১০ মিনিটের সুখের লাইগা, আর মারিশ না আমায়!!!!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২১ মার্চ, ২০১৪, ১০:৫০:৫০ রাত
আমি কেঁদেছিলাম লিখাটা পড়ে......শেয়ার করলাম তরুণ সমাজের সাথে।
কিছুদিন আগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ‘র আইল্যান্ডে কে বা কারা একটি নবজাতকের লাশ ফেলে যায়। সে নবজাতকের লাশকে ঘিরে সেখানে উৎসুক জনতার ভিড় জমে।
এখন এই নবজাতকের লাশটা যদি প্রশ্ন করেঃ~
দশ মাস দশ দিন পরে,...
জন্ম নেবো তোমার ঘরে, মাগো!
কি দোষ আমার, একলা ফেলে...
কোথায় তুমি ভাগো..?!
... বাপের ১০ মিনিটের সুখ,
তোমার ১০ মাসের এক বোঝা,
সস্তা প্রেমের পরিণতি..
এতোটাই কি সোজা..!?
কি পাপ আমার, আমারে ক্যান
জলে ফেল্লি মা?
নর্দমাতে ডুবি আমি, সাতাঁর জানি না..!
নাভিটাও কাটলিনা মা!
তুই যে বড়ই অলস!
"নাড়ি ছেঁড়া ধন" আমি তোর..
ক্যামনে এটা বলোশ..!?
মাগো..!! সমাজ ভয়ে হয়তো আমায়,
রাখলি নিচে নামায়..!!
১০ মিনিটের সুখের লাইগা, আর মারিশ
না আমায়!!!!
তথ্যসুত্রঃ ফেসবুক থেকে সংগ্রহ
বিষয়: বিবিধ
১৫৯০ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা নিজেদের আধুনিক মনে করে। মানুষের ফাঁসির দাবিতে দিন রাত পড়ে থাকতে পারে তারা এই মাসুম সন্তানটির দায়িত্ব স্বিকার করতে পারেনা।
এটাও দেখে আসতে পারেনঃ-
***মানবের ডাস্টবিন***
মন্তব্য করতে লগইন করুন