নারী নেত্রীরা আসলে কি নারীর অধিকার চায়? (নারী দিবস উপলক্ষ্যে)

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ০৭ মার্চ, ২০১৪, ০৯:১২:৪৭ রাত

আমি কখনোই নারী অধিকারের বিরুদ্ধে নই, কারণ আমার গর্বধারিনী মা একজন নারী, (বিয়ের পর) আমার বউ একজন নারী, আমার বোন একজন নারী তাই আমি নারীদের কে সব সময় শ্রদ্ধা করি।

কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তথা কথিত নারী নেত্রীদের কাছে, আসলে আপনারা নারী স্বাধীনতা বলতে কি চান?

নারী স্বাধীনতা কি শুধু লোকাল বাসের সিটের জন্য?

নারী স্বাধীনতা শুধুমাত্র খোলামেলা পোশাক পরিধান করা?

নারী স্বাধীনতা মানে কি বাবার সম্পতিতে সম অধিকার প্রতিষ্ঠা করা?।

যদি তা না হয় একটু বলবেন কি?

যখন ফেলানীকে নির্মমভাবে হত্যা করা হল তখন আপনাদের ভুমিকা কি ছিল?

যখন গর্ববতী নারীকে নির্দয়ভাবে টেনে হিছড়ে পুলিশ ধরে নিয়ে গেল তখন আপনাদের ভুমিকা কি ছিল?

যখন পরিমল জযদররা আমাদের বোনদেরকে ধর্ষন করেছিল তখন আপনাদের প্রতিবাদ কি ছিল?

আমার বোনদেরকে যখন চট্টগ্রাম নার্সিং কলেজে নামাজ পড়ার ঘর বন্ধ করে দিল তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল?

যখন ঢাকার একটি নামকরা স্কুলে ফুলহাতা জামা পড়ার অপরাধে আমার বোনদের জামার হাতা কেটেদিল তখন আপনারা কই ছিলেন?

তখন আমার বোনদের কে হিজাব পড়ার অপরাধে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বের করে দেয়, তখন আপনাদের প্রতিবাদ কোথায় থাকে?

যখন আপনাদের কাজের মেয়ে আদুরী নির্যাতিত হয় তখন কোথায় থাকে আপনাদের প্রতিবাদ?

যৌতুকের জন্য যখন আমার বোনেরা আত্মহত্যা করে তখন আপনারা কি করেন?

ইসলাম ধর্ম অনুসারে মেয়েরা বাবার সম্পতিতে যেটুকু ভাগ পায়, তা আদায়ের জন্য আপনারা কি করেছেন?

বিষয়: বিবিধ

১৬৩২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188535
০৭ মার্চ ২০১৪ রাত ০৯:১৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উনারা বেহায়াপনা চান নারী অধিকার চান না
০৭ মার্চ ২০১৪ রাত ০৯:২০
139833
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, শাহীন ভাই আজকে সিবিএফ এর কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে, আমি আপনাকে অনেক মিস করেছি।
০৭ মার্চ ২০১৪ রাত ০৯:২৩
139834
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি ও জামাল ভাইয়ের সাথে দেখা করেছি আপনাদের সবার কথা হয়েছে সেখানে। আমার আজকের পোস্ট দেখতে পারেন।
188576
০৭ মার্চ ২০১৪ রাত ১০:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নারী অধিকার বা সমানাধিকার শব্দটাই তো প্রতিক্রিয়াশিল। যদি তারা নারীদের মানুষ মনে করেন তাহলে মানবাধিকার শব্দটাইতো প্রযোজ্য হতো। তারা বোধহয় নারীদের মানুষ বলে মনে করেননা। আর সমানাধিকার দিয়ে অলিম্পিক এ নারী-পুরুষ দেীড়ের ইভেন্ট আলাদা না রেখে যদি এক করেফেলা হয়! রেকর্ড কিন্তু বলে নারীদের গতি অনেক কম। আসলে নারী অধিকার এর নামে তারা যা চান তা হলো নারীরা হয়ে উঠূক পন্য।
০৭ মার্চ ২০১৪ রাত ১০:০৮
139858
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
188746
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:৩২
সজল আহমেদ লিখেছেন : আসলে ইসলামের দৃষ্টিতে নারীরা যেটুকু সম্পত্তি পায় আমাদের উচিত্‍ কোন কৃপণতা না করে সেটুকু মায়ের জাতীকে দিয়ে দেওয়া।
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:৪৯
140059
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
206460
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫০
অজানা পথিক লিখেছেন : জাযাকাল্লাহ
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৬
155572
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File