আলহামদুল্লিাহ্ মজলুমের বিজয়!!! (চাচ্চু আমার বাবার মুক্তির জন্য একটি ভোট ভিক্ষা দিন)
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৩ মার্চ, ২০১৪, ০৮:১৪:৫৮ রাত
বান্দরবন জেলার নাইক্ষণছড়ি উপজেলা নির্বাচনে জামায়াত
সমর্থীত প্রার্থী তোফায়েল আহমদ ভাই ৬০০০ হাজার ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, আল্ হামদুলিল্লাহ। যিনি বর্তমানে জালিম সরকারের কারাগারে আছেন।
তোফায়েল আহমেদ, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্যাতিত চেয়ারম্যান। আওয়ামী লীগে-ভারতের যৌথ ষড়যন্ত্র রামুর ট্রাজেডির পর পরিকল্পিত ভাবে তাকে জড়ানো হয়, এবং গ্রেফতার করা হয়। মূল উদ্দেশ্য, এই # জামায়াত নেতাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা। তাই তার নির্বাচনের প্রচার কাজ করেছিল তার শিশু কণ্যা তাসফি । মহান আল্লাহ তার এই শিশু কণ্যার শ্রমকে কবুল করেছেন, এবং তার বাবাকে বিজয়ী করেছেন।
‘আঙ্কেল আমার বাবার মুক্তির জন্য একটি ভোট ভিক্ষা দিন’ চাচা আপনার একটি ভোট ভিক্ষা দিন’। ‘মামা দয়া করে একটি ভোট দিন’। ‘আঙ্কেল আমার বাবার মুক্তির জন্য একটি ভোট ভিক্ষা দিন’। ‘চাচা-খালাম্মা # মোটর সাইকেল মার্কায় আমার বাবাকে একটি ভোট দিন’। ইত্যাদি আবেগভরা কথা বলে সাধারন মানুষের কাছে ভোট চেয়ে প্রচারানা চালিয়েছিল চেয়ারম্যান তোফায়েল আহমদের ৮ বছরের মেয়ে তাসফি। কারাবন্দি তোফায়েল তনয়া তাসফি হাতে লিফলেট নিয়ে এভাবে মাঠ-ঘাঠ ও হাট- বাজারে তার বাবার মুক্তির জন্য ভোট খুঁজে ঘুরে বেড়িয়েছে অহর্নিশ।
বিষয়: বিবিধ
১৪৯৭ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাসফি তুমি আমাকে ক্ষমা করে দিও....
মন্তব্য করতে লগইন করুন