এক ফিলিস্তিনি বন্ধুর বার্তা!!!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ৩০ এপ্রিল, ২০১৪, ০৬:১৪:২৪ সন্ধ্যা



আমার এক বন্ধু ছিল। সে ছিল ফিলিস্তিনের গাজার অধিবাসী। থাকত দুবাইয়ে। প্রায় সময় তার সাথে চ্যাটে আলাপ হতো। কয়েক মাস হল সে ফেবু ত্যাগ করেছে। গেল বছর সে একদিন আমার কাছে একটি মেসেজ পাঠাল। এক বছর পর সেদিন হঠাৎ নিজের পুরাতন লেখায় তার মেসেজ নজরে পড়ল--

'আমি যখন খুব ছোট্ট ছিলাম , তখন

জুম'আর খতিব দুআয় বলতেন –

হে আল্লাহ , তুমি বসনিয়া ও

ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য

করো !

যখন একটু বড় হলাম , তখন জুম'আর খতিব

দুআয় বলতেন – হে আল্লাহ ,

তুমি বসনিয়া , ফিলিস্তিন ও

আফগানিস্তানের মুসলমানদের

সাহায্য করো !

যখন আরেকটু বড় হলাম , তখন জুম'আর

খতিব দুআয় বলতেন – হে আল্লাহ ,

তুমি ফিলিস্তিন , চেচনিয়া ও

আফগানিস্তানের মুসলমানদের

সাহায্য করো !

যখন আরেকটু বড় হলাম , তখন জুম'আর খতিব

দুআয় বলতেন – হে আল্লাহ ,

তুমি ফিলিস্তিন ,

চেচনিয়া ,সোমালিয়া ও

আফগানিস্তানের মুসলমানদের

সাহায্য করো !

যখন আরেকটু বড় হলাম , তখন জুম'আর খতিব

দুআয় বলতেন – হে আল্লাহ ,

তুমি ফিলিস্তিন , চেচনিয়া , ইরাক ,

সোমালিয়া ও আফগানিস্তানের

মুসলমানদের সাহায্য করো !

যখন আরেকটু বড় হলাম তখন জুম'আর

খতিব দুআয় বলতেন – হে আল্লাহ ,

তুমি ফিলিস্তিন , চেচনিয়া ,

বার্মা , সিরিয়া , ইরাক ও

আফগানিস্তানের মুসলমানদের

সাহায্য করো !

আর আজ(গত বছর) তিনি দুআয় বলছেন –

হে আল্লাহ , তুমি ফিলিস্তিন ,

চেচনিয়া , বার্মা , সোমালিয়া ,

সিরিয়া , ইরাক ও আফগানিস্তানের

মুসলমানদের সাহায্য করো ...'

••

••

••

••

আর এখন(এক বছর পর বর্তমানে) আমরা বলছি, হে আল্লাহ ,

তুমি মিশর , বাংলাদেশ ,

ফিলিস্তিন , চেচনিয়া , বার্মা ,

সোমালিয়া , সিরিয়া , ইয়েমেন, ভারত, ইরাক ও

আফগানিস্তানের মুসলমানদের

সাহায্য করো...

…এভাবে আর কতোদিন কত

মুসলিমদেশকে যোগ করব ...

collected

বিষয়: বিবিধ

১৩৭৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215513
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
০১ মে ২০১৪ সকাল ১১:১৫
164082
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
215545
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
নোমান২৯ লিখেছেন : এখন থেকে সিএআর(মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র),নাইজেরিয়াসহ আরো কয়েকটি এই মুনাজাতে যোগ করতে পারি । হে আল্লাহ তুমি এই তালিকায় আর কোন দেশকে যোগ করো না । আমীন । ধন্যবাদ ভাইয়া । সুন্দর পোস্টির জন্য । Good Luck Good LuckGood Luck
০১ মে ২০১৪ সকাল ১১:১৫
164083
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
215602
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৮
ইকুইকবাল লিখেছেন : মুসলীম জাতি নির্যাতিতের জাতি
০১ মে ২০১৪ সকাল ১১:১৫
164084
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঠিক বলেছেন।
215628
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:০৫
egypt12 লিখেছেন : আমাদের মাঝে ঐক্য নেই তাই সামনে সব দেশের নাম বললেও অবাক হবেন না :(
০১ মে ২০১৪ সকাল ১১:১৫
164085
বাংলার দামাল সন্তান লিখেছেন : সহমত
215641
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা শুধু সাহাজ্য চেয়ে যাচ্ছি নিজেরা প্রতিরোধ করছিনা।
০১ মে ২০১৪ সকাল ১১:১৬
164086
বাংলার দামাল সন্তান লিখেছেন : সহমত
215720
০১ মে ২০১৪ রাত ০৪:০৮
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যিই বড় কষ্টের।
০১ মে ২০১৪ সকাল ১১:১৬
164087
বাংলার দামাল সন্তান লিখেছেন : কিছুই করার নাই।
215830
০১ মে ২০১৪ সকাল ১০:৪৭
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এই তালিকা দিনে দিনে আরো দীর্ঘায়িত হবে যতদিন না আমরা নামে মুসলিম না হয়ে কাজে মুসলিম হতে শিখব।
০১ মে ২০১৪ সকাল ১১:১৬
164088
বাংলার দামাল সন্তান লিখেছেন : সেটাই দেখার বিষয়।
217457
০৪ মে ২০১৪ রাত ০৮:৩৩
সাগর কন্যা লিখেছেন : যতদিন এই পৃথীবিতে মুসলিম জাতি জীবিত থাকবে ততদিন পযর্ন্ত তাদের জন্য দুআ করতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File