”আমি যদি বসে পড়ি তাহলে দাড়িঁয়ে থাকবে কে?”

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৪ মার্চ, ২০১৪, ০২:৫৫:২৭ দুপুর



ইসলামী অন্দোলনের চরম বিপদের সময়ে সাইয়্যেদ আবুল আলা মওদূদী(রহঃ) এর চমৎকার উক্তিঃ- ”আমি যদি বসে পড়ি তাহলে দাড়িঁয়ে থাকবে কে?”

১৯৬৩ সালের অক্টোবর মাসে নিখিল পাকিস্থান জামায়াতে ইসলামীর একটি সম্মেলন লাহোরে অনুষ্ঠিত হয়। সম্মেলন যাতে না হতে পারে সেজন্য সরকার অনুমতি দিতে অস্বীকার করে। পরে সারা পাকিস্থান মাইক ব্যবহার নিষিদ্ধ করে। সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা করবেন মাওলানা মওদূদী। বিনা মাইকে দশ বারো হাজার লোকের সম্মেলন শুরু হয়। মাওলানা তারঁ বক্তৃতা ছাপিয়ে এনেছিলেন। তারঁ নির্দেশ হলো, তিনি যখন মঞ্চ থেকে তাঁর বক্তৃতা শুরু করবেন, টিক সে সময়ে কিছু কর্মী শ্রোতাদের মধ্যে পনেরো-বিশ হাত পর পর একটি টেবিলের উপর দাঁড়িয়ে ছাপারো বক্তৃতা উচ্চস্বরে পড়তে থাকবেন। তাহলে বিনা মাইকে এবই সময়ে সকলকে বক্তৃতা শুনানো সম্ভব হবে। সভার কাজ শুরু হওয়ার মিনিট দশ পর সভার প্যান্ডেলে হঠাৎ কিছু গুন্ডার অনুপ্রবেশ দেখা গেল। মদের নেশায় তারা ছিল উন্মত্ত। তারা সভার শৃঙ্খলা ভঙ্গ করা শুরু করল। হঠাৎ শামিয়ানার বাহিরে হৈ হল্লা ও পিস্তলের গুলির শব্দ শুনা গেল। মওদূদী সাহেবকে লক্ষ্য করেও কয়েকবার গুলি বর্ষিত হল। কিন্তু প্রত্যেকটি গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়। এসময়ে চারদিক থেকে একথা বলতে শুনা যায়- “মাওলানা সাহেব বসে পড়ুন।”বক্তৃতারত মাওলানা মওদূদী সাহেব দাঁড়িয়ে থেকে শান্ত কন্ঠে বল্লেন, ”আমি যদি বসে পড়ি, তাহলে দাঁড়িয়ে থাকবে কে?”ইসলামী আন্দোলনের পরিচালকের যর্থাথ জবাবই বটে। বিপদের চরম মুহূর্তে নেতৃত্বদানকারী যদি বসে পড়েন, পৃষ্ঠপ্রদর্শন করেন, ভগ্নোৎসাহ হয়ে পড়েন, তাহলে সে আন্দোলনের যে অকালমৃত্যু ঘটবে তাতে আর সন্দেহ কি।তাই বিপদের এ মুহূর্তে তিনি ইসলামী আন্দোলনের সুযোগ্য নেতার ভূমিকাই পালন করলেন, নির্ভীকচিত্তে অটল অচল হয়ে দাঁড়িয়ে রইলেন। আদর্শের প্রতি কতখানি নিষ্ঠা তাঁর, খোদার সন্তুষ্ঠির জন্যে জীবন বিসর্জন করার কি মহান প্রস্তুতি!আল্লাহর ইচ্ছার প্রতি কতখানি আত্মসমর্পণ!…একজন যোগ্য নেতা ও দায়িত্বশীলের মনোবল, দৃঢ় অবস্থান, আদর্শ ও দায়িত্ব সচেতনতা কেমন হওয়া দরকার তা আমরা সাইয়্যেদ মওদুদী (রHappy এর এই ঘটনা থেকে শিখে বাস্তব জীবনে অনুসরণ করতে পারি।আল্লাহ তায়ালা ইসলামী আন্দোলনের সকল কর্মীদের প্রকৃত দায়িত্বশীল হবার তউফিক দান করুন, আমিন। -

বিষয়: বিবিধ

১৫৫৬ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197076
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৪
আবু জারীর লিখেছেন : সাইয়্যেদ মোদূদী (রঃ) ছিলেন একজন জিন্দা দিল মুযাহীদ।
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৭
147148
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, ভাইয়া।
197091
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
জেদ্দাবাসী লিখেছেন : ইসলাম পরিপূর্ন জীবন বিধান, এই কথাটা তাহার কাছ থেকেই আমরা প্রথম জানতে পারি ।

যাজ্জাকাল্লাহ খায়ের


সাইয়্যেদ আবুল-আলা মওদুদী । দেখুন কত সাধারন একজন মানুষ । আল্লাহর ওলিরা এই ধরনেরই হয় ।


অনেক ধন্যবাদ
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৭
147170
বাংলার দামাল সন্তান লিখেছেন : বারাকাল্লাহুফি । ভালো থাকুন । আল্লাহ আপনাকে ভালো রাখুক ।
197101
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫০
শফিউর রহমান লিখেছেন : খোদার সন্তুষ্ঠির জন্যে জীবন বিসর্জন করার কি মহান প্রস্তুতি!
আল্লাহর ইচ্ছার প্রতি কতখানি আত্মসমর্পণ!

প্রথমটায় "খোদা" এবং দ্বিতীয়টায় "আল্লাহ"। খোদা কি আল্লাহর নামগুলোর মধ্যে কোথাও আছে? যদি না থাকে তাহলে কেন আমরা তা বলব?

ধন্যবাদ সুন্দর জিনিসটা শেয়ার করার জন্য।
197104
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
197123
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫০
আমি মুসাফির লিখেছেন : সাইয়্যেদ মোদূদী (রঃ)এর চিন্তা চেতনা যে কত গভীর কত সুদুর প্রসারী তার লেখা বই গুলো পড়তে গেলে অনুধাবন করা যায় । এই গুণী মানুষকে ব্লগে আনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:২১
147197
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
197139
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৫
মুক্তির মিছিল লিখেছেন : উনার মত জ্ঞানী লোক সমসাময়িক কালে অনুপস্থিত ছিল (অন্ততপক্ষে আলেম সমাজের মধ্যে)। তাই উনার চিন্তা ধারার সাথে তাল মিলিয়ে চলার জন্য খুব বেশী কাউকে পাননি। যদি পেতেন, তাহলে আজকে পাকিস্থান ও বাংলাদেশে সত্যিকারের ইসলামী জাগরন দেখতে পেতাম। নাস্তিক্যবাদ নির্মুল হয়ে যেত।
197141
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:২১
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
197157
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫২
ইবনে হাসেম লিখেছেন : সাইয়্যেদ মওদূদী, মুর্শিদ মওদূদী, তথা সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী (রহঃ) তাঁর উপযুক্ত ভাষাতেই সেদিন কথা বলেছিলেন, আর সেকারণেই তাঁর প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলনের কর্মীদের মাঝে আত্মত্যাগের জন্য রীতিমত প্রতিযোগিতা চলে। দুঃখ হয়, আমার দেশের দেওবন্দী আলেমরা তাঁকে হৃদয় দিয়ে চিনলো না, বরং পারলে তাঁর ঈমানের উপরও হামলা করে বসে। দেখুন না এই সেদিনও কওমীদের জানের জান মাওঃ সাহেবকে যখন বলা হলো তিনি জামায়াতের ইংগিতে ১৩দফা দাবীতে মাঠে নেমেছেন, তখন এই অশীতিপর বৃদ্ধ আলেম যে জবাবটি দিয়েছিলেন তা এখানে উল্লেখ করতেও আমার গা ঘৃণায় রিণ রিণ করছে। তিনি বলেন: 'আমাকে ঐ অপবাদ দেয়ার চাইতে যদি মৃত্যুদন্ড ও দেয়া হয় তবু তা ভালো'......। হায়রে আলেম নামের ....।
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:০৩
147422
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, পড়ে মন্তব্য করার জন্য শুকরিয়া জা্নাই
197181
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সাইয়্যেদ মোদূদী (রঃ)এক ইতিহাস
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:০৩
147423
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, পড়ে মন্তব্য করার জন্য শুকরিয়া জা্নাই
১০
197207
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
শেখের পোলা লিখেছেন : যুগে যুগে মওদুদীরা আসে বলেই কিছু মুমিন এখনও আছে৷ ধন্যবাদ৷
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:০৩
147424
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, পড়ে মন্তব্য করার জন্য শুকরিয়া জা্নাই
১১
197210
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
শিশির ভেজা ভোর লিখেছেন : মওদুদীরে আমি ঘৃণা করি কারণ আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:০৪
147425
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, পড়ে মন্তব্য করার জন্য শুকরিয়া জা্নাই
১২
197243
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আল্লাহু ইয়ারহামহু ওয়া ইয়াদখালহু ফিল জান্নাহ।
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:০৪
147426
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, পড়ে মন্তব্য করার জন্য শুকরিয়া জা্নাই
১৩
197282
২৪ মার্চ ২০১৪ রাত ০৯:০৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আবু জারীর লিখেছেন : সাইয়্যেদ মোদূদী (রঃ) ছিলেন একজন জিন্দা দিল মুযাহীদ।
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:০৪
147427
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, পড়ে মন্তব্য করার জন্য শুকরিয়া জা্নাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File