আজ সেই ভয়াল ৫মে ( এক্সক্লুসিভ ছবির ব্লগ)
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৫ মে, ২০১৪, ০৯:৫৯:৫০ সকাল
৫ ই মে..... ২৫ ই মার্চ কাল রাত দেখিনি, কিন্তু "শাপলা চত্বর" এ নিরীহ আলেম উলামাদের গণহত্যা দেখেছি,রক্ত দেখেছি,কান্না দেখেছি। ১৯৭১ সালের ২৫ মার্চ পাক-বাহিনীর হাতে ঢাকায় গণহত্যার কোন খবর আমরা স্বচক্ষে দেখিনি। সেদিন কারো কান্না দেখিনি,রক্ত দেখিনি,তবু ও তা বিশ্বাস করি। কিন্তু ঐ রাতের পর এ ধরণের ঘটনা ঘটলো মতুঝিলে। গভীর রাতে বন্দুকের নল গর্জে উঠায় শাপলা চত্বরে অবস্থান নেওয়া হাজার হাজার হেফাজতকর্মী ছুটা-ছুটি ও মাটিতে লুটিয়ে পড়েন। গভীর রাতে আলেমদের রক্তে ভেসে যায় শাপলা চত্বর। কালো পিচ ঢালা রাজ পথে পানির মত গড়াতে থাকে নবী(সা) প্রেমিকদের তাজা রক্তের ধারা। গভীর রাতে সরকারের নির্দেশে বিজিব-র্যাব-পুলিশ হত্যাকান্ড চালিয়েছে নিরস্ত্র আলেমদের উপর। জানিনা আমাদের ঈমানের হালত আসলে কি? কিন্তু আলেম-ওলামাদের এই পবিত্র রক্তের বদলার কথা আমরা ভুলে গেলে ও প্রকৃত মুসলমানরা কোনদিন ভুলবেনা। ইনশা'আল্লাহ সময় হলে সেই বীর কেশরী মুসলমান এই জুলুমের শতভাগ হিসাব নিবেন।এটাই ইসলামের ইতিহাস।
বিষয়: বিবিধ
২৫৪৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছাত্ররা এসবের মাঝে নেই, দ্বীনের প্রতি তাদের আন্তরিকতা গভীর, তারা চায় দেশে ভাল মানুষের শাসন চলুক, পৌত্তলিক ভারতের আজ্ঞাবহ দাশের হাতে যেন দেশ শাসিত না হয়। তারা সুযোগ পেলে আবারো ঝাঁপিয়ে পড়বে।
এসব ছাত্ররা সরকারের কর্মকান্ডকে যত না ভয় পায়, তার চেয়ে বেশী পিছনে নিয়ে যায়, বৃদ্ধ হুজুর গুলো। তারা চায় ঝামেলায় না গিয়ে, কোন মতে বেতন তুলে দিন গুজরান করা। আওয়ামীলীগ সেই সুযোগকেই কাজে লাগিয়েছে। এসব বুড়ো হুজুরেরা না মরা পর্যন্ত এক শ্রেনির মানুষ মুক্তি পাবেনা। সেই সাথে আমাদের দেশের বুড়ো রাজনীতিবিধ যারা মু্ক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে তাদের ও মরতে হবে। তখন নতুন প্রজন্ম সঠিক ভাবে নিজেদের মত ভাবতে পারবে।
তাহাদের চালিয়েছে গুলি,
করেছো নিদারুণ তামাশা,
খেলেছো রক্তের হোলি।
এই দিনতো শেষ নয়,
আসিবে দিন ফিরে।
সেইদিনের করছো কি ভয়?
পালাবে তখন কোন নীড়ে?[/url]
আর এই ভাইদের জন্য টিপু সুলতানের সেই উক্তিই প্রযোজ্য।
শৃগালের ন্যায় সহস্র বৎসরের জিন্দেগির চাইতে সিংহের ন্যায় একদিন বেঁচে থাকা উত্তম।
আল্লাহ সকল শহীদকে কবুল করুন। .. আমিন
মন্তব্য করতে লগইন করুন