রাজধানীতে সমকামীদের প্রথম প্রকাশ্য র্যালি!!!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৫ এপ্রিল, ২০১৪, ০৪:১৮:১৩ বিকাল
বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাজধানীতে প্রথম প্রকাশ্যে র্যালি করেছে সমকামীদের একটি দল, যারা ইতোপূর্বে 'রুপবান' নামে সমকামীদের একটি পত্রিকা বের করে আলোচনায় আসে। ফেসবুকে 'রুপবান' নামে সমকামীদের গ্রুপ
সোমবার রাজধানীর শাহবাগে সকাল ৯.৩০ এর দিকে মঙ্গল শোভাযাত্রার পরে পরেই এই র্যালি বের করে ওই দল। সমকামীদের প্রতীক হিসেবে পরিচিত রংধনুর সাত রঙ এর সাথে মিল রেখে র্যালিটি শাহবাগ থেকে রুপসি বাংলা (সাবেক শেরাটন) হোটেল পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে আসে। র্যালিতে সাতটি লাইনে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল রঙের পাঞ্জাবি পরিহিত সমকামীরা কাগজের ফুল, পাখি আর বেলুন। র্যালি শেষে তারা হাতের বেলুন আকাশে উড়িয়ে দেয়। ভিন্ন আয়োজনের ওই র্যালিটি উপস্থিত জনসাধারণের মধ্যে আগ্রহের সৃষ্ঠি করে। ফেসবুকে 'রুপবান' নামে সমকামীদের গ্রুপে বিষয়টি নিয়ে বেশ উচ্ছাস লক্ষ্য করা গেছে। তারা ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোর আদলে 'গে প্রাইড প্যারেড' এর আয়োজন করার চিন্তা করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে সমকামীদের প্রথম পত্রিকা 'রুপবান' প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে প্রচলিত গণমাধ্যমসহ সামাজিক গণমাধ্যমে ব্যাপক আগ্রহ, আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছিল।
Click this link
বাংলাদেশে সমকামীদের জন্য প্রথম ম্যাগাজিন প্রকাশিত ! -
বাংলাদেশের "গে কমিউনিটি" প্রথম বারের মত একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। ম্যাগাজিনটির প্রকাশকের মতে তাদের ম্যাগাজিন প্রকাশ করার মূল উদ্দ্যেশ্য হলো নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশের মত রক্ষনশীল মুসলিম দেশে সমকামীদেরকে গ্রহণ করা ও বৈষম্য দূর করার লক্ষ্যেই ম্যাগাজিনটি প্রকাশিত হয়েছে বলে গত রবিবার প্রকাশক জানিয়েছেন। ৫৬ পৃষ্ঠার এই ম্যাগাজিনের কাগজ গুলো বেশ চকচকে। ম্যাগাজিনের নাম দেয়া হয়েছে ‘রূপবান’। নামটি নেয়া হয়েছে বাংলা একটি রূপকথার গল্প থেকে যেখানে রুপবান নামের একটি সুন্দরী মেয়েকে একটি বাচ্চা ছেলের সাথে বিয়ে দেয়া হয়েছিলো। গত শনিবার রাতে রাজধানী ঢাকায় ‘রূপবান’ ম্যাগাজিনটি আনুষ্টানিক ভাবে প্রকাশ করা হয়। ম্যাগাজিনটির প্রকাশনা অনুষ্ঠানে দাওয়াত প্রাপ্তরা ছিলেন গে কমিউনিটির উচ্চ পদস্থ সদস্যরা এবং মানবাধিকার কর্মীরা।
‘রূপবান’ এর প্রকাশক রাসেল আহমেদ AFP কে জানিয়েছেন যে গে, লেসবিয়ান ও বাই সেক্সুয়াল ও ট্রান্সজেন্ডারদের জন্য একটি বড় ধাপ। তিনি আশা করেন যে এই ম্যাগাজিনের মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়বে এবং মানুষ গে ও লেসবিয়ানদের প্রতি আরো বেশি সহনশীল আচরণ করবে। তিনি আরো বলেন যে ম্যাগাজিনে গে-দের উপর বিভিন্ন বিষয়ের প্রভাবের বিষয়টি উল্ল্যেখ করা হবে। তবে তাদের মানসিক অবস্থাটা বুঝতে সুবিধা হবে অন্যদের।
বাংলাদেশে একই লিঙ্গের মধ্যে শারীরিক সম্পর্ক একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এক্ষেত্রে আজীবন কারাদন্ডও হতে পারে। তাই বাংলাদেশে গে ও লেসবিয়ানরা নানান ধরণের বৈষম্যের স্বীকার হয় এবং অনেক অধিকার থেকে বঞ্চিত হয়।
৯০ভাগ রক্ষনশীল মুসলিমদের এই দেশে বিপুল সংখ্যক গে ও লেসবিয়ানরা নিজেদের সেক্সুয়াল আইন্ডেনটিটি গোপন করে এবং লোকলজ্জার ভয়ে দ্বিমুখী ব্যক্তিত্ব নিয়ে জীবনযাপন করে।
আহমেদ জানিয়েছেন তার পরিকল্পনা হলো এই ম্যাগাজিনটিকে ত্রৈমাসিক করার পরিকল্পনা করছেন প্রকাশক রাসেল আহমেদ। তবে সমাজের বিভিন্ন বাঁধা বিপত্তির কারণে ম্যাগাজিনের দোকানে বিক্রি করা হবে না ম্যাগাজিনটি। তবে ফোনে অর্ডারের মাধ্যমে সংগ্রহ করা যাবে এই ম্যাগাজিনের কপি।Click this link
বিষয়: বিবিধ
৩৮৬২ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাস্তিকদের মত প্রকাশের সুযোগ করে দেয়।
পতিতারা পতিতাবৃত্তিকে সম্মানজনক সেবা হিসেবে প্রতিষ্টা চায়।
সমকামীরা র্যালী করার সুযোগ পায়।
যা সম্পুর্ণভাবে ইসলাম বিরোধী।
এরপরও শেখ হাসিনা যদি বলে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি।
৫ ওয়াক্ত নামাজ পড়া দাবী করার আর উপরের বিষয়গুলোকে পৃষ্টপোষকতা দেয়ার পর শেখ হাসিনা সম্পর্কে বাংলার মুসলমানদের অভিমত কি হওয়া উচিত?
তারপরের উনার আত্মীয়তা হলো খ্রিষ্টান্দের সাথে এসব বিষয় বিবেচনা করলে উনি কোন ধর্মের মানুষ এটা সাধারন মানুষের অবচেতন মনে প্রশ্ন জাগে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ঙ্কর দুর্দিন।
এই লজ্জ্বা রাখি কোথায়??
নাস্তিকদের মত প্রকাশের সুযোগ করে দেয়।
পতিতারা পতিতাবৃত্তিকে সম্মানজনক সেবা হিসেবে প্রতিষ্টা চায়।
সমকামীরা র্যালী করার সুযোগ পায়।
যা সম্পুর্ণভাবে ইসলাম বিরোধী।
এরপরও শেখ হাসিনা যদি বলে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি।
৫ ওয়াক্ত নামাজ পড়া দাবী করার আর উপরের বিষয়গুলোকে পৃষ্টপোষকতা দেয়ার পর শেখ হাসিনা সম্পর্কে বাংলার মুসলমানদের অভিমত কি হওয়া উচিত?
তারপরের উনার আত্মীয়তা হলো খ্রিষ্টান্দের সাথে এসব বিষয় বিবেচনা করলে উনি কোন ধর্মের মানুষ এটা সাধারন মানুষের অবচেতন মনে প্রশ্ন জাগে।
মন্তব্য করতে লগইন করুন