”আমি যদি বসে পড়ি তাহলে দাড়িঁয়ে থাকবে কে?”
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৪ মার্চ, ২০১৪, ০২:৫৫:২৭ দুপুর
ইসলামী অন্দোলনের চরম বিপদের সময়ে সাইয়্যেদ আবুল আলা মওদূদী(রহঃ) এর চমৎকার উক্তিঃ- ”আমি যদি বসে পড়ি তাহলে দাড়িঁয়ে থাকবে কে?”
১৯৬৩ সালের অক্টোবর মাসে নিখিল পাকিস্থান জামায়াতে ইসলামীর একটি সম্মেলন লাহোরে অনুষ্ঠিত হয়। সম্মেলন যাতে না হতে পারে সেজন্য সরকার অনুমতি দিতে অস্বীকার করে। পরে সারা পাকিস্থান মাইক ব্যবহার নিষিদ্ধ করে। সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা করবেন মাওলানা মওদূদী। বিনা মাইকে দশ বারো হাজার লোকের সম্মেলন শুরু হয়। মাওলানা তারঁ বক্তৃতা ছাপিয়ে এনেছিলেন। তারঁ নির্দেশ হলো, তিনি যখন মঞ্চ থেকে তাঁর বক্তৃতা শুরু করবেন, টিক সে সময়ে কিছু কর্মী শ্রোতাদের মধ্যে পনেরো-বিশ হাত পর পর একটি টেবিলের উপর দাঁড়িয়ে ছাপারো বক্তৃতা উচ্চস্বরে পড়তে থাকবেন। তাহলে বিনা মাইকে এবই সময়ে সকলকে বক্তৃতা শুনানো সম্ভব হবে। সভার কাজ শুরু হওয়ার মিনিট দশ পর সভার প্যান্ডেলে হঠাৎ কিছু গুন্ডার অনুপ্রবেশ দেখা গেল। মদের নেশায় তারা ছিল উন্মত্ত। তারা সভার শৃঙ্খলা ভঙ্গ করা শুরু করল। হঠাৎ শামিয়ানার বাহিরে হৈ হল্লা ও পিস্তলের গুলির শব্দ শুনা গেল। মওদূদী সাহেবকে লক্ষ্য করেও কয়েকবার গুলি বর্ষিত হল। কিন্তু প্রত্যেকটি গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়। এসময়ে চারদিক থেকে একথা বলতে শুনা যায়- “মাওলানা সাহেব বসে পড়ুন।”বক্তৃতারত মাওলানা মওদূদী সাহেব দাঁড়িয়ে থেকে শান্ত কন্ঠে বল্লেন, ”আমি যদি বসে পড়ি, তাহলে দাঁড়িয়ে থাকবে কে?”ইসলামী আন্দোলনের পরিচালকের যর্থাথ জবাবই বটে। বিপদের চরম মুহূর্তে নেতৃত্বদানকারী যদি বসে পড়েন, পৃষ্ঠপ্রদর্শন করেন, ভগ্নোৎসাহ হয়ে পড়েন, তাহলে সে আন্দোলনের যে অকালমৃত্যু ঘটবে তাতে আর সন্দেহ কি।তাই বিপদের এ মুহূর্তে তিনি ইসলামী আন্দোলনের সুযোগ্য নেতার ভূমিকাই পালন করলেন, নির্ভীকচিত্তে অটল অচল হয়ে দাঁড়িয়ে রইলেন। আদর্শের প্রতি কতখানি নিষ্ঠা তাঁর, খোদার সন্তুষ্ঠির জন্যে জীবন বিসর্জন করার কি মহান প্রস্তুতি!আল্লাহর ইচ্ছার প্রতি কতখানি আত্মসমর্পণ!…একজন যোগ্য নেতা ও দায়িত্বশীলের মনোবল, দৃঢ় অবস্থান, আদর্শ ও দায়িত্ব সচেতনতা কেমন হওয়া দরকার তা আমরা সাইয়্যেদ মওদুদী (র এর এই ঘটনা থেকে শিখে বাস্তব জীবনে অনুসরণ করতে পারি।আল্লাহ তায়ালা ইসলামী আন্দোলনের সকল কর্মীদের প্রকৃত দায়িত্বশীল হবার তউফিক দান করুন, আমিন। -
বিষয়: বিবিধ
১৫৫৬ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাজ্জাকাল্লাহ খায়ের
সাইয়্যেদ আবুল-আলা মওদুদী । দেখুন কত সাধারন একজন মানুষ । আল্লাহর ওলিরা এই ধরনেরই হয় ।
অনেক ধন্যবাদ
আল্লাহর ইচ্ছার প্রতি কতখানি আত্মসমর্পণ!
প্রথমটায় "খোদা" এবং দ্বিতীয়টায় "আল্লাহ"। খোদা কি আল্লাহর নামগুলোর মধ্যে কোথাও আছে? যদি না থাকে তাহলে কেন আমরা তা বলব?
ধন্যবাদ সুন্দর জিনিসটা শেয়ার করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন