আবার ফিরে এলো পরিক্ষায় নকলের মহোৎসব!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১২ মার্চ, ২০১৪, ০৭:৪০:১২ সন্ধ্যা
২০০০ সালের আগের কথা, আমরা দেখতাম এবং শুনতাম মামা ভাগ্নেকে বলতো তুই পরিক্ষা দেয় পাশ করানোর দায়িত্ব আমার।
ননদ ভাবীকে বলতো ভাবী তুমি শুধু ফরম পুরণ কর পরিক্ষায় তোমাকে পাশ করানোর দায়িত্ব আমার, বুঝতেই পারছেন কিভাবে পাশ করানো হতো, ২০০১ সালে ৪দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল এহসানুল হক মিলনকে যার সৎ সাহসিকতায় বাংলাদেশ থেকে নকল নামক বেআইনি কাজটি নিঃশেষ হয়ে গেল, যার ধারা বাহিকতা ২০১৩সাল পর্যন্ত বলবৎ ছিল। যদিও ২০১৩সাল ছিল প্রশ্নপত্র ফাঁস হওয়ার ক্ষেত্রে সর্বকালের শ্রেষ্ঠ্ রেকর্ড।
২০১৪ সালে আবার ফিরে এলো সেই চিরচেনা ২০০১ সালের পূর্বের অবস্থানে। যার মধ্যে আমি শুধু তিনটি পরিক্ষা কেন্দ্রের নাম বলবো।
১। চিওড়া সরকারী কলেজ কেন্দ্র- ২০১৪ সালের এসএসসি পরিক্ষার একটি কেন্দ্র, যা কুমিল্লা জেলার ১৪গ্রাম উপজেলায় অবস্থিত ঐখানে আমার এক রিলেটিভ পরিক্ষা দিচ্ছে, সে আমাকে বললো তার নাকি পরিক্ষা দিতে সমস্যা হচ্ছে, আমি তাকে প্রশ্ন করলাম কেন? আমাকে সে বলল নকলের জন্য আমার পরিক্ষা খারাপ হচ্ছে, আমি বললাম যেমন, সে বলল সবাই পরিক্ষা শুরু হওয়ার সাথে সাথে শুরু করে হই হুল্লোড়, এবং গাইড বই টেবিলের উপর রেখে দেখে দেখে লেখা, সাথে শিক্ষকদের উৎসাহ, যার কারণে মেধাবী ছাত্রদের পরিক্ষায় ব্যাঘাত হচ্ছে।
২। সরওয়ার্দী সরকারী কলেজ, ঢাকা- ২০১৪সালে ডিগ্রী পরিক্ষার একটি কেন্দ্র যেখানে চলছে নকলের মহোৎস, শিক্ষকদের সামনেই, ঐতো সেদিন এক শিক্ষার্থীকে হাতে নাতে নকল করা অবস্থায় ধরে শিক্ষকের প্রশ্ন নকল করে কি লাভ? আর কোন শাস্তি তিনি প্রদান করেন নাই।
৩) সিদ্ধেশরী কলেজ, ঢাকা- এক নেতা শিক্ষককে ফোন দিয়ে বলতেছে, স্যার ০০নং হলে আমার বোন পরিক্ষা দিচ্ছে, শিক্ষক নেতাকে বললো আপনি কোন চিন্তা করবেন না আমি ঐ হলে এখন পর্যন্ত যাই নাই, এবং বাকী পরিক্ষাগুলোতেও যাব না।
বিষয়: বিবিধ
২২৩৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নকলবাজিতে দেশটা ভরে গেলরে !
বিনা পরীক্ষায় ডিগ্রি দিয়ে দিলে তো হয়। ইতিপুর্বে ১৯৭২ সালে এবং এর আগে একবার এধরনের বিনাপরিক্ষায় ডিগ্রি দেওয়ার নজীর আছে।
So carry on Al govt...
মন্তব্য করতে লগইন করুন