ট্রাইব্যুনালের বিচারকদের ঊদ্দেশ্যে "আল্লামা সাঈদীর " যুগান্তকারী ও সাহসী বক্তব্য।

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৯ এপ্রিল, ২০১৪, ০২:৩০:২৪ দুপুর



মাননীয় আদালত,

আমি দেলাওয়ার হোসাইন সাঈদী, ৫৬ হাজার বর্গমাইলের এ বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলার আপামর জনগণের অতি পরিচিত দেলাওয়ার হোসাইন সাঈদী। আল্লাহ সাক্ষী তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দীনের রচিত দেলোয়ার শিকদার বর্তমান সাঈদী বা দেলোয়ার শিকদার ওরফে দেলু ওরফে দেইল্যা রাজাকার আমি নই। গণতন্ত্রের লেবাসধারী বর্তমান আওয়ামী সরকার রাজনৈতিক প্রতিহিংসাবশত যুদ্ধাপরাধের দায় চাপানোর মিশন নিয়ে হেলাল উদ্দিনকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। মিথ্যাচার প্রতিষ্ঠায় স্বনাম খ্যাত হেলাল উদ্দীন আমার বিরুদ্ধে ২০টি জঘন্য মিথ্যা অভিযোগ এনে সরকারি ও দলীয় আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে, আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য, আমার নাম বিকৃত করেছে। আমার পারিবারিক পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, ছাত্রজীবন থেকে শুরু করে লুটেরা, খুনি, ধর্ষক, নারী সরবরাহকারী, অগ্নিসংযোগকারী পাকবাহিনীর দোসর, দুর্ধর্ষ রাজাকার, এক কথায় এইতদন্ত কর্মকর্তা মনের মাধুরী মিশিয়ে ৪ হাজার পৃষ্ঠার নাটক রচনা করেছেন আমার বিরুদ্ধে। কোনো মুসলমানের কলিজায় সর্বশক্তিমান আল্লাহর উপর বিন্দু পরিমাণ বিশ্বাস থাকলে, মৃত্যুর ভয় থাকলে, পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় থাকলে, জাহান্নামের কঠিন শাস্তির ভয় থাকলে অন্য কোনো মুসলমানের বিরুদ্ধে শুধু আদর্শিক ও রাজনৈতিক শত্রুতার কারণে এতো জঘন্য মিথ্যাচার করা আদৌ সম্ভব হতো না। মাননীয় আদালত, আজকের এই বিচার প্রক্রিয়া নিঃসন্দেহে দুটি পর্বে শেষ হবে। একটি এই জাগতিক আদালতে আর অপরটি আখেরাতের আদালতে। আজ আমি এই আদালতের অসহায় এক নির্দোষ আসামি, আর আপনারা বিচারক। রাজনৈতিক প্রতিহিংসা পূরণে, ক্ষমতার জোরে আমার প্রতি যদি জুলুম করা হয়, তাহলে আজকের দুর্দান্ত প্রতাপশালী ব্যক্তিবর্গ, যারা একজন নির্দোষ ব্যক্তিকে আদর্শিক কারণে প্রতিহিংসাপরায়ণ হয়ে আমার প্রতি জুলুমের প্রয়াস পাচ্ছেন, তারা দ্বিতীয় পর্বের বিচারের দিন, কিয়ামতের দিন তারা নিঃসন্দেহে আসামি হবে। সেদিন আমি হবো বাদী আর সর্বশক্তিমান, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, আকাশ ও জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্রঅধিপতি, সকল বিচারের মহাবিচারপতি আল্লাহ রাব্বুল আলামীন, তিনিই হবেন সেদিনের আমার দায়ের করা মামলার বিচার প্রক্রিয়ার বিচারক।সুরা আত ত্বীনের ৮নং আয়াতে আল্লাহতায়াল বলেছেন, ‘আল্লাহতায়ালা কি সকল বিচারকের তুলনায় শ্রেষ্ঠ বিচারক নন?’ সূরা দোখানের ১৬নং আয়াতে আল্লাহতায়ালা বলেন, “একদিন আমি এদেরকে অবশ্যই কঠোরভাবে পাকড়াও করব এবং নিশ্চয়ই প্রতিশোধ নেবই।” মাননীয় আদালত, আপনাদের এই আদালতে বসে যাঁর হাতের মুঠোয় আমাদের সকলের জীবন, সেই মহাশক্তিধর আল্লাহতায়ালার নামে শপথ করছি। তাঁর পবিত্র কোরআন স্পর্শ করে কসম করে বলছি, আমার নামে আপনাদের এআদালতে যতগুলো অভিযোগ আনা হয়েছে তার হাজার কোটি মাইলের মধ্যে আমার অবস্থান ছিল না। উত্থাপিত অভিযোগের একটি বর্ণনাও সত্যনয়। আল্লাহর কসম! সব ঘটনা বা দুর্ঘটনার সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম যোগ করা হয়েছে। এ সকল অভিযোগের সাথে আমার দূরতম সম্পর্ক নেই।

মাননীয় আদালত,

আমি আশা করি সকল প্রকাররাগ-অনুরাগ ও সকল প্রকারের চাপ ও আদেশ-নির্দেশের ঊর্ধ্বে উঠে সত্য ও মিথ্যা সার্বিকভাবে বিবেচনায় নিয়ে, সকল প্রকার প্রভাব মুক্ত হয়ে, শুধুমাত্রমহান আল্লাহকে ভয় করে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার লক্ষ্যে, আমার প্রতি জুলুম না করে ন্যায়বিচার করবেন। মহান আল্লাহ আপনাদের সে তওফিক দান করুন। সুতরাং, আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পূরণে যিনি যতটা ষড়যন্ত্র করে, জঘন্য থেকে জঘন্যতর মিথ্যা মামলা দিয়ে,মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা সাক্ষীর প্রশিক্ষণ দিয়ে আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছেন, দেশ-বিদেশে অসংখ্য অগণিত মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছানোর ক্ষেত্রে আমাকে বঞ্চিত করেছেন, আমার প্রিয়জনদের কাঁদাচ্ছেন, কলঙ্কের তিলক পরিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন,আমি দোয়া করি আল্লাহ তাদের হেদায়াত করুন। আর হেদায়াত যদি তাদের নসিবে না থাকে তাহলে আমার এবং আমার প্রিয়জন, আমার কলিজারটুকরা সন্তান, বিশ্বব্যাপী আমার ভক্ত- অনুরক্তদের যত চোখেরপানি ফেলানো হয়েছে তাদের সকলের প্রতিফোটা চোখের পানি অভিশাপের বহ্নিশিখা হয়ে আমার থেকে শতগুণ যন্ত্রণা ভোগের আগে, কষ্ট ভোগের আগে আল্লাহতায়ালা যেন তাদের মৃত্যু না দেন। মিথ্যাবাদী ও জালিমদের উপর আল্লাহর অভিশাপ অযুত ধারায় বর্ষিত হোক। আর জাহান্নাম যেন হয় এদের চিরস্থায়ী ঠিকানা

বিষয়: বিবিধ

১৭২৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210043
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৬
egypt12 লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌
২০ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৫
158915
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহর কাছে মজলুমের জন্য দোয়া করুন।
210066
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আমীন।
২০ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৫
158916
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহর কাছে মজলুমের জন্য দোয়া করুন।
210077
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ‌আল্লামা সাঈদী যদি নির্দোষ হন তবে আল্লাহ যেন তাকে ফাঁসির পরে বেহেশত নসিব করেন। হার্ট এটাকে ছেলে মরেছে সো তিনিও তো মরতে পারতেন।
২০ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৬
158917
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহর কাছে মজলুমের জন্য দোয়া করুন।
210117
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৩
আল সাঈদ লিখেছেন : amin
২০ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৬
158918
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহর কাছে মজলুমের জন্য দোয়া করুন।
210136
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সত্যের জয় হবে ইনশা আল্লাহ ,,আল্লাহ যাহা ভালো মনে করেন তা হবে। তবে অন্যায় দেশের তুহিদী জনতা মানতে যাবে কেন ?
২০ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৬
158919
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহর কাছে মজলুমের জন্য দোয়া করুন।
210257
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিঃশর্ত মুক্তি চাই।
২০ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৬
158920
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহর কাছে মজলুমের জন্য দোয়া করুন।
210408
২০ এপ্রিল ২০১৪ রাত ১২:৪০
অজানা পথিক লিখেছেন : নারায়ে তাকবীর
২০ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৬
158921
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহর কাছে মজলুমের জন্য দোয়া করুন।
217462
০৪ মে ২০১৪ রাত ০৮:৪৩
সাগর কন্যা লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File