এবার মন্দিরে আগুন দিলেন আওয়ামী লীগ নেতা।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৮ এপ্রিল, ২০১৪, ১২:২৭:২৪ দুপুর
এবার লালমনিরহাটে রাধা গোবিন্দ দূর্গা মন্দির পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। মন্দির পোড়ানোরা অভিযোগে গতকাল আদিতমারী থানায় মামলা হয়েছে। আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের ভোলার দীঘি গ্রামে গতকাল রাতে এ ঘটনা ঘটে।
মন্দিরের পুরোহিত আন্দারু বর্মন জানান, রাত ৩টায় মন্দিরে পেট্রোল ঢেলে আগুন দিলে মূহুর্তে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাড়ী আসার আগেই আশে পাশের লোকজন আগুন নেভায়। আগুনে মন্দিরের দরজা, চারদিকে ঘেরা টিনের বেড়া ও টিনের ঘরের চালের একাংশ পুড়ে যায়।
গতকাল দুপুরে মন্দিরের পুরোহিত আন্দারু বর্মন বাদী হয়ে সারপুকুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান (৩৫) ও শাহজামাল মিয়াসহ অজ্ঞাত ১৫জনের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করেন।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, শাহজাহান বুধবার রাত ১০.৩০টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মন্দিরের পুরোহিতকে লাঞ্চিত করেন। এ সময় তিনি ও তার লোকজন হিন্দুদের গ্রাম ছাড়া করার হুমকি দেন। তবে আওয়ামী লীগ নেতা শাহজাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনা সাজানো বলে দাবী করেন। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগানোর আলামত হিসেবে পেট্রলের বোতল উদ্ধার করা হয়েছে। মামলা হয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তথ্যসূত্র : দৈনিক বাংলাদেশ প্রতিদিন- ১৮ এপ্রিল ২০১৪, ১১পৃষ্ঠার ২এর কলাম-Click this link
বিষয়: বিবিধ
১৩৪৩ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উপরে উপরে মায়া কান্না দেথালেও আসলে সংখ্যালঘুদের সম্পদ, মন্দীর ও পার্থনালয় যুগে যুগে অন্যের ঘারে দোষ চাপানোর জন্য আওয়ামীলীগের লোকেরাই করেছে।
ধরা পড়লে পাগল বা দলের পরিচয় গোপন। তাদের পুরানো অভ্যা কীভাবে ছাড়বে?
তাদের বাবা-বোন-ভাই ও দলের ঐতিহ্যের ব্যাপার!
আহারে ঐ এলাকায় মনে হয় জামায়াতের কাউকে আশেপাশে পায়নি BALএর মিডিয়া,
নাহলে জামায়াত করেছে বলে চালিয়ে দেয়া যেত!
নাহলে জামায়াত করেছে বলে চালিয়ে দেয়া যেত!
মন্তব্য করতে লগইন করুন