বাবার স্মৃতি যা আজও আমাকে কাদাঁয়।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৪৭:৪৭ সন্ধ্যা
(আজ আমার বাবার ২য় মৃত্যু বাষির্কী)
যাদের বাবা নাই তারা বুঝে বাবা কি?
আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ্য বাবা হচ্ছেন আমার বাবা।
২০১২ সালের ২৩ ফেব্রুয়ারী আমার বাবা মরহুম বখতিয়ার উদ্দিন আমাদের পরিবারের সবাইকে এতিম করে না ফেরার দেশে ছলে গেছেন। আপনাদের সবার কাছে আমি আমার বাবার জন্য দোয়া চাই মহান আল্লাহ যেন আমার বাবাকে জান্নাত নসীব করেন।
আমি আজ আপনাদের কাছে আমার বাবাকে নিয়ে ২টি সত্য ঘটনা শেয়ার করবো।
ঘটনা-১) প্রাথমিক চিকিৎসাঃ আমি যখন ছোট ছিলাম সম্ববত ২য় কি ৩য় শ্রেণীতে পড়ি, তখন আমন ধান কাটার মৌসুম একদিন আমাদের ক্ষেতে ধান কাটা চলছিল, আমি বাবার সাথে ধান কাটার দৃশ্য দেখতে গেলাম, এবং আমি বায়না ধরলাম ধান কাটবো বাবা বললেন হাত কেটে যাবে, কিন্তু আমি নাছোড়বান্ধা আমি ধান কাটবোই কাটবো বাবা এক পর্যায়ে আমার কথায় রাজি হয়ে গেলেন এবং আমার হাতে ধান কাটার কাছি ধরিয়ে দিয়ে বললেন নে এবার ধান কাট, আর আমি আনন্দে বাবাকে একটি ছুমো দিয়ে ধান কাটা শুরু করলাম প্রথমেই আমি আমার বাম হাতের কনিষ্ট আঙ্গুল কেটে ফেললাম এবং সাথে সাথে রক্ত বের হওয়া শুরু হলো, বাবা সাথে সাথে আমাকে বলল আমি যেন কাটা স্থানে প্রশ্রাব করে দিই, আমি তাই করলাম এবং সাথে সাথে রক্ত বের হওয়া বন্ধ হয়ে গেল। আমার যেই আঙ্গুলটি কাটা গিয়েছিল তার দাগ এখনো আছে, কিন্তু বাবা এখন শুধু স্মৃতি হয়ে আছে।
ঘটনা-২) সিগারেট খাওয়াঃ আমি যখন ছোট্ট ছিলাম আমার সমবয়সি অনেকেই তাদের বাবার পকেট থেকে সিগারেট চুরি করে খেত, কিন্তু আমি কখনোই খেতাম না এবং এখন পর্যন্ত খাই না, একদিন হলো কি আমাদের পাট গাছ শুকাতে দিল লাড়কি হিসাবে ব্যবহার করার জন্য, আর আমি তখনি একটি পাট গাছের টুকরো হাতে দিয়ে আগুন জালিয়ে সিগারেটের মত টানতে লাগলাম আমার বাবার নজর পড়লো আমার দিকে সাথে সাথে আমাকে তাড়াতে লাগলো আমি একদোড়ে আমাদের বাড়ি থেকে ১কিলোমিটার দুরে ডাকাতিয়া নদীর পাশে গিয়ে লুকিয়ে ছিলাম, এবং সবাই আমাকে খুজতে অস্থির হয়ে গেল, রাত যখন ৮টা বাজে আমি বাড়িতে আসি বাবা আমাকে তার বুকে জড়িয়ে ধরে কান্না জুরিয়ে দিল, যা আজ শুধুই স্মৃতি।
বিষয়: বিবিধ
৩৩২৪ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে মাআবুদ আপনি আমাদের সকলের পিতা মাতার হায়াত বাড়িয়ে দিন।
আর যাদের পিতা ইন্তেকাল করেছেন তাদের কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন।
লাকড়ি হবে, লাড়কি তো মেয়েদের বলে।
কল ধরলেন হয়ত গুরুত্বপূর্ণ মনে করে কারণ আমি সচরাচর কল দিইনা যদি ও এটি অন্যায়। আজ ও কথা বলতে পারলাম না কারণ উনি ক্লাস নিচ্ছেন। মহান রব আপনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমার আব্বা আম্মার নেক হায়াতের জন্য দোয়া করবেন আর আমি যেন মা বাবার হক আদায় করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি সে জন্য সবার কাছে দোয়া চাই। আমার ভাই বোন নেই কিন্তু মা বাবা থেকে দূরে । আল্লাহ্ সঠিক কাজটি করার তৌফিক দিন।।
মন্তব্য করতে লগইন করুন