নারী নেত্রীরা আসলে কি নারীর অধিকার চায়? (নারী দিবস উপলক্ষ্যে)
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৭ মার্চ, ২০১৪, ০৯:১২:৪৭ রাত
আমি কখনোই নারী অধিকারের বিরুদ্ধে নই, কারণ আমার গর্বধারিনী মা একজন নারী, (বিয়ের পর) আমার বউ একজন নারী, আমার বোন একজন নারী তাই আমি নারীদের কে সব সময় শ্রদ্ধা করি।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তথা কথিত নারী নেত্রীদের কাছে, আসলে আপনারা নারী স্বাধীনতা বলতে কি চান?
নারী স্বাধীনতা কি শুধু লোকাল বাসের সিটের জন্য?
নারী স্বাধীনতা শুধুমাত্র খোলামেলা পোশাক পরিধান করা?
নারী স্বাধীনতা মানে কি বাবার সম্পতিতে সম অধিকার প্রতিষ্ঠা করা?।
যদি তা না হয় একটু বলবেন কি?
যখন ফেলানীকে নির্মমভাবে হত্যা করা হল তখন আপনাদের ভুমিকা কি ছিল?
যখন গর্ববতী নারীকে নির্দয়ভাবে টেনে হিছড়ে পুলিশ ধরে নিয়ে গেল তখন আপনাদের ভুমিকা কি ছিল?
যখন পরিমল জযদররা আমাদের বোনদেরকে ধর্ষন করেছিল তখন আপনাদের প্রতিবাদ কি ছিল?
আমার বোনদেরকে যখন চট্টগ্রাম নার্সিং কলেজে নামাজ পড়ার ঘর বন্ধ করে দিল তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল?
যখন ঢাকার একটি নামকরা স্কুলে ফুলহাতা জামা পড়ার অপরাধে আমার বোনদের জামার হাতা কেটেদিল তখন আপনারা কই ছিলেন?
তখন আমার বোনদের কে হিজাব পড়ার অপরাধে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বের করে দেয়, তখন আপনাদের প্রতিবাদ কোথায় থাকে?
যখন আপনাদের কাজের মেয়ে আদুরী নির্যাতিত হয় তখন কোথায় থাকে আপনাদের প্রতিবাদ?
যৌতুকের জন্য যখন আমার বোনেরা আত্মহত্যা করে তখন আপনারা কি করেন?
ইসলাম ধর্ম অনুসারে মেয়েরা বাবার সম্পতিতে যেটুকু ভাগ পায়, তা আদায়ের জন্য আপনারা কি করেছেন?
বিষয়: বিবিধ
১৬৩২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন