Rose Rose Roseআজ বিডিটুডে ব্লগে আমার এক বছর পুর্তি Rose Rose Rose

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৭ মার্চ, ২০১৪, ০২:০৭:০৫ দুপুর



দেখতে দেখতে বিডিটুডেইন ব্লগে কেটে গেল পুরো এক বছর। বাংলা ব্লগিং জগতের অন্যতম এই প্ল্যাটফরমে গত বছরের ঠিক এই দিনে শুরু হয়েছিল আমার পথ চলা। তখন আমি ব্লগ কাকে বলে জানতাম না।

শাহবাগের জাগরণ মঞ্চের নাস্তিকদের ইসলামের প্রতি কটুক্তির প্রতিবাদ করতে ব্লগ সম্পর্কে জানতে আগ্রহী হই ব্লগ আসলে কি? খুজতে থাকি গুগল, ফেসবুক, টুইটার ইত্যাদি, এবং পরিচিত ফেসবুক বন্ধুদের মাঝে, হঠাৎ একদিন পেয়ে যাই ফেসবুকে একটা লিঙ্ক এবং তখনি বুঝতে পারি ব্লগিং আসলে কি, এক পর্যায়ে যখন বুঝতে পারি ব্লগিং হচ্ছে এমন একটা প্লাটফর্ম, যেখানে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করা য়ায়।

আমি প্রথমে সামু ব্লগে রেজিস্টেশন করি, এবং লেখা শুরু করি, কিন্তু সামু কর্তৃপক্ষ আমাকে ৭দিন পর্যবেক্ষনের কথা বলে। (আজও আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেয় নাই, মাঝখানে অবশ্য ৫দিনের জন্য আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেয়, পরে আবার বাদ দিয়ে দেয়)

তখন সামুতে প্রথম পাতায় লেখার সুযোগ না পাওয়াতে ফেসবুকের মাধ্যমে বিডিটুডে ব্লগের সন্ধান পাই, এবং সাথে সাথেই রেজিস্টেশন করে পোস্ট করি এবং প্রথম পাতায় সুযোগ পাই।

আমার প্রথম পোস্ট ছিল : কে এই মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ?

পোস্ট করি ২৩ মার্চ, ২০১৩, ০৮:৪৩:১৯ রাত ।

পোস্টটি ৪১০বার পঠিত হয় এবং ৫টি মন্তব্য করা হয়।

প্রথম ৪জন মন্তব্যকারী যথাক্রমে: ১) শফিকুর রহমান ২) পান্থ নজরুল ৩) প্যারিস থেকে আমি ৪) আবরণ

নাস্তিকতার বিরুদ্ধে লেখা দিয়ে আমার ব্লগিং এর শুরু হলেও বর্তমানে আমি নাস্তিকতা ছাড়া যেকোন বিষয়ে লিখতে সাচ্ছন্দ্যবোধ করি।। টুডে ব্লগের কল্যাণে বিগত এক বছরে অনেক অজানা বিষয়ে নিজের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হয়েছে, লেখালেখির বিভিন্ন শাখা -প্রশাখায় পদচারনা ঘটেছে , ভার্চুয়াল পরিচয় হয়েছেএক ঝাঁক গুণী ব্লগারের সাথে । এ সব গুণী ব্লগারদের পোস্ট পড়ে ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি আমি। এ জন্য বিডিটুডে ব্লগ কর্তৃপক্ষকে জানাই আন্তরিক মোবারকবাদ।

আমি মনে করি ব্লগে লেখালেখি করলে নিজের আত্মবিশ্বাস ও সচেতনতা বাড়ে, বিবেকবোধ জাগ্রত হয়, দৃষ্টিভঙ্গি হয় উন্নত ও শানিত । দেশপ্রেম ও ইসালমিক চেতনা হৃদয়ে লালন ও সমাজের তৃণমূল পর্যায়ের অসঙ্গতি সমূহ চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে বিডিটুডে ব্লগ অনবদ্য ভূমিকা পালন করে আসছে।

ইসলামিক,সমসাময়িক জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু তথা সমাজের নানাবিধ অসঙ্গতি নিয়ে ব্যক্তিগত ধ্যান ধারনা আর মতামতসমূহ লেখালেখির উপজীব্য হবে – এহেন ভাবনা থেকেই ব্লগার হিসাবে আমার আত্ম প্রকাশ।

ইদানিং ব্লগে লেখালেখি নিয়ে নিজেই যুদ্ধ করছি নিজের সাথে। একদিন ঠিকই পোঁছে যেতে পারব অভীষ্ট লক্ষ্যে । এক বছর খুব কম সময়, তাই এ সামান্য সময়ে ব্লগিংয়ে নিজের সাফল্য ব্যর্থতার পার্থক্য করাটা মনে হয় ঠিক হবেনা।

ব্লগার হিসাবে আমার ১বছর পূর্তিতে বিডিটুডে ব্লগের সকল ব্লগার, পাঠক, মডারেটর আর কলা কুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আর কৃতজ্ঞতা জানাই সে সকল ব্লগারদের যারা আমার লেখায় মন্তব্য দিয়ে আমাকে প্রতিনিয়ত উৎসাহ, অনুপ্রেরনা দিয়ে যাচ্ছেন, যারা আমাকে অনুসরণে নিয়েছেন, সর্বোপরি যারা নিরবে আমার লেখা পড়ছেন। আমি আশা করব ভবিষ্যতে আমার লেখায় অনেক সমালোচক পাব যাদের গঠনমূলক মন্তব্য থেকে শিক্ষা নিয়ে আমার পথ চলা হবে আরও সুগম, আরও মসৃণ। পরিশেষে আমার ১বছর পূর্তির এ মহেন্দ্রক্ষনে আশা করব বিডিটুডে ব্লগ যেন সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে বরাবরের মতই অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকে; প্রিয় ব্লগটির আঙ্গিনা যেন থাকে দলকানা রাজনৈতিক লেজুড়বৃত্তিমূলক দৃষ্টিভঙ্গির কালিমা মুক্ত ।

এবার দেখা যাক আমার ব্লগে বিগত এক বছরের রিভিউঃ


পোস্ট লিখেছেনঃ ২৩৫ টি

মন্তব্য করেছেনঃ ১৩৫২ টি

প্রতি মন্তব্য করেছেনঃ ১২১২ টি

ব্লগ পঠিত হয়েছেঃ ৯৫২৬৬ বার

ব্লগে আছেনঃ ১২ মাস

আমার প্রিয় ব্লগার যারাঃ

রেহনুমা বিনত আনিস

বদর বিন মুগীরা

ইশরাত জাহান রুবাইয়া

নেহায়েৎ

শারমিন হক

Deshe

আবদুল্লাহ রাসেল

চাটিগাঁ থেকে বাহার

নীলসালু

সম্পাদক

গোলাম মাওলা

সিবিএফ- চট্টগ্রাম

ফাতিমা মারিয়াম

কাবজাব

সাগর কন্যা

আইমান হামিদ

বাকঝাল

কাঁচের বালি

নতুন মস

সালাম আজাদী

মাই নেম ইজ খান

সত্য সবার উপর

ইমরান ভাই

রাফসান

সাফওয়ান

সত্য নির্বাক কেন

মাহফুজ মুহন

ইকুইকবাল

সিকদারমোহাম্মদ

রায়হানমোসি

আবদুহু

আবু জারীর

বাকপ্রবাস

আস্লাম

মুহামমাদ সামি

প্রবাসী যাযাবর

মোস্তফা মোঘল

প্রবাসী আব্দুল্লাহ শাহীন

মোহাম্মদ আলী বিন সুলতান

বাধনহারা

হানিফ খান

পথিক মুসাফির

আইল্যান্ড স্কাই

তিতুমীর সাফকাত

egypt12

রক্তলাল

কবিতা

বেকার সব

নীলীমা

অজানা পথিক

এম এম ওবায়দুর রহমান

মহি১১মাসুম

বিদ্রোহী রণক্লান্ত

মাহবুবা সুলতানা লায়লা

ইহসান আব্দুল্লাহ

আসমা সিথী

মাহমুদ চৌধুরী

আমিদ

বাংলার মেয়ে

জীবিত যাযাবর

বিবেকের কান্না

মুমতাহিনা তাজরি

সবুজ মিনার

আবুলকালাম

আমি ডানপন্থী

|| ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম ||

মিলন মেলা

কথার_খই

বিপ্লবী

হাসান কবীর

রণতরী খান

ড: মনজুর আশরাফ

হাসান

আবরণ

নয়ন খান

মিশন০০৭রক্স

চেয়ারম্যান

আমি যাদের প্রিয় ব্লগার

জুলকারনাইন সাবাহ

হৃদয়ে রক্তক্ষরণ ০

মোহাম্মদ শাব্বির হোসাইন

ডব্লিওজামান

সুন্দর তারকা

বিদ্রোহী নজরুল

ইশতিয়াক আহমেদ

জাগ্রত চৌরঙ্গী

হুমায়ূন আহমেদ জুনিয়র

harunur rashid rasel

কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত

মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস

আলোকিত ভোর

সজল আহমেদ

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.)

দ্য স্লেভ

সিটিজি৪বিডি

নাজনীন আক্তার বিথী

মন সমন

সরল কথা

আহমদ মুসা

আস্তিক ব্লগার

নয়ন খান

মোহাম্মদ নজরুল ইসলাম

আমরা মুক্তমনা

আলিম রকস

েনেসাঁ

গোলাম মাওলা

মেঘে ঢাকা স্বপ্ন

Sada Kalo Mon

পাথরের প্রতিবাদ

ঘাড় তেড়া

ওমার আল ফারুক

গুডলাক

সাফওয়ান

ইবনে আহমাদ

অজানা পথিক

আবু নাইম

মাহবুব রহমান

সৈয়দ সাহিল

মুকুলসরকার

আমপাবলিক

পূস্পিতা

ভিশু

Mujahid Billah

বঙ্গ মিত্র

কথার_খই

প্রবাসী মজুমদার

মুহাম্মদ হাবিবুল্লাহ তরফদার

কবিতা

জাকির হোসাইন আজামী

সাইদ

জীবিত যাযাবর

নীলীমা

তৌহিদ মাহমুদ

ডাঃ হাবিবুর রহমান

প্রিন্সিপাল

মুমতাহিনা তাজরি

মহি১১মাসুম

ঘুম ভাঙাতে চাই

আমি ডানপন্থী

সবুজ মিনার

আলমগীর মুহাম্মদ সিরাজ

ভালো পোলা

প্যারিস থেকে আমি

এম.মেহেদী হাসান

বিজয়ী পতাকা

বিষয়: বিবিধ

১৯০৮ বার পঠিত, ৫২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193485
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:১৮
মোবারক লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:৩১
144174
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
193488
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:২১
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আপনার ব্লগীয় জন্মদিনে শুভেচ্ছা। আমরা প্রিয় না হলেও কাছে আছে, সাথে আছি। ধন্যবাদ।
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:৩১
144175
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনারা কাছে থাকার কারনেই আজ এই পর্যন্ত আসা।
193489
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:২৩
হতভাগা লিখেছেন :


অভিনন্দন আপনাকে
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:৩১
144176
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
193490
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:২৬
ওমর ফারুক ইফতি লিখেছেন : শুভ ব্লগিং
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:৩২
144178
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
193494
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন : এই মিয়া আমি প্রিয়তে নাই কেন ? আজ থেকে আর কোনদিন আপনার পোষ্টে মন্তব্য ছাড়বোনা। মানে একটিতও যাতে মন্তব্য বাদ না পড়ে। Big Grin Big Grin Big Grin
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:৫০
144185
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, আপনি ভাল করে খুঁজে দেখুন আপনি আছেন, এবং ১ম ৪জন মন্তব্যকারীর একজন আপনি।
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৪
144203
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো করে দেখেই বলছি,আমি আপনার প্রিয়তে নাই।
193504
১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:২১
মদীনার আলো লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান
১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৭
144195
বাংলার দামাল সন্তান লিখেছেন : বারাকাল্লাহুফি । ভালো থাকুন । আল্লাহ আপনাকে ভালো রাখুক ।
193508
১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৪
শিশির ভেজা ভোর লিখেছেন : ব্লগে আপনাকে স্বাগতম। সরাসরি তো কিছু দিতে পারবো না তাই এক বছর সাথে থাকার জন্য এই রোজটা ফর ইউ Rose Rose
১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৭
144194
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, কেন সরাসরি দিতে পারবেন না, আর আপনাদের ভালবাসা চাই সবসময়ের জন্য।
193529
১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
জেদ্দাবাসী লিখেছেন : ঠিক বলেছেন, ব্লগে লেখালেখি করলে নিজের আত্মবিশ্বাস ও সচেতনতা বাড়ে, বিবেকবোধ জাগ্রত হয়, দৃষ্টিভঙ্গি হয় উন্নত ও শানিত ।

স্বাগতম Rose Rose Rose
আল্লাহ আপনার কলমের শক্তি আরও বাড়িয়ে দিন

১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪০
144197
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমীন।
193550
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো ভালো, সবই ভালো, এগিয়ে যান আপন ছন্দে, মনের আনন্দে....শুভ কামনা রইলো
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪২
144227
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
১০
193588
১৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এক বছরে বাতিলের কাছে ঘৃণিত হয়েছেন যে পরিমান আপনার প্রতি সেই পরিমানের ভালবাসা আমার পক্ষ থেকে। Rose Rose
১৮ মার্চ ২০১৪ সকাল ১০:০১
144486
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
১১
193589
১৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২০
রাইয়ান লিখেছেন : অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ৷ লিখতে থাকুন অবিরাম ন্যায় ও সত্যের পথে .....

১৮ মার্চ ২০১৪ সকাল ১০:০১
144487
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
১২
193593
১৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
আবু আশফাক লিখেছেন : অবিরত থাক আপনার ব্লগিং জীবন। অভিনন্দন!!!!!
১৮ মার্চ ২০১৪ সকাল ১০:০২
144489
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
১৩
193597
১৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
সিটিজি৪বিডি লিখেছেন : একটু নাস্তা পানির আয়োজন থাকলে ভাল হতো না? খালি মুখে আজকাল আর বেশী দোয়া করতে পারি না ভাই...
১৮ মার্চ ২০১৪ রাত ০২:৫৪
144384
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : এই তোমরা কে কোথায়? জরঈফার বাপের লাগি এখটু ফান ঘুঅার ব্যবস্থা কর।
১৮ মার্চ ২০১৪ সকাল ১০:০২
144490
বাংলার দামাল সন্তান লিখেছেন : কিছুর বিনিময় দোয়া করলে কবুল হয় না, তাই খালি মুখে দোয়া করেন, ধন্যবাদ।
১৮ মার্চ ২০১৪ সকাল ১১:০৯
144515
সিটিজি৪বিডি লিখেছেন : খালি মুখে বেশীক্ষন দোয়া করতে পারি না ভাই..
১৪
193615
১৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অভিনন্দন।
খালি পেটে এর বেশি বলতে কষ্ট হয়!
১৮ মার্চ ২০১৪ সকাল ১০:০৩
144492
বাংলার দামাল সন্তান লিখেছেন : পেটে একটু তেল মেখে নেন, তার পর দোয়া করুন।
১৫
193636
১৭ মার্চ ২০১৪ রাত ০৮:০০
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আপনার এই লেখায় অণেক ভূল। আমরো ভূল লেখায়ও হয়- তাই আশা করি আমার সকল ব্লগের ভূল ধরে দিবেণ- ভূল ধরলে আমী খুশি হই- আর হ্যা আপনাকে প্রথমে অভিণন্দণ জানাই-
--
আর আপনার ভুল অনেক- কিছু দিলাম-
খুজতে থাকিম গুগল,// পরিচিথ ফেসবুক বন্ধুদের মাঝে///

আশা মাইনড করবেননা- ধন্যবাদ- আপনার ব্লগ যাত্রা শুভ হোক- আপনার লেখা ভালোই লাগে- আশা করি লেখা লেখি বন্ধ করবেননা।
১৮ মার্চ ২০১৪ সকাল ১০:০৪
144493
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভুল ধরিয়ে দেওয়ার জন্য, এবং সাথে থাকার জন্য ধন্যবাদ।
১৮ মার্চ ২০১৪ দুপুর ০১:২৩
144568
আবু আশফাক লিখেছেন : শুদ্ধ
বানানের
ছড়াছড়ি!!!!
@এনামুল মামুন১৩০৫


আপনার এই লেখায় অণেক ভূলআমরো ভূল লেখায়ও হয়- তাই আশা করি আমার সকল ব্লগের ভূল ধরে দিবেণ- ভূল ধরলে আমী খুশি হই- আর হ্যা আপনাকে প্রথমে অভিণন্দণ জানাই-
--
আর আপনার ভুল অনেক- কিছু দিলাম-
খুজতে থাকিম গুগল,// পরিচিথ ফেসবুক বন্ধুদের মাঝে///

আশা মাইনড করবেননা- ধন্যবাদ- আপনার ব্লগ যাত্রা শুভ হোক- আপনার লেখা ভালোই লাগে- আশা করি লেখা লেখি বন্ধ করবেননা।
১৯ মার্চ ২০১৪ সকাল ০৯:২১
145024
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : হ্যা ভাই আমার ভুল ধরে দেয়ার জন্য ধন্য- আমি আরু দিয়ে লিখলে এই প্রবলেম হয়-
১৬
193699
১৭ মার্চ ২০১৪ রাত ১০:০৮
মাটিরলাঠি লিখেছেন : ১৭ই মার্চ, জন্মদিন মুবারক।
১৮ মার্চ ২০১৪ সকাল ১০:০৪
144494
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
১৭
194192
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
বদর বিন মুগীরা লিখেছেন : আল্লাহ আপনাকে আরো বেশী লেখালেখি করার তৌফিক দিন।
১৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
144796
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহ আপনার দোয়া করুন, আমিন।
১৮
194437
১৯ মার্চ ২০১৪ রাত ০১:৫২
বৃত্তের বাইরে লিখেছেন : বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে Good Luck Rose

১৯ মার্চ ২০১৪ সকাল ০৮:৪৮
144991
বাংলার দামাল সন্তান লিখেছেন : সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ।
১৯
194438
১৯ মার্চ ২০১৪ রাত ০২:০৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : যদি ও আপনার প্রিয়তে নেই, তবুও আপনাকে বর্ষপূর্তিতে শুভেচ্ছা এবং অভিনন্দন দিতে কৃপনতা দেখাতে পারলাম না ।
১৯ মার্চ ২০১৪ সকাল ০৮:৪৯
144992
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, ব্লগের প্রিয়তে না থাকলে কি হবে আপনি আমার হৃয়ের প্রিয়তে আছেন।
২০
194628
১৯ মার্চ ২০১৪ সকাল ১১:২৯
মোহাম্মদ আব্দুল্লাহ আসাদুল ইসলাম লিখেছেন : আল্লাহ আপনাকে দিনি গেয়ান দান করুন।
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
145264
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবদি, আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
২১
195037
২০ মার্চ ২০১৪ রাত ০৪:৫৮
মুহামমাদ সামি লিখেছেন : মোবারকবাদ। আল্লাহ্‌ আপনাকে তাঁর দ্বীনের জন্য কবুল করুক।
২০ মার্চ ২০১৪ রাত ০৮:৪৯
145683
বাংলার দামাল সন্তান লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
২২
195359
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : শুভেচ্ছা এবং অভিনন্দন Rose Rose Rose
২০ মার্চ ২০১৪ রাত ০৮:৪৯
145684
বাংলার দামাল সন্তান লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ।
২৩
195632
২১ মার্চ ২০১৪ সকাল ০৯:০১
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে ব্লগীয় বর্ষপূর্তির অভিনন্দন।
ব্লগ সম্পর্কে আপনার অভিমতের সাথে আমি সম্পূর্ণ একমত।
অ.ট. এখন থেকে আমিও হয়ত আপনার প্রিয় ব্লগারদের একজন হবো Tongue
২১ মার্চ ২০১৪ রাত ১১:৩৮
146032
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ আপনি আমার হৃদয়ের প্রিয়তে আছেন।
২৪
217102
০৪ মে ২০১৪ সকাল ০৭:০০
অজানা পথিক লিখেছেন : Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File