এক ফিলিস্তিনি বন্ধুর বার্তা!!!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ৩০ এপ্রিল, ২০১৪, ০৬:১৪:২৪ সন্ধ্যা
আমার এক বন্ধু ছিল। সে ছিল ফিলিস্তিনের গাজার অধিবাসী। থাকত দুবাইয়ে। প্রায় সময় তার সাথে চ্যাটে আলাপ হতো। কয়েক মাস হল সে ফেবু ত্যাগ করেছে। গেল বছর সে একদিন আমার কাছে একটি মেসেজ পাঠাল। এক বছর পর সেদিন হঠাৎ নিজের পুরাতন লেখায় তার মেসেজ নজরে পড়ল--
'আমি যখন খুব ছোট্ট ছিলাম , তখন
জুম'আর খতিব দুআয় বলতেন –
হে আল্লাহ , তুমি বসনিয়া ও
ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য
করো !
যখন একটু বড় হলাম , তখন জুম'আর খতিব
দুআয় বলতেন – হে আল্লাহ ,
তুমি বসনিয়া , ফিলিস্তিন ও
আফগানিস্তানের মুসলমানদের
সাহায্য করো !
যখন আরেকটু বড় হলাম , তখন জুম'আর
খতিব দুআয় বলতেন – হে আল্লাহ ,
তুমি ফিলিস্তিন , চেচনিয়া ও
আফগানিস্তানের মুসলমানদের
সাহায্য করো !
যখন আরেকটু বড় হলাম , তখন জুম'আর খতিব
দুআয় বলতেন – হে আল্লাহ ,
তুমি ফিলিস্তিন ,
চেচনিয়া ,সোমালিয়া ও
আফগানিস্তানের মুসলমানদের
সাহায্য করো !
যখন আরেকটু বড় হলাম , তখন জুম'আর খতিব
দুআয় বলতেন – হে আল্লাহ ,
তুমি ফিলিস্তিন , চেচনিয়া , ইরাক ,
সোমালিয়া ও আফগানিস্তানের
মুসলমানদের সাহায্য করো !
যখন আরেকটু বড় হলাম তখন জুম'আর
খতিব দুআয় বলতেন – হে আল্লাহ ,
তুমি ফিলিস্তিন , চেচনিয়া ,
বার্মা , সিরিয়া , ইরাক ও
আফগানিস্তানের মুসলমানদের
সাহায্য করো !
আর আজ(গত বছর) তিনি দুআয় বলছেন –
হে আল্লাহ , তুমি ফিলিস্তিন ,
চেচনিয়া , বার্মা , সোমালিয়া ,
সিরিয়া , ইরাক ও আফগানিস্তানের
মুসলমানদের সাহায্য করো ...'
••
••
••
••
আর এখন(এক বছর পর বর্তমানে) আমরা বলছি, হে আল্লাহ ,
তুমি মিশর , বাংলাদেশ ,
ফিলিস্তিন , চেচনিয়া , বার্মা ,
সোমালিয়া , সিরিয়া , ইয়েমেন, ভারত, ইরাক ও
আফগানিস্তানের মুসলমানদের
সাহায্য করো...
…এভাবে আর কতোদিন কত
মুসলিমদেশকে যোগ করব ...
collected
বিষয়: বিবিধ
১৩৭৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন