ও আল্লাহ!! এ জুলুমের শেষ কোথায়?
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২০ জুন, ২০১৪, ০৪:৩১:২৮ বিকাল
ও আল্লাহ!!
এ জুলুমের শেষ কোথায়?
কি অপরাধ আমার এ বোনদের?
কোরানের কথা বলাটাকি তাদের অপরাধ?
অসংখ্য পথ হারা তরুনীদের সত্য পথের দিশা দেয়াটা কি তাদের অপরাধ?
পর্দা করে চলাটাকি তাদের অপরাধ?
হ্যা ওরা অপরাধী।এ দেশে এখন এ কাজগুলুই সবচেয়ে বড় অপরাধ।
ওদের আরো অপরাধ হলো-
ওরা লিটনের ফ্লাট চিনেনা।
ওরা লাল পর্দার আড়ালে যায়না।
ওরা ইডেন ও বদরুন্নেসার ছাত্রীলীগের মতো দেহ ব্যবসা করেনা।
ওরা লাকীর মতো রাস্তার মুড়ে নাচতে গাইতে পারেনা।
ওরা জমীর চাচার খুরাক হয়না।
ওরা বিশ্ববিদ্যালয়গুলোতে খদ্দেরের জন্য বসে থাকেনা।
ওরা বর্তমান মন্ত্রী এমপিদের মনরন্জন করে না।
ওরা এক আল্লাহর দাসত্ত করে।
ওরা একমুখি হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভুত করেছে যিনি আসমান ও যমীন সমুহকে সৃস্টি করেছেন।এবং কস্মিনকালেও মুশরিকদের মধ্য শামিল নয়।(আনয়াম ৭৯)
তোমরা ভীত হয়োনা বোন চিন্তিত হয়োনা তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও।আল কোরান
আদালত থেকে কারাগারের পথে ইসলামী ছাত্রী সংস্তার বোনেরা।
বিষয়: বিবিধ
১৪০৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ উনাদের ভাল রাখুক।
ছেলে হলে তো এতক্ষনে চ্যাঙ্গদোলা করে নিয়ে যেতে দেখা যেত ।
শিবির, মহিলা জামাত এবং ছাএী সংস্থার
উপর খেপা মনে হয়। জামাত ও শিবিরদের চ্যাঙ্গদোলা করে নিয়ে গেলে খুব খুশী। তাই না
ভাল কিছু অর্জন করতে গেলে সবাইকে ত্যাগ স্বীকার করত হয় । সামান্য চিমটি খাওয়ার ব্যথা আর পায়ের পাতা কেটে নেওয়ার ব্যথা তো এক না !
আপনারা সেই পার্টি যারা ফেসবুকে মেয়েদের '' আম্মু বকছে '' এই স্ট্যাটাসে সহানুভূতির কমেন্টে ভরিয়ে ফেলেন । আর ছেলেদের কান্নার ছবি দেখেও মজা করেন ।
এক সুমাইয়া (রাঃ) এর কথা শুনি । এর পরে আর কারও নাম শোনা যায় না । এই একজনকে নিয়েই কত বড় বড় কথা!
এতদিন ইসলামের জন্য ছেলেরাই লড়াই করেছে , মার খেয়েছে , খাচ্ছে এবং ভবিষ্যতেও খাবে । মেয়েরা ঠিক এ ব্যাপারটাতে ঘরে বসে বসে মজা লুটেছে । চাকরি পড়াশোনাসহ অন্য সব কাজে তো ভালই সপ্রতিভ দেখা যায় । ইসলামের ব্যাপার আসলেই তারা পিছলাতে শুরু করতো ।
তাও ভাল এখন টুকটাক কিছু শুরু করেছে । যেতে হবে অনেক দূর । নুন্যতম নারীবাদীদের মত তো একটা শক্ত সমাবেশ করতেই হবে ।
আশা করি আপুুদের ব্যাপারে আপ ডেইট দিবেন।
মন্তব্য করতে লগইন করুন