আবার ফিরে এলো পরিক্ষায় নকলের মহোৎসব!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১২ মার্চ, ২০১৪, ০৭:৪০:১২ সন্ধ্যা



২০০০ সালের আগের কথা, আমরা দেখতাম এবং শুনতাম মামা ভাগ্নেকে বলতো তুই পরিক্ষা দেয় পাশ করানোর দায়িত্ব আমার।

ননদ ভাবীকে বলতো ভাবী তুমি শুধু ফরম পুরণ কর পরিক্ষায় তোমাকে পাশ করানোর দায়িত্ব আমার, বুঝতেই পারছেন কিভাবে পাশ করানো হতো, ২০০১ সালে ৪দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল এহসানুল হক মিলনকে যার সৎ সাহসিকতায় বাংলাদেশ থেকে নকল নামক বেআইনি কাজটি নিঃশেষ হয়ে গেল, যার ধারা বাহিকতা ২০১৩সাল পর্যন্ত বলবৎ ছিল। যদিও ২০১৩সাল ছিল প্রশ্নপত্র ফাঁস হওয়ার ক্ষেত্রে সর্বকালের শ্রেষ্ঠ্ রেকর্ড।

২০১৪ সালে আবার ফিরে এলো সেই চিরচেনা ২০০১ সালের পূর্বের অবস্থানে। যার মধ্যে আমি শুধু তিনটি পরিক্ষা কেন্দ্রের নাম বলবো।

১। চিওড়া সরকারী কলেজ কেন্দ্র- ২০১৪ সালের এসএসসি পরিক্ষার একটি কেন্দ্র, যা কুমিল্লা জেলার ১৪গ্রাম উপজেলায় অবস্থিত ঐখানে আমার এক রিলেটিভ পরিক্ষা দিচ্ছে, সে আমাকে বললো তার নাকি পরিক্ষা দিতে সমস্যা হচ্ছে, আমি তাকে প্রশ্ন করলাম কেন? আমাকে সে বলল নকলের জন্য আমার পরিক্ষা খারাপ হচ্ছে, আমি বললাম যেমন, সে বলল সবাই পরিক্ষা শুরু হওয়ার সাথে সাথে শুরু করে হই হুল্লোড়, এবং গাইড বই টেবিলের উপর রেখে দেখে দেখে লেখা, সাথে শিক্ষকদের উৎসাহ, যার কারণে মেধাবী ছাত্রদের পরিক্ষায় ব্যাঘাত হচ্ছে।

২। সরওয়ার্দী সরকারী কলেজ, ঢাকা- ২০১৪সালে ডিগ্রী পরিক্ষার একটি কেন্দ্র যেখানে চলছে নকলের মহোৎস, শিক্ষকদের সামনেই, ঐতো সেদিন এক শিক্ষার্থীকে হাতে নাতে নকল করা অবস্থায় ধরে শিক্ষকের প্রশ্ন নকল করে কি লাভ? আর কোন শাস্তি তিনি প্রদান করেন নাই।

৩) সিদ্ধেশরী কলেজ, ঢাকা- এক নেতা শিক্ষককে ফোন দিয়ে বলতেছে, স্যার ০০নং হলে আমার বোন পরিক্ষা দিচ্ছে, শিক্ষক নেতাকে বললো আপনি কোন চিন্তা করবেন না আমি ঐ হলে এখন পর্যন্ত যাই নাই, এবং বাকী পরিক্ষাগুলোতেও যাব না।

বিষয়: বিবিধ

২২৩৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191262
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হয় হয় এ কি কান্ড তার মানে কি দেশ শুধু পেছনে যাচ্ছে ?
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
142241
বাংলার দামাল সন্তান লিখেছেন : মনে হচ্ছে তাই।
191274
১২ মার্চ ২০১৪ রাত ০৮:০২
পথের খুঁজে লিখেছেন : ভালো লাগলো
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৩৯
142269
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
191343
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৩২
শেখের পোলা লিখেছেন : এরাই সেই ভবিষ্যত সোনা৷ এদের টেনে তুতেই হবে৷ নয়তো দাঁড় টানবে কারা?
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৩৯
142271
বাংলার দামাল সন্তান লিখেছেন : হ ঠিকই কইছেন ভাই!
191350
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৩৫
নীল জোছনা লিখেছেন : করে লাভ কি? সৃজনশীলে কিভাবে নকল করে?
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৪০
142272
বাংলার দামাল সন্তান লিখেছেন : যারা নকল করে তারাই জানে।
191352
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৩৬
হতভাগা লিখেছেন :





নকলবাজিতে দেশটা ভরে গেলরে !
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৪০
142273
বাংলার দামাল সন্তান লিখেছেন : আর কইয়েন না, আমার শরম করে।
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৪১
142277
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার ১ম ছবিটা নিলাম।
191403
১২ মার্চ ২০১৪ রাত ১০:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পরীক্ষাটা নেওয়ার দরকার কি ভাই?
বিনা পরীক্ষায় ডিগ্রি দিয়ে দিলে তো হয়। ইতিপুর্বে ১৯৭২ সালে এবং এর আগে একবার এধরনের বিনাপরিক্ষায় ডিগ্রি দেওয়ার নজীর আছে।
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
142605
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার সাথে সহমত।
191593
১৩ মার্চ ২০১৪ সকাল ১১:৩২
জাগো মানুস জাগো লিখেছেন : AL Govt bring return back the Nokol system.Also now a days they publish all examinations question out before the exam..its onetime open secret.
So carry on Al govt...
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
142606
বাংলার দামাল সন্তান লিখেছেন : Thanks
191604
১৩ মার্চ ২০১৪ সকাল ১১:৫৮
অজানা পথিক লিখেছেন : এত কষ্ট করে নকল করে বেচারা রা। আপনে দেখি সব ফাঁম করে দিচ্ছেন
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩০
142607
বাংলার দামাল সন্তান লিখেছেন : সত্য কখনো চাপা থাকে না, আমি সঠিকটাই তুলে ধরলাম।
191626
১৩ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৯
সিটিজি৪বিডি লিখেছেন : এর জন্য এই সরকারই দায়ী। নকল করে পরীক্ষায় পাশ করা যায় কিন্ত ভাল জব করতে গিয়ে ধরা খায়। যদিও বর্তমানে মামা/টাকার জোরে কেউ কেউ চাকরী পায়।
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩০
142608
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনার সাথে সহমত পোষন করছি।
১০
191688
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : হায়রে শিক্ষাব্যবস্থা!!! Sad
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩০
142609
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
১১
191843
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
সজল আহমেদ লিখেছেন : ভাল লিখেছেন ধন্যবাদ।
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
142705
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File