ইফতার করছি, আর ঘরের কোনে বসে নিস্তব্ধতা পালন করছি, তখন ফিলিস্তিন এর ১১বছরের ছেলেটির প্রশ্ন : আমার মুখে রকেটলঞ্চার এর আঘাতে ধুলোবালি ঢুকে যায়, আমার রোজা কি হবে?!
বিবেকে আজ পঁচন ধরেছে। অন্তরে আর ঈমানী জোর নেই আমাদের। কি জবাব দেব কেয়ামত এর ময়দানে?
দুনিয়া নিয়ে ব্যাস্ত, নিজের অস্তিত্ব কেও ভুলেগিয়েছি।
শিশুরা নাকি ফেরেস্তার রুপ হয়।তাহলে ফিলিস্তিনিতে অসং্খ্য নিস্পাপ শিশু মারা যাচ্ছে আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না। সেই সব ফেরেস্তারা কি তুমার কাছে গিয়ে অার্তনাদ করছে না? হে আল্লাহ তোমার কাছে কি মজলুমের অার্তনাদ পৌছায় না?সারা বিশ্বে মুসলিমদের উপড় যে অত্যাচার হচ্ছে তার বিচার করতে পার তুমি ১ সেকেন্ডের মধ্যে।
বিষয়: বিবিধ
৩৪৩১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুম্মা আমীন।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
কত মা বোনের ক্রন্দনরোল ধুলিঝড়ে মিশে হায়!
আমি তো স্বাধীন, তবু পরাধীন- কাঁটাতারে বাঁধা রই
......................
কত সংগ্রাম – কত বিপ্লব – কত জেহাদের শুনি ডাক
তবু ছলছল আঁখি ডানাভাঙা পাখি হয়ে থাকি নির্বাক
কবে যে সেই আসবে দিন? ছিঁড়ে শিকলের টান-
মুসলমানের দুর্দিনে ছুটে আসবে মুসলমান।
প্রতিবাদে প্রতিরোধে মুখরিত উত্তাল
মাজলুমানের মুক্তি পতাকা উড়বে রক্ত লাল।.
মন্তব্য করতে লগইন করুন