সিবিএফ (কমিউনিটি ব্লগারস ফোরাম) নামে কোন সংঘটন কি আসলে আছে?

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৯:৩৭ বিকাল



আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন, ব্লগটির শিরোনাম দেখে হয়তো সিবিএফ সংশ্লিষ্টরা আমার উপর রেগে যাবেন, রাগ করাটাই স্বাভাবিক কারণ একটি সংঘটন করতে হলে অনেক ত্যাগ করতে হয়, এবং তারা ও সেটুকু করেছে।

তবুও অত্যান্ত দুঃখ ভারাক্লান্ত মনে কিছু কথা বলতে হচ্ছে, আমরা যারা ইসলামী মূল্যবোধ ও বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী, আমাদের সবার স্বপ্নের সংঘটন সিবিএফ, যখন শাহবাগে স্ব-ঘোষিত নাস্তিকরা একজোট হয়ে ধর্মকে কটুক্তি করে তখন মনে মনে ভাবছিলাম আমারা যদি কোন একটি সংঘটনের ব্যানারে এক হতে পারতাম, ঠিক তখনি একদিন ফেসবুকে একটি পেজ দেখলাম এবং সাথে সাথে লাইক দিতে একটুও দেরি করলাম না। তখন ভেবেছিলাম আজ আমরাও এক হয়েছি আমরা তোমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো।

কিন্তু আস্তে আস্তে দেখতে লাগলাম সিবিএফ শুধু মাত্র ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ, এবং আমাদের স্বপ্ন আজ হারানোর পথে।

অনেকে আজও যানিনা আসলে সিবিএফ এর দায়িত্বশীল কারা?

সিবিএফ যদি আসলেই সত্য ও ন্যায়ের পথে থাকে তাহলে আপমার প্রশ্নের জবাব দিলে খুশি হবো।

১) ৬মে হেফাজতে ইসলামীর গনহত্যার প্রতিবাদ কেন করা হয় না?

২) শাপলা চত্তরে গণহত্যার তথ্য প্রকাশ করার দায়ে অধিকার সম্পাদক আদিলুর রহমানের গ্রেফতারের প্রতিবাদ কেন করা হয় নাই?

৩) লেখক আমাদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান গ্রেফতারের প্রতিবাদ কেন করা হয় নাই?

৪) সোনার বাংলা ব্লগের সম্পাদক আজও জেলে আছে, তার প্রতিবাদ কেন করা হয় নাই?

৫) ২৯জানুয়ারী জাতীয় প্রেসক্লাবে নগ্ন হামলার প্রতিবাদ কেন করা হয় নাই?

৬) বাংলাদেশের সর্বোচ্চ আদালতে নগ্ন হামলার প্রতিবাদ কেন করা হয় নাই?

৭) মানুষ গড়ার কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ কেন করা হয় নাই?

৮) কোটা প্রথা তুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত সাধারন ছাত্রদের উপর হামলার প্রতিবাদ কেন করা হয় নাই?

৯) পলিটেকনিক্যাল কলেজের ছাত্রদের ন্যায্য দাবী আদায়ের মিছিলে নগ্ন হামলার প্রতিবাদ কেন করা হয় নাই?

১০) দিগন্ত টিভি, ইসলামীক টিভি, আমারদেশ প্রত্রিকা বন্ধের প্রতিবাদ কেন করা হয় নাই?

১১) মিশর, সিরিয়া, বার্মা মুসলিম গণহত্যার প্রতিবাদ কেন করা হয় নাই?

১২) নির্বাচন পরবর্তী সংখ্যালগু নির্যাতনের প্রতিবাদ কেন করা হয় নাই?

১৩) সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার আজো কেন হয়নি, এর প্রতিবাদ কেন করা হয়নি?

১৪) রাজশাহী বিশ্বদবদ্যালয়ের ছাত্রদের উপর গুলিবর্ষনের প্রতিবাদ কেন করা হয়নি?

১৫) ক্রস ফায়ারের নামে হত্যা কান্ডের প্রতিবাদ কেন করা হয়নি?

১৬) আমাদের ক্রিকেট নিয়ে ইন্ডিয়া, ইংল্যান্ড, অষ্ট্রেলিয়ার মোড়ল গিরি প্রতিবাদ কেন করা হয় নাই?

১৬) সর্বশেষ আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করা ইন্ডিয়ার তৈী চলছিত্র গুন্ডের বিরুদ্ধে কোন প্রতিবাদ করা হয় নাই কেন?

জানি আমার প্রশ্ন গুলোর একটাই উত্তর সেটা হলো সরকারের কঠোরতা।

আমি বলতে চাই সারা বিশ্বে এমন কোন দেশ আছে কি? যে প্রতিবাদ করার জন্য সরকার অনুমতি দেয়?

আপনারা অনেক জ্ঞানী তাই বেশি কিছু বলতে চাইনা, আপনার নিশ্চয় জানেন দক্ষিন আফ্রিকার অবিসংবাদিত নেতা কত বছর জেলে ছিল এবং কেন ছিল।

মায়ানমারে অংসান সূচি কত বছর জেলে ছিল।

আসুন আপনাদের কাছে বিনীত অনুরোধ বেশি কিছু করতে না পারেন অন্তত একটি মানববন্ধন হলেও করি, আর যদি তা ও না পারি ফেসবুকে আপনাদের পেজে হলেও একটি প্রতিবাদ লিপি শেয়ার করুন।

আমি ছোট মানুষ আপনাদের সম্পর্কে অনেক বড় বড় কথা বলে ফেললাম, ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আর একটি কথা সিবিএফ এর কি পূর্ণাঙ্গ কমিটি আছে, না থাকলে কমিটি করে সবার সাথে একটি পরিচিতি মুলক পোগ্রাম করার অনুরোধ করছি।

আল্লাহ হাফেজ।

বিষয়: বিবিধ

১৪৭৮ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181998
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০১
বাকপ্রবাস লিখেছেন : ১) সিবিএফ বৃক্ষ মৃতপ্রায় কিন্তু শেকড় জ্যান্ত আছে, আবার বৃক্ষ হবার সম্ভবনা উড়িয়ে দেযা যায়না
২)সিবিএফ একটা অরাজনৈতিক প্লাটফর্ম সরাসরি রাজনীতির সাতে সম্পর্ক না রাখাই ভাল
৩) সাংস্কৃতিক আন্দোলনটা রাজনীতি থেকে আলাদা, এটার কাজ হল একটা সমাজকে ধাক্কা দিয়ে জাগ্রত করা এ ক্ষেত্রে সিবিএফ এর মাল মসলা হল লিখালিখি প্রাধান্য এবঙ সম্ভব হলে সভা সেমিনার ইত্যাদি
৪) সিবিএফ এর সাথে সম্পৃক্তদের বই বের হচ্ছে তারা তাদের লেখনি থামায়নি, চলছে চলবে
৫)আশা করি বিষয়গুলো রাজনীতির গ্লাসে ঢেলে শরবত বানানো হবেনা, সবাই সবার সামর্থ অনুযায়ী কাজ করতে হবে, অতি লম্ফ দিয়ে হাত পা ভাঙ্গার প্রয়োজন নেই
৬) আশা কির দ্বিমত থাকতে পারে কিন্তু সদয় ভাবে দেখা হবে কমেন্টগুলো
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৩
134598
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, মুল্যবান মন্তব্যের জন্য, আপনার কথা ঠিক আমি যা কিছু লিখেছি সেখানে কি কোন রাজনৈতিক কথা আছে? আমিও চাই ২/১টা সেমিনার করে অন্তত একে অন্যের সাথে পরিচিত হতে।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫২
136512
ইকুইকবাল লিখেছেন : ভাল মত দিয়েছ
182001
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সিবিএফ অরাজনৈতিক সংগঠন। বাকিটা ইনবক্সে বলবো।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৩
134599
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, মুল্যবান মন্তব্যের জন্য, আপনার কথা ঠিক আমি যা কিছু লিখেছি সেখানে কি কোন রাজনৈতিক কথা আছে? আমিও চাই ২/১টা সেমিনার করে অন্তত একে অন্যের সাথে পরিচিত হতে।
182002
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১০
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৪
134600
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
182007
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
সিটিজি৪বিডি লিখেছেন : সিবিএফ আছে..থাকবে..সময় হলেই জ্বলে উঠবে..নিরাশ হবার কোন কারণ নাই ভাই.....
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৪
134601
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, মুল্যবান মন্তব্যের জন্য, আপনার কথা ঠিক আমি যা কিছু লিখেছি সেখানে কি কোন রাজনৈতিক কথা আছে? আমিও চাই ২/১টা সেমিনার করে অন্তত একে অন্যের সাথে পরিচিত হতে।
182011
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২১
প্যারিস থেকে আমি লিখেছেন : বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী ! না কি বাংলাদেশী ?
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৫
134602
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, বাংলাদেশী
182032
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সিবিএফ ব্লগারদের সহায়তাকারি সংগঠন। একে সবসময় প্রতিবাদ করতে হবে তার কোন অর্থ নাই।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৫
134603
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, মুল্যবান মন্তব্যের জন্য, আপনার কথা ঠিক আমি যা কিছু লিখেছি সেখানে কি কোন রাজনৈতিক কথা আছে? আমিও চাই ২/১টা সেমিনার করে অন্তত একে অন্যের সাথে পরিচিত হতে।
২৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৫
136517
ইকুইকবাল লিখেছেন : হুম
182039
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
নীল জোছনা লিখেছেন : এই সংগঠনের সবগুলাই জামাত শিবিরের লোক। তাদের লক্ষ্য একটাই দেশে শিবিরের রাজ্য প্রতিষ্ঠা করা।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
134544
মাজহার১৩ লিখেছেন : শিবিরের রাজ্য কেমন?
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৭
134604
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকে কে বলছে এগুলো জামায়াত শিবিরে লোক, ধন্যবাদ
২৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪০
136509
ইকুইকবাল লিখেছেন : কোনটির কারণে জামাত বলছেন ভাইজান?
182052
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
সজল আহমেদ লিখেছেন : সিটিজি৪বিডির সাথে একমত
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৭
134605
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, মুল্যবান মন্তব্যের জন্য, আপনার কথা ঠিক আমি যা কিছু লিখেছি সেখানে কি কোন রাজনৈতিক কথা আছে? আমিও চাই ২/১টা সেমিনার করে অন্তত একে অন্যের সাথে পরিচিত হতে।
182116
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩২
মুমতাহিনা তাজরি লিখেছেন : অনেক ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৬
134610
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
২৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০২
136513
ইকুইকবাল লিখেছেন : জি এখানেও পাইলাম আপনাকে। আর এখানে কেন ধন্যবাদ দিলেন জানতে পারি?
১০
182121
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৯
পলাশ৭৫ লিখেছেন : নীল জোছনা লিখেছেন : এই সংগঠনের সবগুলাই জামাত শিবিরের লোক। তাদের লক্ষ্য একটাই দেশে শিবিরের রাজ্য প্রতিষ্ঠা করা।
রিপোর্ট করুন
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
134611
বাংলার দামাল সন্তান লিখেছেন : হিন্দু সংখ্যালগুরা কি জামায়াত করে, রাজশাহী বিদ্যালয়ের ছাত্ররা জামাত করে, পলিটেকনিক কলেজের ছাত্ররা সবাই কি জামাত শিবির করে?
২৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৩
136514
ইকুইকবাল লিখেছেন : মত প্রকাশের সবার স্বাধীনতা থাকা উচিত
১১
182221
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩১
প্রবাসী মজুমদার লিখেছেন : আমরা অনেক আবেগী। আবেগ তাড়িত হয়ে করা অনেককিছুই বাস্তবে অনূশীলন করিনা। আমাদের ভেতরে আবেগটা দির্ঘদিন ধরে রাখার প্রবণতা নেই বলে এমনটি হয়েছে। কিন্তু এমন হওয়া উচিত নয়।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৩
134863
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
২৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৩
136515
ইকুইকবাল লিখেছেন : সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি তো আমাদের সাথে আছেনই
১২
182560
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৯
সায়িদ মাহমুদ লিখেছেন : ভাই প্রতিবাদ করাটাই কিন্তু সফলতা নয়। সিবিএফ না হয় ওসবের প্রতিবাদ করেনি। কিন্তু অন্যান্য সংগঠনতো ঠিকিই প্রতিবাদ, সভা, সেমিনার সিম্পেজিয়াম কতকিছু করেছে কিন্তু সমস্যার কি কোন সমাধান হয়েছে? হয়নি। প্রতিবাদ করার চেয়ে সিবিএফ এর সকল সদস্যদের উচিত প্রত্যিকটা সপ্তায় কোননা কোন জাতীয় গোরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করে সেই-সব বিষয়ের উপর লিখা লিখি করে জনসচেতনতা বাড়ানোর কাজ করা । আইহোপ এভাবে প্রতিবাদের চেয়েও দ্রুত ফল পাওয়া যাবে।
"সেই সাথে স্ব-স্ব শহরের সিবিএফ সদস্যদের নিয়ে একটা পরিচিতি মূলক অনুষ্টান করলে সিবিএফ এর সদস্যদের মধ্যে পারস্পরিক সূহৃদ বৃদ্ধি পাবে। ধন্যবাদ "লেখক ভাইকে" সুন্দর একটি বিষয়ের অবতারণা করার জন্য।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১০
135166
বাংলার দামাল সন্তান লিখেছেন : হয় নাই তবুও প্রতিবাদ করা উচিত, ধন্যবাদ
২৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৪
136516
ইকুইকবাল লিখেছেন : আপনাকেও অনেক অনেক প্রিতি ও শুভেচ্ছা। আপনাকে পেয়ে গেছি আর চিন্তা নেই
১৩
184455
২৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৬
ইকুইকবাল লিখেছেন : বাংলার দামাল সন্তানেরা যেমন ব্লগে আছে ও থাকবে। সিবএফও আছে ও থাকবে ইনশাআল্লাহ। খুব দ্রুতই কেন্দ্রীয় কমিটি চাই
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
136578
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মন্তব্যের জন্য
১৪
186107
০৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪২
অজানা পথিক লিখেছেন : সিবিএফ নেতারা মনে হয় বুড়ো হয়ে গেছে! নবীনদেরকেই অগ্রসর হতে হবে সেটা যে কোন প্লাটফর্মই(সিবিএফ হোক আর অন্য কিছু হোক) হোক না কেন?

মোটকথা একটা গ্রপকে সক্রীয় থাকতেই হবে
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
137920
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, আমি আপনার সাথে সহমত প্রকাশ করতে পারছি না, মুরুব্বিরা সামনে থাকবে আমরা পোলাপান মানুষ তাদের পিছনে থাকবো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File