এক বোনের গল্প পড়ুন........................
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৯ জুন, ২০১৪, ১০:২২:৫৫ সকাল
আমি নিজের আত্নসমালোচনা করে দেখলাম আমি অযোগ্যতার (-০)শুন্যের কোঠায়।না আমি অনিন্দ্য সুন্দরী যে বাইরের রূপটা পুরুষকে মুগ্ধ করবে।বাহিরের চেয়েও বেশি ভিতরটা ামার ঘোর অন্ধকারে ঢাকা ছিল। কারণ কোরানের আলোকে ইসলামের আলো তখনো তার অন্তর জগতে প্রবেশ করেনি। না বুঝে কালেমায়ে শাহদাত পড়ে বা নামে মাত্র মুসলমান মাত্র। অন্ধকার ঘরে একজন আলোকিত উত্তমবন্ধুর ভালবাসার সন্ধান পেলাম: বিয়ে মানে ধর্মীয় অনুশাসনে একে অন্যের সাথে এক নিবীড় ভালবাসার বন্ধনে আবদ্ধ হওয়া। সুখে দুঃখে একে অন্যকে জড়িয়ে রাখা।নেপুরের সব কথা তার জীবনের জন্য সত্য হলেও আমার বেলায় তা ভুলছিল। ইফতারের পরে আমাকে গোসল করাচ্ছিল বোন ভাবিদের বালতির গরম পানির সাথে তখন মুষলধারেরে আষাড়ের বারিধারার জল আর আমার নয়নজল মিলে গোসল শেষ হল।তারা আমাকে তাদের মত সাজালো তখনো আমি নেপুরের উপদেশ মত জীবন্ত লাসের মত নিরব রইলাম।স্বপ্নের মত একপলক দেখা ছোট্ট মেয়েটাকে ভালবাসার ফসলের মত নিজের মনের গোলায় বউ হিসাবে স্থান দেবার জন্য অন্ধকার ঘরে আগে থেকে একজন মানুষ বসে বসে অপেক্ষার প্রহর গুনছিল।তা আমার জানা ছিল না।ভাবীরা সবাই আমাকে অমাবস্যার অন্ধকার রাতের অন্ধকার ঘরে ভিতরে রেখে চলে গেল।আমি ভীত সনত্রস্থ হয়ে সেই অন্ধকার ঘরে একজন আলোকিত উত্তমবন্ধুর হৃদয়ে ভালবাসার সন্ধান পেলাম।যিনি আমাকে শুধু ভালবাসা দিয়েই ক্ষান্ত হন নাই তার সাথে সাথে আমার জীবনের প্রতিটি ধাপে আলোর মোশাল জ্বালিয়ে আমার জীবনের সকল অন্ধকারবন্ধুর পথে আমার হাতটি শক্তবাধনে আগলিয়ে রেখেছিলেন ওআমার হৃদয়ের অন্ধকার দূর করার জন্য একটা আলোকিত পথের সন্ধান দিলেন।যেখানে গিয়ে আমি পেলাম হাজারো আলোর মিছিলের জোনাকীদের যারা শুধু অন্ধকার অনাবাদি হৃদয়ে্র অন্ধকার দূর করে আলোকিত করে দেওয়া। বাবারা তোমরা কি উত্তমবন্ধু হতে পারবে না? আমার স্বামীর অক্লান্ত পরিশ্রম করে আমাকে নিয়মিত নামাজ , কোরান পড়া , ইসলামিক জ্ঞান অর্জনে ধাবিত হওয়া , পর্দা করা ও ইসলাম নিষিদ্ধ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে এক আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ ভাবে আত্ন-সমর্পণ করতে তিনি আমাকে শিক্ষা দেয়।বর্তমান ছেলেরা যখন বলে একটা ভাল মেয়ে দেন।তখন আমার মন চায় তাদের বলতে বাবারা তোমরা কি একটা মেয়ের জীবন সুন্দর করে সাজানোর জন্য একজন উত্তমবন্ধু হতে পারবে না?আমি যখন বোন্দের কাছে শুনি দাম্পত্য জীবন অভিশপ্ত জীবন,যেখানে আছে নোংরামি আর অসভ্যতা ।তখন বলি“দুনিয়ার জান্নাতী সুখ দাম্পত্য জীবনের হাসি আনন্দের মাঝে।সুখেদুঃখে একজন আরেকজনকে স্বার্থহীন প্রেমে জড়িয়ে রাখার মাঝে। তোমাকে হৃদয়ের পবিত্র ভালবাসা ছাড়া আর কি দেব উপহার? আজ ২৪শে জুনআলহামদুলিল্লাহ।।আমি হিসাব করে দেখি দাম্পত্য জীবনে সে ভালবাসার যে পিরামিড পরম আনন্দ পরম জান্নাতী সুখ আমাকে দান করেছে সেই খানে আমি তার কাছে ঋনী।আল্লাহর নেয়ামত স্বরুপ ইসলামের স্নিগ্ধ ছোঁয়ায় আমরা লাভ করেছি অপূর্ব প্রশান্তি। দাম্পত্য জীবনে ইসলাম জানা ও মানার মধ্যে যে এত শান্তি সুখ আছে তা যারা এইপথে নেই তারা পাবে না। তবে শান্তি-সুখের এই সুন্দরতম জীবনকে যারা উপভোগ করতে তারা কোরানের ছায়াতলে সমবেত হন ।হে আল্লাহ! দাম্পত্য জীবনের যে কয়েকটি বসন্ত পেরিয়ে এসেছি তার পুরুস্কার হিসাবে আমার রিক্তহস্তে হৃদয়ের পবিত্র ভালবাসা ছাড়া কি দেব উপহার। হে আল্লাহ!এই উত্তমবন্ধুও আদর্শস্বামীকে এর প্রতিদানও উত্তম পুরুস্কার জান্নাতুল ফেরদাউস দান করুন।আমীন।
সংগৃহীত : Click this link
বিষয়: বিবিধ
১৭৩৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন