গনতন্ত্র ও পুলিশ ও ন্যয়বিচার শুধুই কি ক্ষমতাসীনদের জন্য??????
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৭ জুন, ২০১৪, ১০:০৭:৪৯ সকাল
কসাইরাতো জীবনজীবিকা বা প্রয়োজনের তাগিদে গরুছাগল জবাই করার পর গোস্ত হাড় থেকে আলাদা করে, পর্যায়ক্রমে হাড়গুলো ও আলাদা করে, অবশেষে গোস্ত কেউ রান্না করে অথবা কাবাব বানিয়ে খায়। কিন্তু এরাতো আরো ভয়ানক!!! ভয়ংকর!!! জীবন্ত মানুষের পা কেটে শরীর থেকে আলাদা করে, ক্ষমতার দন্দে একজন জীবন্ত মানুষকে পূড়িয়ে কাবাব বানায়, রাস্তায় কেটে ফেলা গাছের জন্য মায়া হলেও, কাবাব হওয়া মানুষদের জন্য তাদের মূখ থেকে কিছু বের হয় না!! হায়রে দেশ, হায় মানবতা, গনতন্ত্র ও পুলিশ ও ন্যয়বিচার শুধুই কি ক্ষমতাসীনদের জন্য??????
আওয়ামী সন্ত্রাসের এক ভয়াবহ কালো রূপ দেখুন যেখানে শত শত পুলিশের সামনে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী ছাত্রের পা কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়, বার বার গুলি করা হয় বুকে-দু’পায়ে আর পুলিশ দাড়িয়ে দাড়িয়ে তামাশা দেখে, সাংবাদিকরা ফটোসেশন করে, হলুদ মিডিয়াগুলি যেন কিচ্ছু হয়নি এমন ভান করে। আওয়ামীলীগ-ছাত্রলীগের সন্ত্রাস বর্বরতায় চমকাবেন না। বাংলাদেশের জনগনের জন্য আওয়ামীলীগ-ছাত্রলীগের এগুলি বিশেষ উপহার।
রাজশাহীতে ছাত্রলীগ রুপী হিংস্র জানোয়ারদের পশুত্তের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবিরের প্রেস ব্রিফিং
বিসমিল্লহির রহমানির রহীম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসবিজ্ঞপ্তি রাবি শিবিরের লতিফ হল
সেক্রেটারীর পা কেটে দিল ছাত্রলীগ:প্রতিবাদে অর্ধদিবস হরতাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের পরীক্ষার হল থেকে রাবি শিবিরের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক জিয়াউদ্দিন বাবলুকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবার পর ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক-ছাত্রদের সম্মুখে শহীদুল্লাহ কলা ভবনের দ্বিতীয় তলার
সিড়িতে রাবি ছাত্রলীগ সেক্রেটারী তৌহিদ আল হাসান তুহিনের নেতৃত্বে রুনু, কিবরিয়া, ডন, কৌশিক, অভিসহ ছাত্রলীগের ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নবাব আব্দুল লতিফ হল সেক্রেটারী রাসেল আলম-এর উপর নির্মম হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে ডান পা বিচ্ছিন করে এবং উভয় পায়ে রিভলবার ঠেকিয়ে গুলি করে চলে যায়। প্রকাশ্য দিবালোকে এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং কর্মসূচি ঘোষণা করেন রাবি শিবিরের সভাপতি মোহা. আশরাফুল আলম ইমন ও সাংগঠনিক সম্পাদক শোয়েব শাহ্রিয়ার এবং রাজশাহী মহানগর সেক্রেটারী ডা. আনওয়ারুল ইসলাম। নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের এই সশস্ত্র হামলা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় এবং এ ঘটনা ক্যাম্পাসের সকল ছাত্র- ছাত্রীকে আতঙ্কিত করে তুলেছে। নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে চিহ্নিত এইসব সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। অন্যথায় সাধারণ ছাত্র-জনতাকে সাথে নিয়ে এসব চিহ্নিত সশস্ত্র ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
ইয়া আল্লাহ,ছাত্রলীগ নামধারী জানোয়ারদের হেদায়েত দিন আর মজলুম ভাইদের হেফাজত করুন-আমিন।।
বিষয়: বিবিধ
২২০৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
পাপ বাপকেও ছাড়ে না ।
আর শিবিরের এ কাজ তো একটা মিথে পরিনত হয়েছে ।
শিবিরের নাম আসলেই ''রগকাটা'' শিবির চলে আসে।
কারো গর্দানকে দেহ থেকে
বিচ্ছিন্ন করে ফেলে দেয়া হয়,
আমি আশ্চর্য হবোনা। কারণ,
এটি তোমাদেরই নেতৃত্বে পরিচালিত
সন্ত্রাসের কারখানায় শেখানো
অনুশীলনের প্রতিচ্ছবি।
আজ যদি কোন নেতাকে হত্যা করে
চব্বিশটা ইট বেধে
গভীর সমুদ্রে ফেলে দেয়,
আমি বিস্মিত হবোনা। কারন
এটি তোমাদেরই দলীয় ক্যাডারদের তৈরী করা কিলিং স্কোয়ার্ড জাতিকে শিখিয়েছে।
আজ যদি তোমাদের কোন
মিথ্যুক দেশ প্রেমিক নেতাকে
প্রকাশ্য দিবালোকে কেউ গুলি করে
জ্যান্ত আগুনে পৃড়িয়ে দেয়,
আমি আশ্চর্য হবোনা। কারণ,
তোমাদের দলীয় সন্ত্রাসীদের
অন্তকোন্দলে জ্যান্ত জন প্রতিনিধিকে
পোড়ানোর পরও আপনজনের আর্তনাদে তোমাদের নেতার কাছে বিচার পায়নি।
আজ যদি তোমাদের নোংরা রাজনীতির
কোন জনপ্রিয় গড ফাদারকে
কেউ ঘুম করে ফেলে,
অামি সামান্যতম বিচলিত হবোনা। কারন,
হাজারো ঘূম খূনে
তোমাদের নির্বাকতা
আমাকে বাকহীন করেছে।
আজ যদি কোন শোকাহত মা
তার মৃত সন্তানের বুকের উপর পড়ে
আর্তনাদে ফেটে পড়ে,
আমি পাথর চোখে দেখে হাসব। কারণ,
রাজধানীর রাজপথে জ্যান্ত মানুষের উপর তোমাদের লগি বৈঠা ধারীদের
নৃত্যু দেখে আমি বড় পাষন্ড হয়ে গিয়েছি।
....তোমাদের দেশ প্রেমহীন,
হিংসাত্মক নোংরা রাজনীতি আর
হাজারো বিচার বহিভূর্ত
হত্যাকান্ডের ব্যার্থ প্রতিবাদে
আমি এখন হৃদয়হীন এক
মিছে দেশ প্রেমিক।
আমার জন্য পুরো দেশটাই
এখন এক জেলখানা।
সেই চার দেয়ালের খোলা জেল খানায়
বন্দী কয়েদিদের
বেচে থাকার স্বপ্নকে গলা টিপে হত্যা করা তোমাদের অন্ধ সমর্থক আমি
এখন মানসিকভাবে বিকৃত
কান্ডজ্ঞানহীন নেতার একনিষ্ঠ কর্মী।
আল্লাহ এই আওয়ামী নামের গজব থেকে আমাদের রক্ষা করুন।
বদলা চাই।
আর কোন কথা নাই।
মন্তব্য করতে লগইন করুন