মওদূদীবাদ কি?
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১২ মে, ২০১৪, ০৫:৪৭:০৩ বিকাল
কওমি ধারার আলেমদের সাথে জামায়াতের বিরোধ কোথায়?মওদূদীবাদ বলে কোন মতবাদের বাস্তবিক কোন অস্তিত্ব নেই।মাওলানা সাইয়েদ আবুল আ'লা মওদূদী নামে একজন ইসলামী স্কলার ছিলেন। তিনি ইসলামের বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করেছেন, লিখেছেন। তিনি একটি সংগঠনও প্রতিষ্ঠা করেছিলেন। তার কাজকে যারা পছন্দ করেনি তারাই বিদ্বেষবশত 'মওদূদীবাদ' শব্দটির প্রচার ও প্রসার করেছেন। কিন্তু বাস্তবে মাওলানা মওদূদী স্বতন্ত্র কোন মতবাদ প্রচার করেননি বরং ইসলামকেই জানা ও মানার উপর গুরুত্ব আরোপ করেছেন। কওমি ধারার আলেমদের সাথে জামায়াতের বিরোধ কোথায়? কওমী ধারার আলেমদের সাথে জামায়াতের কোন বিরোধ আছে বলে জামায়াত মনে করে না। তবে জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদূদীর চিন্তাধারা ও লেখালেখির কোন কোন বিষয়ে কওমী ধারার অনেক আলেমের দ্বিমত রয়েছে। সে দ্বিমত থাকাটাকেই জামায়াত স্বাভাবিক মনে করে। তবে মনে রাখতে হবে, মাওলানা মওদূদী জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হলেও তিনি নিজের মতামতকে জামায়াতের উপর চাপিয়ে যাননি। তার চিন্তাধারাকে জামায়াত নিজেদের জন্য বাধ্যতামূলক মনে করেনা। ইসলামের গভীর জ্ঞান অর্জনের জন্য অন্যান্য ইসলামী স্কলারদের বইয়ের মত তার লেখাগুলোকেও জামায়াত সহায়ক হিসেবে গ্রহণ করেছে মাত্র।
সুতরাং কওমী ধারার আলেমদের সাথে ব্যক্তি মাওলানা মওদূদীর চিন্তাধারার কোথাও কোথাও দ্বিমত থাকলেও সংগঠন জামায়াতের সাথে কোন বিরোধ আছে বলে জামায়াত মনে করেনা। বস্তুত, প্রতিটি সংগঠনের কাজের কিছু স্বতন্ত্র ধারা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু উদ্দেশ্যের দিক থেকে বাংলাদেশের সবুজ জনপদের মানুষদেরকে মানুষের গোলামী থেকে উদ্ধার করে এক আল্লাহর গোলামীর দিকে আহ্বান জানানো এবং জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের কল্যাণময় শাশ্বত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করার ক্ষেত্রে জামায়াত ও কওমী ধারার আলেমগণ এক ও অভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করছে বলেই জামায়াত মনে করেন।
(সংগৃহীত)
বিষয়: বিবিধ
১৭৮৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামাত ইসলামী ও মওদূদীবাদ
https://www.facebook.com/media/set/?set=a.868151023215000.1073741859.100000603328604&type=1
https://www.facebook.com/media/set/?set=a.868151023215000.1073741859.100000603328604&type=1
মন্তব্য করতে লগইন করুন